কী প্রয়োজন: ভদ্রেশ্বর স্টেশনে পুরো প্ল্যাটফর্ম জুড়ে ছাউনি নির্মাণের কাজ দীর্ঘদিন যাবত অসম্পূর্ণ।
কেন? হাওড়া মেইন লাইনে অধিকাংশ স্টেশনে শেড নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলেও ধীরগতিতে কাজ করার কারণে এখানে অর্ধনির্মিত।
প্রস্তাব: ছাউনি নির্মাণের কাজ সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সিদ্ধার্থ দত্তচৌধুরী, পূর্বাচলপল্লী, ভদ্রেশ্বর।
|
কী প্রয়োজন: মুম্বই রোড এবং আন্দুল হাওড়া রোডের সংযোগস্থলে আলমপুরে বাসযাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হোক।
কেন? বর্তমানে আন্দুল রোড-আলমপুর সংযোগস্থলে যাত্রীদের পথ ঘেঁষে দাঁড়াতে হয়। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাব: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং হাওড়া জেলা পরিষদের যৌথ উদ্যোগে আলমপুরে বাসযাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করা হোক।
এ এফ কামরুদ্দীন আহমেদ, বাঁদপুর, হুগলি।
|
কী প্রয়োজন: তারকেশ্বর-চকদিঘি রোডটি দশঘরা চৌমাথা পর্যন্ত জরুরি ভিত্তিতে নতুন করে নির্মাণ হোক।
কেন? তারকেশ্বর থেকে দশঘরা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার পাশেই রয়েছে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও নার্সিংহোম। বাস তো দূরের কথা, মোটরবাইক বা সাইকেল নিয়েই যে কোনও সময়ে বিপদের সম্ভাবনা।
প্রস্তাব: পূর্ত দফতরের কাছে একান্ত অনুরোধ, অবিলম্বে এই রাস্তা সারাইয়ের বিষয়ে উদ্যোগ নেওয়া হোক।
বিদ্যুৎ ভৌমিক, তারকেশ্বর।
|
কী প্রয়োজন: উলুবেড়িয়া-২ ব্লকের রঘুদেবপুর পূর্বপাড়ার রাস্তা সারাই হোক। সঙ্গে পূর্বপাড়ার তফসিল পাড়ায় সকলের বিদ্যুৎ সংযোগ চাই।
কেন: রাস্তা চলাচলের অযোগ্য, খানাখন্দে ভরা। তফসিল পাড়ায় এখনও অনেকে বিদ্যুৎ পাননি।
প্রস্তাব: পঞ্চায়েত এ দু’টি বিষয়ে অবিলম্বে নজর দিক।
সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, রঘুদেবপুর, হাওড়া। |