তিন মাস পরে অধিবেশন ডাকা হলেও শাসক-বিরোধী বাদানুবাদে তড়িঘড়ি শেষ করে দেওয়া হল সভা।
শুক্রবার আসানসোল পুরসভার বোর্ড অধিবেশন ছিল। কিন্তু তড়িঘড়ি অধিবেশন শেষ করে দিয়ে চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি সভা ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিরোধী নেতা সিপিএমের তাপস রায়। যদিও জিতেন্দ্রবাবুর দাবি, বিরোধীরা নিয়ম না মেনে চিৎকার করেছেন।
পুরসভার শেষ অধিবেশন ডাকা হয়েছিল জুলাই মাসে। কিন্তু শাসকপক্ষের কাউন্সিলরদের উপস্থিতি কম হওয়ায় সিদ্ধান্তগুলি অনুমোদন করা যায়নি। এ অবস্থায় অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান। তিনি জানান, আগামী তিন মাস অধিবেশন ডাকা যাবে না। কিন্তু পরে বিরোধীদের চাপে শুক্রবার অধিবেশন ডাকা হয়। এ দিন শাসক বিরোধী দু’পক্ষেরই ১৫ জন করে কাউন্সিলর হাজির ছিলেন। ফলে সিদ্ধান্ত অনুমোদন নিয়ে সঙ্কট হয়। চেয়ারম্যান আসরে নেমে কাস্টিং ভোটে সিদ্ধান্তগুলি অনুমোদন করেন।
কিন্তু এরপরেই গণ্ডগোল বাধে। বিরোধীরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উঠে দাঁড়াতেই মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়-সহ সরকার পক্ষের কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। তড়িঘড়ি অধিবেশন শেষ করে দিয়ে সভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। পিছন পিছন মেয়র-সহ শাসকপক্ষের অন্য কাউন্সিলরেরাও সভা ছেড়ে বেরিয়ে যান। ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। সিপিএমের তাপস রায়ের অভিযোগ, “শাসকপক্ষ অধিবেশনের নামে প্রহসন করেছেন। আমাদের কোনও কিছু বলতে না দিয়ে চেয়ারম্যান অপমান করেছেন।” তাপসবাবুর দাবি, সামনেই শারদোৎসব। একাধিক রাস্তার সংস্কার দরকার। বহু এলাকায় নিকাশির ব্যবস্থাও করতে হবে। আমরা এ সব নিয়েই আলোচনা চেয়েছিলাম। কিন্তু শাসকপক্ষ তার ধার দিয়েও যাননি।
এদিকে এ দিনের অধিবেশনে শাসকপক্ষের কাউন্সিলরদের কম উপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। শাসক জোটে মোট ৩০ জন কাউন্সিলর আছেন। কিন্তু শুক্রবার হাজির ছিলেন ১৫ জন। কেন অর্ধেক কাউন্সিলর আসেননি তা জানতে চাওয়া হলে চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন, “সেটা বুঝতে পারছি না। এটা শাসকপক্ষের কোনও নেতা বলতে পারবেন।” মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় অবশ্য কোনও মন্তব্য করেননি। এ দিন কংগ্রেসের ১২ জন কাউন্সিলরের মধ্যে ছিলেন ৪ জন। বাকি ৮ জন আসেননি। সম্প্রতি কংগ্রেসের মেয়র পারিষদ গোলাম সরওয়ারের অপসারণের ঘটনায় মেয়রের সঙ্গে কংগ্রেসের দ্বন্দ্ব শুরু হয়েছে। সেই কারণেই কংগ্রেসের সদস্যেরা আসেননি বলে কয়েকজন কাউন্সিলরদের অনুমান।
|