টুকরো খবর |
যৌনকর্মীরা কথা বলুন পুলিশের সঙ্গে, বলল আদালত
নিজস্ব সংবাদদাতা |
যৌনকর্মীরা দুর্গাপুজো করতে পারবেন কি না, সে বিষয়ে তাঁদের বড়তলা থানার ওসি-র সঙ্গে আলোচনা করতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বিষয়টি ফের শোনা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারপতি। দুর্গাপুজো করার অনুমতি নিয়ে হাইকোর্টে মামলা করেছে যৌনকর্মীদের সংগঠন ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি।’ এ দিন মামলাটি ওঠে। যৌনকর্মীদের আবেদনে বলা হয়েছিল, তাঁরা উত্তর কলকাতার অবিনাশচন্দ্র দাস লেনে ১৫০ বর্গফুটের মণ্ডপ তৈরি করে পুজো করতে চান। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তাঁদের আরও বক্তব্য ছিল, অন্য মণ্ডপে সর্বসাধারণের সঙ্গে পুজোয় তাঁরা সরাসরি অংশ নিতে পারেন না। তা-ই পুজোর মাধ্যমে তাঁরা সামাজিক অধিকার অর্জন করতে চাইছেন। এ দিন পুলিশের তরফে আদালতকে জানানো হয়, যৌনকর্মীরা পুজো করলে লোকে কৌতূহলবশত সেখানে ভিড় করবে। তাতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন পুজোর অনুমতি দেওয়ার আলাদা কমিটি আছে। তাদের থেকেও দুর্বার অনুমতি নেয়নি বলে পুলিশের তরফে অভিযোগ করা হয়। তখন দুর্বারের আইনজীবী অরুণাভ ঘোষ বিচারপতিকে একটি ছবি দেখান। সেখানে দেখা যায়, অবিনাশচন্দ্র দাস লেনে সোনাগাছি যৌনপল্লির পাশেই বিশাল গণেশ পুজো হচ্ছে। তখন বিচারপতি প্রশ্ন করেন, গণেশ পুজো হতে পারলে দুর্গাপুজো কেন হতে পারবে না? তিনি বিষয়টি নিয়ে যৌনকর্মীদের বড়তলা থানার সঙ্গে আলোচনায় বসতে নির্দেশ দেন।
পুরনো খবর: পুজোর দাবি যৌনকর্মীদের
|
হেলিপ্যাড মেরামত নিয়ে রাজ্য-সেনাবাহিনী বিরোধ |
দু’দিনের কলকাতা সফরে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার জন্য আরসিটিসি হেলিপ্যাড মেরামত নিয়ে রাজ্য -সেনাবাহিনীর বিরোধ গড়াল থানা পর্যন্ত। সেনাবাহিনীর বিরুদ্ধে হেস্টিংস থানায় ডায়েরি করেছে কলকাতা পুলিশ। পূর্ত দফতর এবং কলকাতা পুলিশের কর্তাদের অভিযোগ, সরকারের ব্লু-বুক অনুযায়ী রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের এবং হেলিপ্যাড তৈরির দায়িত্ব পূর্ত দফতরের। কিন্তু ১৪ তারিখে রাষ্ট্রপতির দু’দিনের সফরের জন্য বৃহস্পতিবার সকালে পূর্ত দফতর আরসিটিসি হেলিপ্যাডের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করতে গেলে সেনাবাহিনী তাদের বাধা দেয়। কলকাতা পুলিশকেও হেলিপ্যাড চত্বরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কলকাতা পুলিশের এক পদস্থ কর্তার কথায়, “ভবিষ্যতে এ নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সে জন্যই থানায় পুরো বিষয়টি জানিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে।” সেনাবাহিনী সূত্রে খবর, পূর্ত দফতর প্রয়োজনীয় অনুমতি ছাড়াই আরসিটিসি-তে অস্থায়ী হেলিপ্যাড তৈরির জন্য ইট-সিমেন্ট নিয়ে চলে এসেছিল। তাই সেনাবাহিনী তাদের ফেরত পাঠিয়েছে। সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন তরুণকুমার সিংহ বলেন, “কয়েক দিনের বৃষ্টিতে আরসিটিসি অস্থায়ী হেলিপ্যাডের মাটি একটু নরম রয়েছে। তাকে হেলিপ্যাডের চেহারা দেওয়ার জন্য পূর্ত দফতরের যথেষ্ট দক্ষতা নেই। প্রয়োজনীয় অনুমতিও ছিল না। সেনাবাহিনী ডাক-বোর্ড এনে সঠিক ভাবে অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ করছে।” তরুণবাবুর দাবি, “বিষয়টি নিয়ে কলকাতায় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে চৌধুরীর সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের কথা হয়েছে। আর সমস্যা নেই।”
|
শিক্ষক চেয়ে বিক্ষোভ হল প্রেসিডেন্সিতে |
পর্যাপ্ত শিক্ষকের দাবিতে বৃহস্পতিবার উপাচার্যের ঘরের বাইরে বসে বিক্ষোভ দেখালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের একদল ছাত্রছাত্রী। শারীর, উদ্ভিদ ও প্রাণিবিদ্যা এই তিন বিভাগ মিলিয়ে প্রাণিবিজ্ঞান বিভাগ চালু হয়েছে প্রেসিডেন্সিতে। এ বছর তাতে ছাত্র ভর্তিও হচ্ছে। কিন্তু আগের দু’বছর তিনটি বিভাগে আলাদা ভাবে ভর্তি হয়েছেন পড়ুয়ারা। এ দিন মূলত বিক্ষোভ দেখান স্নাতকের দ্বিতীয়, তৃতীয় বর্ষ, স্নাতকোত্তরের শারীরবিদ্যার পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, শারীরবিদ্যায় এখনও আলাদা ভাবে শিক্ষক নেওয়া হয়নি। প্রেসিডেন্সির যে শিক্ষকেরা তাঁদের পড়াচ্ছেন, তাঁদের অন্যত্র বদলির নির্দেশ চলে এসেছে। রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত সমস্যার কথা স্বীকার করে বলেন, “ওই বিভাগে ৯ শিক্ষকের মধ্যে ৫ জনের বদলির নির্দেশ এসেছে। ওখানে পঠনপাঠনের সমস্যা দেখা দিতে পারে। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হতেও মাস তিনেক লাগবে। তবে চিন্তার কিছু নেই।” বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, তাই অতিথি শিক্ষক দিয়ে কাজ চালানোর কথা ভাবা হচ্ছে।
|
টিউটোরিয়াল প্রতারণায় তিনটি মামলা পুলিশের |
টিউটোরিয়াল-প্রতারণায় অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। প্রত্যেকটি মামলাতেই প্রতারণা, টাকা নয়ছয় এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সারদা-কাণ্ডের ধাঁচে সুব্রহ্মণ্যম রাজা মণিকম ‘এ টু বি টিউটোরিয়াল’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ওই টিউটোরিয়ালের ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন। কিন্তু তাঁদের প্রাপ্য অর্থ দেননি। আর্থিক ভাবে প্রতারিত হয়েছেন শিক্ষক এবং কয়েকটি বিজ্ঞাপন এজেন্সির মালিকও। ওই টিউটোরিয়ালের প্রধান কার্যালয় ছিল বেনিয়াপুকুর থানা এলাকায়। তাই প্রতারিতরা সেই থানাতেই অভিযোগ করেন সুব্রহ্মণ্যম, তাঁর এক সহযোগী রমা দুবে এবং সংস্থার আর এক কর্তা বিভাস কিচলুর বিরুদ্ধে। টিউটোরিয়াল সংস্থাটির জন্য বিভিন্ন সংবাদপত্র এবং বেতারে বিজ্ঞাপন দিয়েও তার মূল্য পায়নি, এমন এক বিজ্ঞাপন এজেন্সির মালিক সঞ্জয় পাল বিভাসবাবুকে আইনি নোটিস পাঠিয়েছেন। ডিসি (ইএসডি) ধ্রুবজ্যোতি দে বলেন, “মূল অভিযুক্ত সুব্রহ্মণ্যম। বিভাসবাবুর বিরুদ্ধেও অভিযোগ আছে। সব মিলিয়ে কোটি টাকার উপরে প্রতারণা হয়েছে।”
|
অনার্সের নম্বর ওয়েবসাইটে |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট টু পরীক্ষার ফল বেরোতে এখনও বেশ খানিকটা দেরি আছে। কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে তাঁদের অনার্স পত্রগুলির নম্বর আজ, শুক্রবার বেলা ৩টে থেকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ মে পার্ট টু অনার্স পরীক্ষা শেষ হয়। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের জেরে জেনারেল পরীক্ষা ক্রমশ পিছোতে থাকে। পরীক্ষাটি শেষ হয় ২২ অগস্ট। তৃতীয় বর্ষে পঠনপাঠন যাতে ব্যাহত না-হয়, সেই জন্য উপাচার্য সুরঞ্জন দাস বলেছিলেন, কোনও কলেজ চাইলে জেনারেল পত্রের পরীক্ষা না-হলেও পার্ট থ্রি-র ক্লাস চালু করতে পারে। একই কারণে বিশ্ববিদ্যালয়ের অনার্স নম্বর আগেভাগে প্রকাশ করার উদ্যোগ। বৃহস্পতিবার এক কর্তা বলেন, “জেনারেল পত্রের খাতা দেখে, স্ক্রুটিনি করে পার্ট টু-র ফল বেরোতে বেশ দেরি হয়ে যাবে। কিন্তু অনার্সের নম্বর সাইটে দিলে ছাত্রছাত্রীদের সমস্যা কমবে। তারা এর ভিত্তিতে পুনর্মূল্যায়নের আবেদনও জানাতে পারবে।” কলেজগুলিকে এই নম্বরের তালিকা পাঠানো হবে।
|
চক্ররেল স্টেশনে ভাঙচুর |
ট্রেন স্টেশনে দেরিতে ঢোকায় ভাঙচুর চালাল যাত্রীরা। বৃহস্পতিবার, চক্ররেলের বি বা দীবাগ স্টেশনে। রেল সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে ওই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আপ মাঝেরহাট-রানাঘাট লোকাল ঢোকার কথা ছিল। ঢোকে ৭টা ২৫ মিনিটে। দু’নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যারাকপুর- ঘুটিয়ারি শরিফ ঢুকে পড়ে। আপ-এর যাত্রীরা লাইনে নেমে ডাউন ট্রেনটিকে আটকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। স্টেশন মাস্টারের ঘরে ভাঙচুর চলে। যাত্রীদের অভিযোগ, এই শাখায় নিয়মিত ট্রেন দেরিতে চলে। বারবার জানিয়েও সমাধান হয়নি। পূর্ব রেলের কর্তারা দেরির কথা স্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, দু’দিন ধরে গণেশ পুজোর বিসর্জনের জন্য দেরি হচ্ছে।
|
বেআইনি হোর্ডিং বন্ধে অভিযান |
শহর জুড়ে বেআইনি হোর্ডিংয়ের রমরমা ব্যবসা ঠেকাতে অভিযানে নামল পুর প্রশাসন। কর ফাঁকি দিয়ে যে সব হোর্ডিং ব্যবসা চালাচ্ছে, তা ভেঙে দেওয়া শুরু হল। মেয়র পারিষদ (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার বৃহস্পতিবার জানান, ৪ দিনে ২৫টি হোর্ডিং কেটে ফেলা হয়েছে। সরানো হয়েছে প্রায় ২০০-র বেশি ফ্লেক্স। পুরসভা সূত্রের খবর, গোলপার্ক, আলিপুর, বেকবাগান ও শ্যামবাজার মোড়ে কিছু হোর্ডিং কেটে ফেলা হয়েছে। দেবাশিসবাবু জানান, ২৫টি হোর্ডিংয়ের মধ্যে ১৫টি-র কাছ থেকে বহু দিন ধরে টাকা বকেয়া। বাকি ১০টি পুর-কর না দিয়েই ব্যবসা চালাচ্ছিল। ওই সব হোর্ডিং থেকে পুরসভার ৪ লক্ষ টাকা আয় হত। দেবাশিসবাবু জানান, এই অভিযান চলবে।
|
‘প্রতারক’ ধৃত |
সংস্থার টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার হলেন কর্মী। বুধবার, বড়বাজার থেকে। ধৃতের নাম শঙ্কর কুণ্ডু। পুলিশ জানায়, ওই এলাকায় টাকা লেনদেনের ব্যবসায়ী চন্দন মণ্ডল মঙ্গলবার তাঁর সংস্থার কর্মী শঙ্করের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ করেন। পুলিশের দাবি, জেরায় শঙ্কর জানান, ওই দিন ২০ লক্ষ টাকা নিয়ে অফিস যাচ্ছিলেন তিনি। এনএসসি বসু রোডে সিবিআই অফিসার পরিচয়ে ৪-৫ জন ব্যাগটি দেখতে চান। শঙ্করের বক্তব্য, ওই টাকা জাল বলে দাবি করে ব্যাগটি নিয়ে চলে যায় তাঁরা। পুলিশ জানায়, শঙ্করের কাছে টাকা মেলেনি। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজও দেখা হচ্ছে। আদালত শঙ্করকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।
|
ছাত্র নিখোঁজ, স্কুলকে দোষারোপ |
বেলেঘাটার একটি স্কুলের ছাত্রাবাস থেকে নিখোঁজ হল এক ছাত্র। শান্তনু মণ্ডল (১৪) নামে নবম শ্রেণির ওই পড়ুয়ার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বামুনঘাটায়। পুলিশ জানায়, সোমবার নিখোঁজ হয় শান্তনু। পরিবারের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় স্কুল জানায়, শান্তনুকে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার স্কুলে যান তার মা প্রতিমা মণ্ডল। বেলেঘাটা থানায় নিখোঁজ ডায়েরিও করেন। স্কুল থেকে প্রতিমাদেবীকে বলা হয়, এক ছাত্রের সঙ্গে মারপিটের পরে শান্তনু পাঁচিল টপকে পালায়। বৃহস্পতিবার স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে প্রতিমাদেবী বলেন, নজরদারির অভাবেই ছেলে নিখোঁজ হয়েছে। স্কুল ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন তিনি।
|
প্লে-স্কুলে আতঙ্ক |
অসহায়তা: আগুনের ফুলকি, ধোঁয়ায় আতঙ্ক শিশুদের স্কুলে। |
শৌচাগারের পাশের ইলেকট্রিক বোর্ড থেকে আচমকা আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখে তীব্র আতঙ্ক ছড়াল কৈখালির একটি কিন্ডারগার্টেন স্কুলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। এই ঘটনায় স্কুলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে দমকল। সেই সঙ্গে এই রকম অন্য প্লে-স্কুলগুলির অগ্নি-সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।
|
ছিনতাইকারী ধৃত |
তিন মোবাইল ছিনতাইবাজ গ্রেফতার হল। বৃহস্পতিবার, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের বাইরে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ জাভেদ, শেখ পাপ্পু ও শেখ রাইউল। ধৃতদের থেকে পাঁচটি মোবাইল মিলেছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে। |
|