রাস্তা সারাইয়ের দায় কার, সেই বিতর্ক জিইয়ে রেখেই মুখ্যমন্ত্রীর সফরের আগে ফোরশোর রোড মেরামত করে দিল হাওড়া পুরসভা। বামফ্রন্ট পরিচালিত হাওড়া পুরসভার দাবি, রাস্তাটি মেরামতের দায়িত্ব হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর। কারণ রাস্তাটি তারাই তৈরি করে। মুখ্যমন্ত্রী যেহেতু ওই রাস্তা দিয়ে আসবেন, তাই বর্ষায় বেহাল রাস্তার বিভিন্ন জায়গা জেলাশাসকের অনুরোধে পুরসভা মেরামত করেছে। এইচআইবিসি-র অবশ্য বক্তব্য, রাস্তা তারা তৈরি করলেও রক্ষণাবেক্ষণের দায় পুরসভার। আজ, বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এটি তাঁর দ্বিতীয় প্রশাসনিক বৈঠক। প্রথমটি হয়েছিল বছর দেড়েক আগে, নিউ কালেক্টরেট ভবনে। এ বার বৈঠকের স্থান পুরসভার শরৎ সদন। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আসার কথা বিদ্যাসাগর সেতু দিয়ে কাজিপাড়া হয়ে ফোরশোর রোড ধরে। বৈঠকের পরে তিনি পাঁচলায় যাবেন জনসভায়। |
পাঁচলায় প্রস্তুতি। —নিজস্ব চিত্র। |
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ঠিক আছে শরৎ সদন থেকে মুখ্যমন্ত্রী পাঁচলা যাবেন ফোরশোর রোড ধরে। চার লেনের ওই রাস্তায় যাওয়ার দিকের অংশটি কংক্রিটের হলেও ফেরার দিকের অংশটি পিচের। ওই দিকটিই বর্ষায় খারাপ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী ওই রাস্তা দিয়ে ফিরলে তাঁকে যে যথেষ্ট ধকল সইতে হবে, তা ভেবে চিন্তায় পড়ে যান জেলা প্রশাসনের কর্তারা। পুলিশের পক্ষ থেকেও প্রশাসনকে সতর্ক করা হয়। জানানো হয়, ফোরশোর রোডের ফেরার অংশের বিভিন্ন জায়গায় পিচের আস্তরণ উঠে খোয়া বেরিয়ে বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। এই তথ্য জানার পরেই জেলা প্রশাসন উঠেপড়ে লাগে রাস্তাটি রক্ষণাবেক্ষণ কার দায়িত্ব তা জানার জন্য। মঙ্গলবার রাতে জেলাশাসক শুভাঞ্জন দাস ফোন করেন হাওড়ার মেয়র মমতা জায়সবালকে। ফোরশোর রোড যাতে শীঘ্র মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়, সে জন্য মেয়রকে অনুরোধ করেন তিনি। বুধবার সকাল থেকে পুরসভার লোকজন কাজ শুরু করে। |