সুস্মিতা খুনের তদন্তে কারজাইয়ের দ্বারস্থ দিল্লি |
সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের খুনের বিষয়ে ধোঁয়াশা কাটাতে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে আবেদন জানাবেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। কাল কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন শুরু হচ্ছে। কারজাই ও তাঁর বিদেশমন্ত্রীরও সেখানে যাওয়ার কথা। নয়াদিল্লি যাতে আফগান সরকারের কাছে গুরুত্ব সহকারে সুস্মিতা খুনের তদন্তের দাবি জানায়, আজ খুরশিদের সঙ্গে দেখা করে সে আর্জি জানান সিপিএম নেত্রী বৃন্দা কারাট। সুস্মিতার পরিবারই বিষয়টি নিয়ে বৃন্দার কাছে আবেদন জানিয়েছিলেন। খুরশিদ জানিয়েছেন, তিনি কিরগিজস্তানে গিয়ে নিজেই আফগান নেতাদের এই অনুরোধ জানাবেন। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, সন্ত্রাস বা যুদ্ধকালীন পরিস্থিতির সুযোগে ব্যক্তিগত প্রতিহিংসা মিটিয়ে নেওয়ার সুযোগ থাকে। ঘোলা জলে সেই অপরাধ ধামাচাপা পড়ে যায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে পারিবারিক সংঘাতের কারণেই এই খুন। তবে তদন্ত চলছে। আফগান পুলিশ আজ আরও চার জনকে আটক করেছে। তাদের জেরা করা হচ্ছে। সুস্মিতা খুনের নিন্দা করে আজ কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ ও পড়ুয়ারা। এঁদের অধিকাংশই ছিলেন মহিলা।
পুরনো খবর: জঙ্গি নয়, পরিবারের হাতই দেখছে কাবুল, নয়াদিল্লিও
|
ম্যান বুকারে ঝুম্পা লাহিড়ী |
ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হল ঝুম্পা লাহিড়ীর ‘দ্য লোল্যান্ড’ বইটি। গল্পের কেন্দ্রবিন্দু ১৫ মাসের ছোট-বড় দুই ভাইয়ের জীবন। ইতিমধ্যেই পুলিৎজার পুরস্কার জিতেছে বইটি। বুক বেঁধে আছে আমেরিকাবাসী, ম্যান বুকারও জিতবে বইটি। দীর্ঘদিন ম্যান বুকারের মতো পুরস্কারে ব্রাত্য ছিলেন মার্কিন লেখকরা। সেই নিষেধাজ্ঞা ওঠার পরই মনোনীত হয়েছেন ঝুম্পা। জিতলে তিনিই হবেন প্রথম মার্কিন নাগরিক যিনি ম্যান বুকার জিতলেন। ১৫ অক্টোবর ঘোষণা করা হবে পুরস্কার প্রাপকের নাম।
|
৯/১১’র স্মৃতিচারণায় মার্কিন প্রেসিডেন্ট। বুধবার পেন্টাগনে। ছবি: রয়টার্স।
|
বিদেশের মাটিতে শরতের আগমন। সে কথাই জানান দিচ্ছে প্রকৃতি।
বুধবার বেলারুসের গ্রামে। ছবি: রয়টার্স। |
|