তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়ার মেঝিয়ারি হাটতলার কাছে। থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়ের চাল ও মাটির দেওয়ালে তৈরি তৃণমূলের দলীয় দফতরে মঙ্গলবার রাতে আগুন লেগে যায়। পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথি। তৃণমূলের বর্ধমান (গ্রামীণ) সহ-সভাপতি কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, “মেঝিয়ারি সংলগ্ন করাই ও পলসোনা পঞ্চায়েত দখল করার পর থেকেই সিপিএম এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে।” বুধবার এই ঘটনার প্রতিবাদে কাটোয়া শহরে মণ্ডল আজিজুলের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
|
এক বিধবা তরুণীকে অপহরণের অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জীব কোনার। ঘটনায় জড়িত সন্দেহে বিমল ধারা নামে এক তান্ত্রিক-সহ দুলাল ধারা নামে দু’জনকে খুঁজছে পুলিশ। অভিযুক্ত তান্ত্রিকের বাড়ি বর্ধমানের হাটগোবিন্দপুরে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “মঙ্গলবার মেমারি থানায় স্থানীয় শালিগ্রামের কৃষ্ণচন্দ্র পাঁজা নামের এক ব্যক্তি তিন জনের বিরুদ্ধে তাঁর বিধবা মেয়েকে অপহরণ ও তাতে সাহায্যের অভিযোগ দায়ের করেন। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদেক খোঁজ চলছে।”
|
প্রতারণায় অভিযুক্ত সারদা-কর্তা সুদীপ্ত সেনকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। বর্ধমান থানার একটি মামলায় বিচারক তাঁকে ছ’দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামে একটি এবং বর্ধমান থানায় দায়ের হওয়া দু’টি অভিযোগের ভিত্তিতে এ দিন তাঁকে আদালতে পেশ করা হয়।
|
পথ দুঘর্টনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের এসটিকেকে রোডের উপর দমকল ভবনের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর যাদব (২৭)। বাড়ি স্থানীয় প্রাম্তিক পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সমীরবাবু যখন বাড়ি ফিরছিলেন তখন দমকল ভবনের সামনে নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
পুরভোটের প্রচারে আক্রান্ত হয়ে বুধবার বর্ধমান শহরে বিজয়তোরণ এলাকায় প্রতিবাদ সভা করে বামফ্রন্ট। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ, জেলা সম্পাদক অমল হালদার, প্রাক্তন পুরপ্রধান আইনূল হক প্রমুখ। এ দিকে, মঙ্গলবার পুলিশ সুপারের অফিসের সামনে থেকে আট এমএম পিস্তল ও গুলি-সহ ধৃত সিপিএম কর্মী বিশ্বজিত ওরফে খোকন সেনকে এ দিন সিজেএম আদালতে তোসলা হলে আট দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। |