টুকরো খবর
জমি অধিগ্রহণ শেষ করার দাবিতে ধর্না
সরাসরি জমি অধিগ্রহণের কাজ করতে হবে ইসিএলকে। এমন দাবি করে বৃহস্পতিবার থেকে ধর্নায় বসেছেন জমির মালিকেরা। তাঁরা জানান, বাঁকোলা এরিয়া কার্যালয়ের সামনে এই ধর্না চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওই জমি মালিকদের দাবি, ২০০৮ সাল থেকে তাঁদের ১০৪ জনের মোট ২০৯ একর জমিতে ইসিএল খনন কাজ করছে। অথচ জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি। তাঁদেরকে কর্তৃপক্ষ অধিগ্রহণের মৌখিক প্রতিশ্রুতি দিলেও লিখিত পর্যায়ে জানাচ্ছেন না। তাঁদের বক্তব্য, “সরাসরি ইসিএলকে মালিকদের সঙ্গে বসে জমি অধিগ্রহণ করতে হবে। ভূমি রাজস্ব দফতরের মাধ্যমে আমরা জমি নিতে দেব না।”

বিক্ষোভে এজেন্টরা। —নিজস্ব চিত্র।
তাঁরা আরও জানান, ইসিএল তাঁদের জমিতে খনন কাজ চালানোর জন্য জমি অনুর্বর হয়ে গিয়েছে। জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে চাষ হচ্ছে না। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ধর্নার পর তাঁরা রিলে অনশন শুরু করবেন বলে জানিয়েছেন। তাতেও প্রতিকার না হলে আমরণ অনশনে বসবেন তাঁরা। কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, এ পর্যন্ত ওই জমিতে তাঁরা খনন কাজ করেননি। ২০১১ সালে রাজ্য সরকারের জমি অধিগ্রহণ দফতরকে ৯ কোটি টাকা দিয়েছিলেন তাঁরা। তিন বার জমি নিয়ে শুনানির ব্যবস্থা করা হয়। কিন্তু তখন কোনও জমির মালিক আসেননি। তাঁরা আরও জানান, যা করার প্রশাসনের সঙ্গে আলোচনা করে করা হবে।

গাড়ির ধাক্কায় জখম তিন
পুলিশের গাড়ির ধাক্কায় জখম হলেন তিন মোটরবাইক আরোহী। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সরপি মোড়ে। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ জখমদের চিকিৎসার খরচের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ শ্মশানে শবদাহ সেরে একটি মোটরবাইকে চেপে সরপির বাড়িতে ফিরছিলেন বাবলু বাউড়ি, অধীর বাউড়ি ও পবন বাউড়ি।

ঘটনাস্থলে গ্রামবাসীরা। —নিজস্ব চিত্র।
সরপি মোড়ের কাছে পুলিশের একটি ভাড়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। জখম হন তিনজনই। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই পুলিশের গাড়িটি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত বাহিনী যায়। যান এসিপি (পূর্ব) এস সিলভামুরুগান। তিনি জখম ব্যক্তিদের চিকিৎসার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরিষদীয় নেতার কাছে চিঠি মেয়রের
পরিষদীয় নেতার কাছে চিঠি পাঠালেন আসানসোল পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে মেয়রের চিঠি পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নিতে কংগ্রেসের কাউন্সিলররা বৈঠক করেন। কংগ্রেসের মেয়র পারিষদ গোলাম সরওয়ারকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেন কাউন্সিলররা। সাত দিনের মধ্যে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন তাঁরা। বুধবার সময়সীমা পেরিয়ে গেলেও তিনি চিঠির উত্তর দেননি। বৃহস্পতিবার মেয়রকে এ নিয়ে তাঁর সিদ্ধান্ত জানাতে বলেন কংগ্রেসের পরিষদীয় নেতা তথা ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়। শুক্রবার নিজের মত জানান তাপসবাবু। তবে ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “এই বিষয়টি তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছেন। আরও কিছু দিন সময় তিনি চেয়েছেন।”

পুলিশের গাড়ির ধাক্কা, জখম তিন
পুলিশের গাড়ির ধাক্কায় জখম হলেন তিন মোটরবাইক আরোহী। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সরপি মোড়ে। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ জখমদের চিকিৎসার খরচের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল ৪টে নাগাদ শ্মশানে শবদাহ সেরে একটি মোটরবাইকে চেপে সরপিতে ফিরছিলেন বাবলু বাউড়ি, অধীর বাউড়ি ও পবন বাউড়ি। সরপি মোড়ের কাছে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। জখম হন তিনজনই। তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এসিপি (পূর্ব) এস সিলভামুরুগান জখমদের চিকিৎসার খরচের প্রতিশ্রুতি দেন।

কারখানার যন্ত্রাংশ চুরি, গ্রেফতার
রূপনারায়ণপুর হিন্দুস্তান কেব্লস কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করল সালানপুর থানার পুলিশ। নাম মহম্মদ টিপু। উদ্ধার হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ। পুলিশ জানিয়েছে, গত ৩ জুন এই কারখানায় চুরি হয়। বৃহস্পতিবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ কাল্লা মোড় ২ নম্বর জাতীয় সড়ক থেকে অবৈধ কয়লা বোঝাই একটি লরি ধরেছে। কয়লা পাচারের অভিযোগে শেখ বাসিরুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পাচারে ধৃত
২৫ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করল পুলিশ। শুক্রবার ডিসেরগড় ঘাটের ঘটনা। পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে ধরেছে পুলিশ। ধৃতদের নাম অজয় যাদব ও লাল মহম্মদ আনসারি। অজয়ের বাড়ি কুলটির এলসি মোড় এলাকায়। লাল মহম্মদ আনসারি ঝাড়খণ্ডের বারওয়ার বাসিন্দা। পুলিশ একটি লরি ও মোটরবাইক বাজেয়াপ্ত করেছে।

পুরভোটের প্রচার
ছবি: উদিত সিংহ।
শুক্রবার বর্ধমানের ২৩ নম্বর ওয়ার্ডের রথতলায় পুরভোটের প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ও তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় মুকুলবাবু দাবি করেন, “২০০৮ সালে বর্ধমান পুরভোটে সিপিএম বুথ দখল করে নিয়েছিল। কিন্তু এ বার কোনও বুথ দখল হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.