ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে বিবাদে গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নির্মীয়মান আইকিউ সিটিতে। একটি গোষ্ঠীর মিছিলে যোগ দিতে গিয়ে ফিরে আসতে হয় দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ককে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের নিয়োগের দাবিতে আইএনটিটিইউসি নেতা নিখিল নায়েকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি আইকিউ সিটির গেটের কাছে যেতে আইএনটিটিইউসি-র অন্য গোষ্ঠী বাধা দেয়। স্থানীয় বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায় মিছিলে যোগ দিতে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলের কাছে একটি বোমাও ফাটে। এরপরই দু’টি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি হাতে আসেন মহিলারা। আহত হন দুই তৃণমূল সমর্থক। তাদের আইকিউ সিটির হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
আইএনটিটিইউসি-র দু’টি গোষ্ঠীর সংঘর্ষের সময়ে বোমা পড়ল আইকিউ সিটির গেটের সামনে। |
২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে দুর্গাপুরের বিজড়ায় ‘নলেজ অ্যান্ড হেলথ সিটি’র শিলান্যাস করেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন। কিন্তু নানা কারণে প্রকল্পটি শুরু হতে বিলম্ব হয়। ২০১১ সালে শুরু হয় কাজ। প্রকল্পটির নাম বদলে হয় আইকিউ সিটি। শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির মধ্যের হাসপাতালটি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কাজ চলছে মেডিক্যাল কলেজ ও আবাসন তৈরির। প্রকল্পটির কাজে স্থানীয় যুবকদের নিয়োগ নিয়ে জেলা আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও প্রকাশ্য এসেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসেও আইএনটিটিইউসির দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের তিন জন আহত হন। |
দুর্গাপুরে আইএনটিটিইউসির গোষ্ঠী রাজনীতিতে স্থানীয় আইএনটিটিইউসি নেতা নিখিল নায়েক সংগঠনের জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত। তিনি আবার স্থানীয় বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। নিখিল নায়েকের অভিযোগ, “সংগঠনের নাম করে কিছু লোক স্থানীয়দের নিয়োগের নামে টাকা কামাচ্ছে। তারাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে।” দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, “দলের পতাকা নিয়ে মিছিল হচ্ছিল। সেই মিছিলে যোগ দিতে গিয়ে আমার সঙ্গে যা করা হয়েছে তা মানতে পারছি না।” সংগঠনের জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য বিষয়টি জানি না বলে এড়িয়ে গিয়েছেন।
|