প্রধান অতিথি হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন অমিতাভ বচ্চন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করলেন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা।
স্বভাবতই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং ডেভিড ক্যামেরনও।
২০০৭ সাল থেকে ব্রিটেনে ডায়াবিটিস সচেতনতা বাড়ানোর কাজ করে চলেছে সিলভার স্টার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থারই ষষ্ঠ জন্মদিন এ দিন পালন করা হল প্রধানমন্ত্রীর বাসভবনে। সংস্থাটির জন্মলগ্ন থেকেই অমিতাভ বচ্চন তাদের প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে এসেছেন। তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে সিলভার স্টার এক অভিনব উপহারও পাঠিয়েছিল অমিতাভকে।
|
১০ ডাউনিং স্ট্রিটের অনুষ্ঠানে অমিতাভ ও ক্যামেরন। ছবি: পিটিআই। |
২০১২ সালে অমিতাভের ৭০ বছরের জন্মদিন ছিল। সেই উপলক্ষে মুম্বই-এ ডায়াবিটিস নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে একটি মোবাইল ইউনিট পাঠিয়েছিল সিলভার স্টার নামের সংস্থাটি। সেটির নামও রাখা হয়েছিল অমিতাভ বচ্চনের নামেই। মুম্বইয়ের প্রত্যন্ত এলাকায় ‘অমিতাভ’ নামের ওই গাড়িটি রক্তে ডায়াবিটিসের উপস্থিতি মাপার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেওয়ার কাজ করে।
মুম্বইয়ের মতো ব্রিটেনেও ঠিক এই একই কাজ করে চলেছে সিলভার স্টার নামের ওই সংস্থার আরও চারটি মোবাইল ইউনিট।
বুধবারের এই অনুষ্ঠানে সিলভার স্টারের প্রতিষ্ঠাতা কিথ ভাজ সাংবাদিকদের বলেন, “অমিতাভ বচ্চনকে অসংখ্য ধন্যবাদ। তাঁর সমর্থন ছাড়া এই সংস্থা এত সাফল্য নিয়ে কাজ করতে পারত না।” |