রেফারিকে মারধরের অভিযোগে রতন স্মৃতি সঙ্ঘের কোচ সাগর পাত্রকে খেলা চলাকালীন মাঠে ঢুকতে নিষেধ করল বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা।
স্থানীয় ও বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৩১ অগস্ট রতন স্মৃতি সঙ্ঘ ও অগ্রদূত সঙ্ঘের খেলায় ৩-১ গোলে জেতে অগ্রদূত। ওই ম্যাচে রেফারি ছিলেন প্রভাত রাউত। তিনি জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সহসম্পাদক। তাঁর অভিযোগ, ৪ সেপ্টেম্বর অন্য একটি খেলা দেখে বেরিয়ে তিনি যখন একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন তখন তাঁকে গালিগালাজ মারধর করেন সাগর পাত্র। এই বিষয়ে তিনি বর্ধমান থানা, জেলা ক্রীড়া সংস্থা ও রেফারিজ অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব দেবাশিস কোনার সাব কমিটির বৈঠক ডেকে সাগরবাবুকে আপাতত মাঠে না পাঠাতে বলে রতন স্মৃতি সঙ্ঘকে চিঠি দেন।
যদিও অভিযোগ অস্বীকার করে সাগরবাবু বলেন, “আমাদের সঙ্গে অগ্রদূতের ম্যাচে রেফারি ইচ্ছে করে আমাদের হারিয়ে দিয়েছেন। এরপর রাধারানি স্টেডিয়ামের বাইরে একটি চায়ের দোকানে আমার ওই রেফারির সঙ্গে বচসা হয়। তার জেরেই এক্তিয়ার বহির্ভূতভাবে জেলা ক্রীড়া সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।” তিনি বর্ধমান থানায় প্রভাতবাবুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শিবু রুদ্র বলেন, “সাগরবাবু ও প্রভাতবাবু আমাদের কর্ম সমিতির সদস্য। ১৬ সেপ্টেম্বর এই বিষয়ে বৈঠক ডাকা হয়েছে।” |