|
|
|
|
মুজফ্ফরনগরে মোদীকে জড়াতে চায় কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা হয়েছে আজই। ঠিক তার পরেই আরও গোষ্ঠী সংঘর্ষ ও বিভেদের পরিবেশ তৈরির আশঙ্কা প্রকাশে নেমে পড়ল কংগ্রেস। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনার সঙ্গেও মোদীকে জড়াতে চাইছে তারা।
আজ কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস মুখপাত্র রেণুকা চৌধুরি দাবি করেন, মুজফ্ফরনগরের ঘটনায় মোদীর হস্তাক্ষর স্পষ্ট। লোকসভা ভোটের আগে তাঁর অন্যতম আস্থাভাজন অমিত শাহকে উত্তরপ্রদেশের ময়দানে নামিয়েছেন মোদী। তার পর থেকেই একটার পর একটা গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে সেখানে। রেণুকার কথায়, “এই রক্তপাত ঘৃণা ও বিভেদের পরিবেশ রচনার কেবল ট্রেইলার মাত্র। গোটা ছবিটা এখনও বাকি রয়েছে।”
মোদীর উত্থানের ফলে ধর্মীয় মেরুকরণ হতে পারে বলে আশঙ্কা কংগ্রেসের। তাই এখন বহুত্ববাদের বার্তা দেওয়ার কৌশল নিয়েছে গাঁধী পরিবার তথা কংগ্রেস।
মুজফ্ফরনগরে কার্ফু উঠে গেলে সেখানে গিয়ে দুই গোষ্ঠীর মানুষের আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন সনিয়া-রাহুল। কংগ্রেস নেতাদের আশা, সংখ্যালঘুদের পাশাপাশি শহরের উদার হিন্দুরা এই অবস্থানকে সমর্থন জানাবেন।
এরই পাশাপাশি শাকিল আহমেদ, মণীশ তিওয়ারির মতো কিছু নেতা আনুষ্ঠানিক ভাবে মোদীর নাম ঘোষণা নিয়ে বিজেপিকে কটাক্ষও করেছেন। তাঁদের বক্তব্য, বিজেপি-র মধ্যে যে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই তা আজ প্রমাণিত। নাগপুর থেকে আরএস এসের কিছু নেতা জোর করে বিজেপির উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিল। মোদীকে নিয়ে বিজেপিতেই ঐক্য নেই। তা আডবাণী-সহ দলের শীর্ষ সারির নেতাদের আচরণেই স্পষ্ট।
তবে এ-ও ঠিক যে, কংগ্রেসের মধ্যে একটা উদ্বেগও রয়েছে। কারণ, মোদী তাঁর আস্তিনে কী কী অস্ত্র লুকিয়ে রেখেছেন তা এখনও ঠাহর করে উঠতে পারছেন না কংগ্রেস নেতারা। এ ব্যাপারে আজ কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে আলোচনাও হয়। স্থির হয়, সরাসরি মোদীকে আক্রমণ না করলেও তাঁর তোলা অভিযোগগুলি খণ্ডন করতে হবে।
সেই অমোঘ লড়াইয়ের আগে আজ সামান্য হলেও একটা সুখবর এসেছে কংগ্রেস শিবিরে। গুজরাত বিধানসভা ভোটে তৃতীয় বার জয়ের পর পরই দিল্লির শ্রীরাম কলেজে এসে ছাত্রদের এক সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন মোদী। তাঁর সেই বক্তৃতার ছত্রে ছত্রে হাততালি দিয়েছিলেন ছাত্ররা। ওই বক্তৃতা নিয়ে দেশ জুড়ে প্রবল হইচইও হয়েছিল। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সেই শ্রীরাম কলেজেই ছাত্র সংসদের নির্বাচনে আজ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএস ইউআই-এর প্যানেল জয়ের পথে।
|
পুরনো খবর: গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মুজফ্ফরনগর, নিহত ২৬ |
|
|
|
|
|