আপাতত স্থগিত হয়ে গেল সজল ঘোষ হত্যা মামলার শুনানি। শুক্রবার নবদ্বীপের অতিরিক্ত জেলা জজ এবং সেশন জজের আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন মামলার অন্যতম অভিযুক্ত প্রদীপ সাহার আইনজীবীরা।
নবদ্বীপ আদালতের সরকারি কৌসুলী সনৎকুমার রায় বলেন, “শুক্রবার থেকে সাক্ষীদের জেরা শুরু হওয়ার কথা ছিল। সেই মতো আমরা প্রথম সাক্ষী পঙ্কজ গঙ্গোপাধ্যায়কে আদালতে হাজির করেছিলাম। কিন্তু অভিযুক্তের আইনজীবীরা উচ্চতর আদালতে যেতে চেয়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। তার ভিত্তিতে মামলাটি স্থগিত রাখা হয়েছে।”
অভিযুক্তদের আইনজীবী সামসুল ইসলাম মোল্লা ও চিন্ময় সিংহ রায় বলেন, “আমরা ১২ সেপ্টেম্বর নবদ্বীপ আদালতে আবেদন করেছিলাম যে, ছ’জন সাক্ষীর এজাহারের সঙ্গে আমরা দু’জন সরকারি চিকিৎসকেরও এজাহার নিতে চাই। যাঁরা ঘটনার রাতে নবদ্বীপ হাসপাতালে সজল ঘোষকে দেখেছিলেন এবং মৃতদেহের ময়নাতদন্ত করেছিলেন। কিন্তু বিচারক সেই আর্জি খারিজ করে দেন। এরপর শুক্রবার আমরা আরও একটি আবেদন করি, যে বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে যেতে চাই। ফলে মামলাটি স্থগিত রাখা হোক। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। ২৫ সেপ্টেম্বর থেকে আবার
শুনানি হবে।”
|