টুকরো খবর |
ব্যাঙ্ককর্মী ‘অপহরণ’, ধৃত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা |
বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীকে অপহরণ করে আটকে রাখার অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হলেন নিউ মার্কেটের এক কাপড়ের ব্যবসায়ী ও তাঁর আত্মীয়। ধৃতদের নাম আফজল খান ও আনাস খান। উদ্ধার করা হয়েছে অপহৃতকেও। পুলিশ জানায়, বেসরকারি ওই ব্যাঙ্কের তরফ থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের যন্ত্র বসানো হয়েছিল আফজলের দোকানে। ব্যাঙ্ককর্মী ইন্দ্রনীল তালুকদার তা দেখাশোনা করতেন। জেরায় আফজল জানায়, ওই ব্যাঙ্ক থেকে তাঁর ২৫ হাজার টাকা পাওনা ছিল। ইন্দ্রনীল সোমবার দুপুরে ওই দোকানে আসেন। অভিযোগ, তখন টাকা ফেরতের দাবি জানিয়ে ইন্দ্রনীলকে প্রথমে দোকানেই আটকে রাখা হয়। পরে রফি আহমেদ কিদোয়াই রোডে আনাসের গ্যারাজে আটকে রাখা হয় তাঁকে। ইন্দ্রনীলের মোবাইল বন্ধ করে দেন ধৃতেরা। পুলিশ জানায়, এর পরে টাকা ফেরতের দাবি জানিয়ে ব্যাঙ্কের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আফজল। সন্ধ্যায় ইন্দ্রনীলের মা ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ আফজল ও আনাসের মোবাইলের টাওয়ার লোকেশন পরীক্ষা করে সন্ধান গ্যারাজের সন্ধান পায়। সেখানে অভিযান চালিয়েই গ্রেফতার করে অভিযুক্তদের।
|
ব্যবসায়ীর রিভলভার চুরির ঘটনায় ধৃত এক |
বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যবসায়ীর রিভলভার চুরির ঘটনায় এক যুবক গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে রিভলভারটি। ধৃতের নাম মহম্মদ জাহাঙ্গির ওরফে টেনিয়া। সোমবার রাতে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বৌবাজার থানার পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে চুরি যায় পঞ্জাবের ভাতিন্ডার ব্যবসায়ী সুখবিন্দর সিংহের সদ্য কেনা রিভলভারটি। সে দিনই কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি থেকে .৩২ বোরের সেমি-অটোম্যাটিক রিভলভারটি কিনেছিলেন তিনি। তাঁর কাছে অস্ত্র রাখার বৈধ অনুমতি ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রিভলভার কিনে ওই ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে হোটেলে খানা-পিনা করেন। সেখান থেকে বেরিয়ে কোমরে রিভলভার গুঁজে বন্ধুদের সঙ্গে যাচ্ছিলেন তিনি। তখনই সুখবিন্দরের কোমর থেকে রিভলভারটি তুলে নেয় টেনিয়া। পুলিশের দাবি, টেনিয়া জেরায় জানিয়েছে, সুখবিন্দরের সঙ্গে তার আলাপ হয় অন্য একটি সূত্রে। সেই সুযোগটি সে নিয়েছিল।
পুরনো খবর: রিভলভার খোয়ালেন ব্যবসায়ী
|
বাড়ি থেকে চুরি |
বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি গেল নগদ টাকা, গয়না ও বাসনপত্র। সোমবার ঘটনাটি ঘটেছে নিউ টাউন থানার হেলাবটতলা পূর্বাচল কো-অপারেটিভ সোসাইটিতে। পুলিশ জানায়, গৃহকর্তা ওমপ্রকাশ গুপ্ত এবং তাঁর স্ত্রী কান্তি গুপ্ত সোমবার সকালে গণেশ পুজো উপলক্ষে ওয়েলিংটনে মেয়ের বাড়ি গিয়েছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ ফিরে তাঁরা দেখেন, পিছন দিকের জানলার গ্রিল ভাঙা। ঘর, আলমারি লণ্ডভণ্ড। পেশায় লোহা ব্যবসায়ী ওমপ্রকাশবাবুর অভিযোগ, প্রায় ১৫ ভরি সোনার গয়না, ৪০ হাজার টাকা এবং রুপোর বাসনপত্র খোয়া গিয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন এলাকায় পুলিশি টহলদারি নিয়ে। পুলিশের অবশ্য দাবি, আগের চেয়ে টহলদারি বেড়েছে। কিছু ক্ষেত্রে চুরির কিনারা হয়েছে। ধরাও পড়েছে দুষ্কৃতীরা। সোমবার ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
পুলিশকর্তার গাড়িচালককে ছুরি, ধৃত ১ |
ছুরিকাহত হলেন কলকাতা পুলিশের এক অফিসারের গাড়িচালক। ঘটনায় অভিযুক্ত মহম্মদ আলমগিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে, লালবাজারের পিছন থেকে। তদন্তে পুলিশ জেনেছে, ওই রাতে গাড়িচালক হীরানন্দ যাদব অন্যান্য চালকের সঙ্গে গল্প করছিলেন লালবাজারের পিছনে। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময়ে আলমগির আচমকাই ছুরি বের করে হীরানন্দের পেটে আঘাত করে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়েরা আলমগিরকে হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বাড়ি রাজারহাটে। কিন্তু বিবাদী বাগ এলাকার ফুটপাতে সে থাকে।
|
দুর্ঘটনায় মৃত ২ |
দক্ষিণ বন্দর থানা এলাকায় ট্যাক্সির ধাক্কায় এক সাইকেল আরোহী এবং ওই ট্যাক্সিরই এক যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ওই দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা ট্যাক্সিচালককে মারধর করে। ভাঙচুর চালানো হয় ট্যাক্সিতে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের অভিযোগ, ট্যাক্সিচালক মত্ত অবস্থায় ছিলেন। দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সাইকেল আরোহী ব্যক্তি আব্দুল মান্না এবং ট্যাক্সির যাত্রী সুদর্শন সিংহ মারা যান। ট্যাক্সিটি পরে একটি ট্রেলারকেও ধাক্কা মারে। ট্রেলারচালক আহত হন।
|
ট্যাক্সিচালককে পিটিয়ে ধৃত ৪ |
শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে এক ট্যাক্সিচালককে মারধরের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ওই চার জন কাপড়ের ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা হাজরা মোড় থেকে হাওড়া ময়দানে যাওয়ার জন্য ট্যাক্সিতে ওঠেন। কিছু দূর যাওয়ার পরে চালকের সঙ্গে ট্যাক্সির মিটার নিয়ে বচসা শুরু হয় তাঁদের। যাত্রীদের অভিযোগ, ট্যাক্সিচালক মিটারে কারচুপি করছেন। তাঁরা ট্যাক্সিচালককে মারধর করেন। ট্যাক্সিচালক রাস্তার ধারে কিয়স্কের পুলিশকে সব জানালে চার জনকে গ্রেফতার করা হয়।
|
মহিলার ঝাঁপ |
বাঘা যতীন এলাকার আবাসনের তেতলায় আগুন লেগেছে দেখে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আহত হন এক মহিলা। পুলিশ জানায়, কাবেরী রাজ নামে ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
|
নিখোঁজ যুবকের দেহ পুকুরে |
কসবার বকুলতলায় একটি পুকুরে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। নাম শুভঙ্কর নাগ ওরফে বাবুসোনা (২৭)। তাঁর বাড়ি পূর্ব রাজডাঙার বিবেকানন্দ পল্লিতে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ ছিল। |
|