দ্বিতীয় বর্ষের ছাত্রটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ইউজিসি-র হেল্পলাইনে ফোন করে জানিয়েছিলেন, ২৩ অগস্ট তাঁর ঘরে চড়াও হয়ে র্যাগিং করেন ওই দু’জন। তদন্ত কমিটি গড়ে ঘটনাটি খতিয়ে দেখে শাস্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। কিন্তু অভিযোগকারী ছাত্রটি বৃহস্পতিবার বলেন, “ওঁদের পড়াশোনার কোনও ক্ষতি হয়ে যাক, আমি চাই না। তাই ওঁদের শাস্তি কমানোর আর্জি জানিয়েছি।” কারও চাপের মুখে তিনি এ কাজ করেননি বলে জানান ছাত্রটি।
এ দিন দুপুর থেকে সল্টলেক ক্যাম্পাসে সহ-উপাচার্যের ঘরের সামনে শ’খানেক ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাস চত্বরে। পরে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা সহ-উপাচার্য এবং ডিন অফ স্টুডেন্টস-এর কাছে নিজেদের দাবি জানান। ফেটসু-র সাধারণ সম্পাদক শৌভিক মুখোপাধ্যায় পরে বলেন, “আমরা র্যাগিং-এর বিরুদ্ধে। কিন্তু যে কোনও ঘটনাকেই র্যাগিং বলে দিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। অভিযোগ ফের খতিয়ে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।”
|