টুকরো খবর |
সুপারভাইজারের অপমৃত্যু দুর্গাচকে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শ্রমিক সরবরাহকারী সংস্থার পারভাইজারের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছাড়াল দুর্গাচক থানা এলাকায়। মৃতের নাম শিবশঙ্কর শুক্ল (৪০)। বাড়ি উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলায়। তিনি সহকর্মীর সঙ্গে দুর্গাচকের ই-ব্লকে সংস্থার অফিস লাগোয়া সংস্থার ঘরে থাকতেন। মঙ্গলবার রাত ন’টা নাগাত সহকর্মীরা স্থানীয়দের জানান, শিবশঙ্কর বঁটি দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর সহকর্মী ও স্থানীয়রা শিবশঙ্করকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে জানান। তারপরই স্থানীয় বাসিন্দারা শিবশঙ্করকে খুন করা হয়েছে এই অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, শ্রমিক সরবরাহ নিয়ে সম্প্রতি সহকর্মীদের সঙ্গে শিবশঙ্করের মত বিরোধ চলছিল। তাঁর ভাই ব্রিজেশবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ শিবশঙ্করবাবুর দুই সহকর্মী দীপক মাইতি ও দিবাকর জাদককে গ্রেফতার করেছে বলে জানান হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সহায়ক মূল্যে বাদাম কেনার দাবিতে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার কাছে স্মারকলিপি দিল এগরা মহকুমা বাদাম চাষি সুরক্ষা সমিতি। বুধবার কলকাতায় এসে কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা স্মারকলিপি দেয়। |
|