টুকরো খবর
সুকুরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় গড়বেতার সিপিএম নেতা সুকুর আলিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অন্যতম অভিযুক্ত সুকুর আলি দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গত শনিবার তমলুকে এসে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে আত্মসমর্পণ করলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়। এরপরই দীর্ঘদিন ধরে পলাতক ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তৎপর হয় মামলার তদন্তের দ্বায়িত্বে থাকা সিআইডি। সুকুর আলিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে আবেদন জানায় সিআইডি।
জেলা আদালত চত্বরে সিআইডি-র দল।
কিন্তু ওই দিন মামলার তদন্তকারী সিআইডি’র আধিকারিক নিজে হাজির হয়ে আবেদন না করায় জেলা ও দায়রা বিচারক আবেদন নাকচ করেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে আসেন ওই মামলার তদন্তকারী সিআইডি’র আধিকারিক তীর্থঙ্কর সান্যাল-সহ তিন সদস্যের এক দল। জেল হেফাজতে থাকা সুকুর আলিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে এ দিন সিআইডি’র তরফে ফের আবেদন জানানো হয় জেলা আদালতে। জেলা ও দায়রা বিচারকের এজলাসে শুনানির সময় সিআইডি’র আবেদনের পক্ষে সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবী। শুনানির পর জেলা ও দায়রা বিচারক মধুমতী মিত্র সিআইডি’র আবেদন মঞ্জুর করে জেল হেফাজতে থাকা সুকুর আলিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সুকুর আলিকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধানাগারে রাখা হয়েছে। সিআইডি’র তদন্তকারী দল শীঘ্রই সেখানে গিয়ে সুকুর আলিকে জিজ্ঞাসাবাদ করবে।

পুরনো খবর:

চাকরির নামে প্রতারণা, ধৃত
প্রধান শিক্ষকের ভুয়ো পরিচয় দিয়ে দুই বেকার যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সুতাহাটা থানার পুলিশ। ধৃত সমীরণ মাইতি ওই থানা এলাকারই চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে তাঁকে গ্রেফতার করার পরে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হফাজতে পাঠান সমীরণকে। জীববিদ্যায় স্নাতক সমীরণ কয়েকমাস আগে একটি খবরের কাগজে ভুয়ো বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপনে নিজেকে শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে মোবাইল নম্বর দেন তিনি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও টাইপিস্ট পদে নিয়োগের কথা বলা হয়েছিল বিজ্ঞাপনে। যা দেখে ওই নম্বরে যোগাযোগ করেন বর্ধমান জেলার মেমারি থানার পরপতা গ্রামের শ্যামল সরেন ও কালনা থানার বাদলা গ্রামের দিলীপ মাণ্ডি। চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছে টাকা চান সমীরণ। শ্যামল বলেন, “আমি জমি বিক্রি করে ও শ্বশুরবাড়ি থেকে সাহায্য নিয়ে মোট ৯ দফায় ২ লক্ষ ২৫ হাজার টাকা ও আমার মামাতো দাদা দিলীপ দশ দফায় ২ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন। পরে আর সমীরণ ফোন না ধরায় আমাদের সন্দেহ হয়।” খোঁজ নিয়ে প্রতারিত হয়েছে জানতে পেরে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

লরির ধাক্কায় মৃত তিন
নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় মারা গেলেন তিন জন। মৃতদের নাম হরেকৃষ্ণ মিশ্র (৬২), স্বপন অধিকারী (৫২), কিঙ্কর ভৌমিক (৪৬)। বাড়ি নন্দকুমারের কোলসর এলাকায়। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে নন্দকুমার থানার কোলসর বাজারের কাছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। প্রথমে আহত ১৬ জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিন জন। নন্দকুমারের কোলসর বাজারে হলদিয়া-মেচেদা সড়কের ধারে দোকানের সামনের দিকে বসেছিলেন এঁরা সকলে। সাড়ে ছ’টা নাগাদ তমলুক থেকে একটি লরি হলদিয়ার দিকে যাওয়ার পথে যন্ত্রাংশ ভেঙে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দোকানের সামনে বসে থাকা লোকজনদের ধাক্কা মারে। পুলিশ লরি-সহ চালককে আটক করেছে।

দুর্ঘটনায় মৃত্যু পঞ্চায়েত সদস্যার
দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সফিয়া খাতুনের (২৫)। বুধবার দুপুরে চন্দ্রকোনা থানার হেমতপুরে ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্বামী ইয়াদুল হক। তিনি কলকাতার হাসপাতালে ভর্তি। সফিয়াবিবির বাড়ি চন্দ্রকোনা থানার মহাবালা গ্রামে। চন্দ্রকোনা ১ ব্লকের মানিককুণ্ডু পঞ্চায়েতের মহাবালা সংসদ থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন তিনি। বুধবার ওই পঞ্চায়েতের উপ-সমিতি গঠনের জন্য স্বামীর মোটর বাইকে চেপে পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় হেমতপুরে ঘাটালগামী একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের মোটর বাইকের। দুর্ঘটনার পর এলাকার মানুষ দু’জনকেই ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। রাতে মারা যান সফিয়াবিবি।

প্রতিবাদ সভা
পঞ্চায়েত বোর্ড গঠন ও প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মিথ্যে মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করল সিপিএম। বুধবার সন্ধ্যায় রামনগরে ওই প্রতিবাদ সভায় অভিযোগ করা হয়, শাসক তৃণমূলের নির্দেশেই প্রশাসন তাঁদের ১৬২ জন নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

স্কুলে জয়ী তৃণমূল
কাঁথি হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। ওই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। কিন্তু শেষ দিনেও তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র জমা দেননি।

কৃষি নিয়ে আলোচনা
শ্রী পদ্ধতিতে ধানচাষের সুফল নিয়ে বুধবার রামনগর ১ ব্লক অফিসে এক কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চাষিদের পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েতে এগ্রিক্লিনিক ও হটিক্লিনিক গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.