টুকরো খবর |
শ্রমিকদের সভায় হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আইএনটিইউসি’র সভার উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুরে। আইএনটিইউসির অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলারের নেতৃত্বে এই হামলা হয়। আহত হয়েছেন কৃষ্ণা রুজ, সরাফত আনসারি ও শংকর পন্ডিত নামে তিন আইএনটিইউসি সমর্থক। ভাঙচুর করা হয়েছে এক আইএনটিইউসি সমর্থকের গাড়ি। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাগাদ আইএনটিইউসি ফরিদপুরে সভা করছিল। তখন গণ্ডগোল হয়। পুলিশ ঘটনাস্থলে যায়। কংগ্রেসের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি সুদেব রায়ের দাবি, “স্থানীয় তৃণমূল কাউন্সিলর হিরা বাউড়ির নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল আইএনটিইউসি সমর্থকদের উপরে চড়াও হয়।” কাউন্সিলর হিরা বাউড়ি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
|
ভোজালি দিয়ে বাবাকে কোপ
নিজস্ব সংবাদাদাতা • আসানসোল |
ভোজালি দিয়ে বাবাকে জখম করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের নাম সিকান্দার হেলা। বুধবার তাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতে পাঠান। আসানসোলের দোমহানি এলাকার বাসিন্দা শান্তি হেলা পুলিশের কাছে অভিযোগে জানান, তাঁর স্বামী শিমলা হেলার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে সিকান্দার রবিবার রাতে তাঁর স্বামীকে ভোজালি দিয়ে কোপায়। পরে সে পালিয়ে যায়। স্বামীকে মহকুমা হাসপাতালে নিয়ে যান শান্তিদেবী। মঙ্গলবার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এ দিন রাতে পুলিশ সিকান্দারকে গ্রেফতার করে। পুলিশ জেনেছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা।
|
চুরি ঠেকাতে গিয়ে আক্রান্ত
নিজস্ব সংবাদাদাতা • আসানসোল |
কয়লা চুরি ঠেকাতে গিয়ে দুষ্কৃতীর হাতে সিআইএসএফ কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বুধবার কুলটির দামাগোড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে। কুলটি থানায় অভিযোগও দায়ের হয়েছে। এখনও গ্রেফতার করেনি পুলিশ। সিআইএসএফ কর্মীরা জানান, এ দিন সকালে দামাগোড়িয়ায় বিসিসিএলের একটি কয়লা খনিতে অভিযান চালাতে গেলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে শুরু করে। সিআইএসএফের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
|
নতুন ইঞ্জিন চালু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তিনটি অত্যাধুনিক ইঞ্জিন চালু করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। বুধবার ইঞ্জিনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল বোর্ডের বিদ্যুৎ সদস্য কুলভূষণ। অনুষ্ঠানে ছিলেন সংস্থার জিএম রাধেশ্যাম। কারখানার জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানান, অতি উচ্চগতির ট্রেন চালাতে সক্ষম ইঞ্জিনগুলি। যাত্রী বহন ক্ষমতাও অনেক বেশি। প্রতি ঘণ্টায় ১৬০ কিমি বেগে চলবে। ২৪টি কামরা স্বচ্ছন্দে নিয়ে যেতে পারবে। এতে অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছনো যাবে বলেও জানান তিনি। এক একটি ইঞ্জিন বানাতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
একটি ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার অন্ডালের ময়রা কোলিয়ারির গুল, মাটি রাখার ঘর থেকে গলায় ফাঁস লাগানো দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম বলদেব মাহাতো (৫৩)। ওই কোলিয়ারির কর্মী ছিলেন তিনি। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, এ দিন বলদেববাবু কাজে যোগ দেননি। হঠাৎ তাঁরা জানতে পারেন গুল, মাটি রাখার ঘরে তাঁর দেহ ঝুলছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদাদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে রানিগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করেছে আসানসোলের মহিলা থানার পুলিশ। ধৃতের নাম শামিম এহসাদ। রানিগঞ্জের রাজবাঁধ এলাকার বাসিন্দা তিনি। পুলিশ জানায়, আসানসোলের রেলপাড় এলাকার বাসিন্দা নাজিম ফিরদৌস মহিলা থানায় অভিযোগ দায়ের করেন, ২০১০ সালে তাঁর সঙ্গে শামিমের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বনিবনা হচ্ছিল না। গত মাসে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
|
কেবল চুরিতে ধৃত
নিজস্ব সংবাদাদাতা • আসানসোল |
টেলিফোনের কেবল চুরির অভিযোগে হিরাপুর থানার পুলিশ নিউ টাউন এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মৃণাল বসু। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিএসএনএলের আধিকারিক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পুলিশ জানিয়েছে, ২২ অগস্ট শান্তিনগরের নেতাজি রোড থেকে বিএসএনএলের প্রচুর কেবল চুরি হয়। এই ঘটনাতেই জড়িত মৃণাল।
|
সুবিধা অমিল, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
২০০৯ সালের বেতন কমিশনের সব সুবিধা পাচ্ছেন না, এই অভিযোগে দাবিপত্র দিল ইউনাইটেড স্টেট এমপ্লয়িজ ফেডারেশন। মহকুমাশাসক অমিতাভ দাস জানান, সংশ্লিষ্ট দফতরে পাঠাবেন। |
|