|
|
|
|
একই দিনে ভয়ঙ্কর আর্জেন্তিনা-ব্রাজিল |
বিশ্বকাপ জেতাটা আমার বহু দিনের স্বপ্ন: মেসি |
নিজস্ব প্রতিবেদন |
দুই অর্ধে মেসির দুই গোল। দু’টিই পেনাল্টি থেকে। সঙ্গে আরও তিনটি। প্যারাগুয়েকে তাদের ঘরের মাঠে রীতিমতো নাস্তানাবুদ করে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল আর্জেন্তিনা। মেসিদের মতো ইতালি ও নেদারল্যান্ডসও আগামী বছর ব্রাজিল সফর সুনিশ্চিত করে ফেলল। জার্মানি ও ইংল্যান্ড যদিও এখনও বিশ্বকাপের ‘ওয়েটিং লিস্ট’-এ আছে। তবে তাদের ব্রাজিল-যাত্রা যে সময়ের অপেক্ষা, তা বোঝা গেল একই দিনে।
আগামী ৬ ডিসেম্বর ব্রাজিলের সমুদ্র উপকূলে পর্যটকদের স্বপ্নরাজ্য বাহিয়ায় ৩২টি দলকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত ক্রীড়াসূচি তৈরি হবে, তখন যে মূল আকর্ষণের কেন্দ্রে থাকবেন তাঁরা, তা মেসিরা তিন মাস আগেই জানিয়ে দিলেন ফুটবল বিশ্বকে। প্রথম দলের চার তারকাকে ছাড়াই প্যারাগুয়েকে ৫-২ হারিয়ে আলেসান্দ্রো সাবেয়ার দল বুঝিয়ে দিল তাদের রোখা মোটেই সহজ নয়। স্পট কিকে মেসির ১২ মিনিটের গোল দিয়ে শুরু। এর পর ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার সের্জিও আগেরো, রিয়াল মাদ্রিদের উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ও ম্যাক্সি রড্রিগেজের গোল। এর মাঝখানে চতুর্থ গোলটিও মেসির। |
|
প্যারাগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করে বিধ্বংসী মেসি। ছবি: এএফপি। |
ম্যাচের পর মেসি এ দিন বলেন, “বিশ্বকাপ জয় আমার কাছে স্বপ্ন। যদিও এখনও অনেক দূর যেতে হবে। তবে এ ভাবেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।” প্যারাগুয়ের বিরুদ্ধে জয় নিয়ে তাঁর বক্তব্য, “এখানে খেলা খুব কঠিন ছিল। তবে যেটা চেয়েছিলাম, সেটাই হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বকাপের মূলপর্বে ওঠাটাই আমাদের কাছে বড় ব্যাপার।” বার্সেলোনা না কি আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনকে বাছাই পর্বের শেষ দুই ম্যাচে মেসিকে নামাতে বারণ করেছে। এমন খবর শোনা গেলেও, এই নিয়ে তাঁর কোনও ধারণা নেই বলে জানান মেসি। বলেন, “আমি তো সবসময়ই আর্জেন্তিনার জার্সি গায়ে মাঠে নামতে চাই।” দক্ষিণ আমেরিকার গ্রুপের অন্য খেলায় উরুগুয়ের কাছে ০-২ হেরে কলম্বিয়ার মূলপর্বে ওঠা পিছিয়ে গেলেও শেষ দুই ম্যাচ থেকে তারা এক পয়েন্ট পেলেই সেখানে চলে যাবে। উরুগুয়ের এটি টানা তৃতীয় জয়। ইকুয়েডরের সঙ্গে চার নম্বরে রয়েছে তারা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভেনেজুয়েলা।
১৯৫৮-র বিশ্বকাপের পর আর কোনও বিশ্বকাপের মূলপর্বে উনপস্থিত ছিল না ইতালি। এ বারও সেই ধারাবাহিকতা বজায় থাকল মারিও বালোতেলির পেনাল্টিতে পাওয়া গোলে। লিবর কোজাকের গোলে পিছিয়ে থেকেও ইতালি চেক প্রজাতন্ত্রকে হারাল ২-১। বালোতেলির আগে ৫১ মিনিটে গোল করে দলকে সমতা এনে দিয়েছিলেন জিওর্জিও চিয়েলিনি। বিশ্বকাপের পরই যিনি দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন বলে ঠিক করে রেখেছেন, সেই ইতালীয় কোচ সিজার প্রান্দেলি বলেন, “মূলপর্বে উঠেছি, এতেই আমি তৃপ্ত।” |
সাম্বার দেশে ’১৪ বিশ্বকাপ |
|
উঠল কারা: ব্রাজিল (আয়োজক হিসেবে), ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, আর্জেন্তিনা, ইতালি, নেদারল্যান্ডস। |
ওঠার লড়াইয়ে: জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ক্যামেরুন, বালগেরিয়া, কলম্বিয়া, চিলি, বেলজিয়াম। |
ছিটকে যাওয়ার মুখে: মেক্সিকো, প্যারাগুয়ে, উজবেকিস্তান, আয়ারল্যান্ড, বেলারুশ। |
|
চেকদের হার মানে দ্বিতীয় স্থানের জন্য এ বার লড়াই বালগেরিয়া ও ডেনমার্কের। এই হারের পরই তাই ইস্তফা দিলেন বিলাক। ২০১০ বিশ্বকাপের রানার্স নেদারল্যান্ডস অ্যান্ডোরাকে ২-০ হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই মূলপর্বে উঠে গেল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রবিন ফান পার্সির জোড়া গোলে জিতল ডাচরা। কোচ লুই ফান গালের মতে, “ইউরোপের প্রথম দেশ হিসেবে মূলপর্বে ওঠাটাই বড় কৃতিত্বের।” জার্মানিও এ দিন ৩-০-য় ফারো আইল্যান্ডকে হারিয়ে মূলপর্বে উঠতে পারত। কিন্তু সুইডেন ইব্রাহিমোভিচের গোলে কাজাখস্তান হারানোয়, আপাতত তা হল না। জার্মানির হয়ে গোল দেন মার্টস্যাকার, টমাস মুলার ও পেনাল্টি থেকে মেসুট ওজিল। এর অর্থ গ্রুপ ‘সি’-তে সুইডেন দু’নম্বর দল হিসেবে ব্রাজিলে যাওয়ার লড়াইয়ে রইল। অস্ট্রিয়া তিন পয়েন্ট কম পেয়ে তাদের পিছনেই। তবে জার্মানি পরের ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ সেরা হিসেবে মূলপর্বে চলে যাবে। এ দিন নরওয়েকে ২-০ হারালেও সুইৎজারল্যান্ডকে পরের ম্যাচে জিতে মূলপর্বে ওঠার অপেক্ষায় থাকতে হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে ইংল্যান্ডের গোলশূন্য ড্র-ও তাদের অপেক্ষায় রাখল। ফ্রান্স ও স্পেনেরও একই অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ও কোস্টারিকাও এ দিন মূলপর্বে চলে গেল তাদের অঞ্চল থেকে। |
|
|
|
|
|