ব্যবসায়িক রেষারেষির জেরে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত গুণধর লোহারের বাড়ি পাত্রসায়র থানার ভৈরবপুর গ্রামে। মঙ্গলবার রাতে তাকে পুলিশ গ্রেফতার করে। গত শনিবার সন্ধ্যায় সামান্য বচসার জেরে পেশায় সাব-মার্সিবল পাম্প মেশিনের মিস্ত্রি মধু রায়ের মাথায় গুণধর ও তার দাদা পল্টু লোহার লাঠির বাড়ি মারে বলে অভিযোগ। রবিবার ভোরে বাঁকুড়া মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। নিহতের স্ত্রী ছবি রায় পাত্রসায়র থানায় গুণধর ও পল্টুর বিরুদ্ধে তাঁর স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ওই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গুণধর লোহারকে বীরসিংহ এলাকা থেকে ধরা হয়। তার দাদা পল্টু এখনও পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে।” বুধবার বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে ধৃতের দু’দিনের পুলিশি হেফাজত হয়।
|
কলেজ কর্তৃপক্ষ বিধি বহির্ভূত ভাবে ছাত্রভর্তি করানোর অভিযোগ তুলে বুধবার পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষাভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকরা। টিএমসিপি পরিচালিত ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক কানজিব মাজহারের অভিযোগ, বিধিবহির্ভূত ভাবে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও দুই ছাত্রকে বাণিজ্য বিভাগে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ছাত্র সংসদকেও অন্ধকারে রাখা হয়েছে। জে কে কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় এ দিন বলেন, “এখন আমি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করব না। যা জানানোর পরিচালন সমিতির বৈঠকের পরে জানাব।”
|
স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ১২১ বছর পূর্তি উপলক্ষে বুধবার একটি অনুষ্ঠান হল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। এ দিন ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি স্বামী প্রভানন্দ। স্বামীজির চিকাগো বক্তৃতা আজও কী ভাবে প্রাসঙ্গিক, তা তুলে ধরেন বক্তারা। উপস্থিত ছিলেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ।
|
অবৈধ ভাবে মোরাম তোলার অভিযোগে একটি ডাম্পার ও একটি মাটি কাটার যন্ত্র আটক করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। মঙ্গলবার রাতে বাঁকুড়া ২ ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের বৈড়া গ্রামের ঘটনা। ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক আধিকারিকের অভিযোগ, “রাতে অবৈধ ভাবে মোরাম তোলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার একটি যন্ত্র ও ডাম্পারটি আটক করা হয়। যারা ওই কাজ করছিল তারা আগেই পালিয়ে যায়। তাদের খোঁজ করা হচ্ছে।”
|
পুজোর মুখে...ছবি: উমাকান্ত ধর। |
বাঁকুড়ার ফুলকুসমার কমলাসায়রে টায়ারের ভেলায় ঘুরে সজল মল্লিক ও সিধু মল্লিক দিনে এক হাজার পদ্ম তুলে হাতে পান ১০০ টাকা। সেই ফুলই এখন ব্যবসায়ীরা চাষির কাছ থেকে ৮০০ টাকায় কিনে নিয়ে যাচ্ছেন। পুকুরের ভাড়া মিটিয়ে চাষির আমদানিও বেশি হয় না। তবে দুর্গাপুজো এগিয়ে এলেই দাম চড়ে পদ্মের। সেই আশায় দিন গুনছেন ওঁরা।
|
চলন্ত ট্রেনের নীচে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। রেলপুলিশ জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী বাউরি (২৭)। বাড়ি পাড়া থানার রুকনি গ্রামে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সাঁওতালডিহি স্টেশনে। সাঁওতালডিহির শাকড়া গ্রাম থেকে রুকনিতে ফেরার জন্য স্টেশনে ট্রেনে ওঠার সময়ে পা ফস্কে ট্রেনের নীচে পড়ে গেলে তাঁর মৃত্যু হয়। |