|
|
|
|
|
|
টুকরো খবর |
কর সংক্রান্ত বই |
রাজ্যে যুক্তমূল্য কর (ভ্যাট) এবং কেন্দ্রীয় বিক্রয়করের (সিএসটি) খুঁটিনাটি নিয়ে বই প্রকাশ করলেন আইনজীবী ও কর পরামর্শদাতা সৌরভ চন্দ্র। বইটিতে ওই দুই কর সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর মিলবে। যার মধ্যে আছে: কী ভাবে অ্যাসেসমেন্ট, অডিটের জন্য স্টেটমেন্ট জমা দেবেন, তার বিবরণ। বিভিন্ন কেস স্টাডি, বাজেটে ওই দুই করের ক্ষেত্রে কী কী সংশোধনী আনা হয়েছে ইত্যাদি। রাজ্যের যুক্তমূল্য করের হার ও বিক্রয়কর জমা দেওয়ার ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে বইটিতে। সৌরভ চন্দ্রের দাবি, শুধুমাত্র করদাতারা নন, উপকৃত হবেন আইন পাঠরত ছাত্র-ছাত্রীরাও। |
|
ট্যাক্স কর্নার |
আমার বার্ষিক আয় মোট ৩,১০,৭৭২ টাকা (পেনশন থেকে ২,০০,৭৭২ টাকা, স্থায়ী আমানত থেকে ৯৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা)। আয়কর সাশ্রয় করার কোনও প্রকল্প নেই। আমাকে আগামী আর্থিক বছরে কত টাকা আয়কর দিতে হবে জানালে ভাল হয়।
মুরারীমোহন আশ, উত্তর ২৪ পরগনা
আপনি যেহেতু পেনশন পান, সেই কারণে ধরে নেওয়া হচ্ছে যে, আপনি একজন প্রবীণ নাগরিক। অর্থাৎ ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত আপনার বার্ষিক আয় করমুক্ত থাকবে। সুতরাং আপনাকে কর দিতে হবে ৬০,৭৭২ (৩,১০,৭৭২-২,৫০,০০০) টাকার উপর।
সেই হিসাবে ১০% হারে আপনার করের অঙ্ক দাঁড়াবে ৬০৭৭ টাকা। এই টাকা থেকে ৮৭এ ধারা অনুযায়ী আপনি ২০০০ টাকা ট্যাক্স ক্রেডিট পাবেন। অর্থাৎ আপনার নিট করের পরিমাণ দাঁড়াল ৪০৭৭ টাকা (৬০৭৭-২০০০)।
এ বার আপনাকে ওই ৪০৭৭ টাকার উপর ৩% শিক্ষা সেস দিতে হবে। সেটা হল ১২২ টাকা। তা হলে আপনাকে আগামী বছর আয়কর দিতে হবে ৪০৭৭ টাকা+১২২ টাকা=৪১৯৯ টাকা। |
পরামর্শদাতা ম্যাকলিওড রাসেল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি
অমিতাভ গুহ সরকার |
|
|
|
|
|
|