রিভলভার খোয়ালেন ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা |
রিভলভার কেনার আনন্দে হোটেলে বন্ধুদের জন্য খানা-পিনার পার্টির আয়োজন করেছিলেন এক যুবক। পার্টির শেষে সদ্য কেনা রিভলভার কোমরে গুঁজে বন্ধুদের সঙ্গেই হোটেল ছেড়ে বেরোন তিনি। পরে বাসে উঠে দেখেন উধাও হয়ে গিয়েছে রিভলভারটি। শুক্রবার রাতে বৌবাজার থানা এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিটের ঘটনা। পঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা ওই যুবক অবশ্য থানায় অভিযোগ দায়ের করেছেন শনিবার রাতে। পুলিশ জানায়, ভাতিন্ডার ব্যবসায়ী সুখবিন্দর সিংহ নামে ওই যুবক শুক্রবার কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি থেকে একটি .৩২ বোরের সেমি-স্বয়ংক্রিয় রিভলভার কেনেন। ওই ব্যবসায়ীর একটি অস্ত্র রাখার বৈধ অনুমতি ছিল বলে পুলিশ জানিয়েছে। রিভলভার কিনে সুখবিন্দর সোজা চলে যান বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওই হোটেলে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, হোটেলে পৌঁছে ওই যুবক তাঁর বন্ধুদের ডেকে নেন সেখানে। শুরু হয় খানা-পিনা। হোটেলের সিসিটিভি-র ফুটেজ থেকে পুলিশ জেনেছে, পুলিশ অফিসারদের মতো কোমরে রিভলভার গুঁজে বন্ধুদের সামনে নিজেকে জাহির করতে থাকেন সুখবিন্দর। খাওয়া-দাওয়া শেষে বন্ধুদের নিয়েই বেরিয়ে যান হোটেল থেকে। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন, ওই সময়ে তাঁর কোমরেই গোঁজা ছিল রিভলভারটি। পরে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে বাসে উঠে তিনি দেখেন কোমরে রিভলভারটি নেই। পুলিশ জানিয়েছে, ওই যুবক বন্ধুদের সঙ্গে ওই হোটেলে বসে মদ্যপান করেছিলেন। সেই অবস্থায় সেখান থেকে বেরিয়ে পড়েন। পুলিশের দাবি, রিভলভারটি তিনি শেষ কখন, কোথায় দেখেছেন, সুখবিন্দর তা জানাতে পারেননি।
|
মারা গেলেন কলকাতার ক্যামেরন |
দেশে থেকে দেশের মাটিতে মরতে চেয়েছিলেন বলে বিদেশে স্ত্রী-কন্যার কাছে যাননি। কলকাতার ডেভিড ক্যামেরনের শেষ ইচ্ছা পূর্ণ হল। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৮৪। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ‘নেমসেক’ কর্মজীবনে দাপুটে শিক্ষক ছিলেন। দক্ষ ছিলেন ঘোড়ার লালনপালনেও। ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে কর্মসূত্রে নানা দেশে ছড়িয়ে পড়লেও ক্যামেরন কলকাতা ছেড়ে নড়েননি। একটি বৃদ্ধাবাসে একাই থাকতেন। আগের দিন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাহরিন থেকে চলে আসেন বড় ছেলে রডরিক। এ দিন কিডনি বিকল হয়ে প্রয়াত হন ক্যামেরন। রডরিক জানিয়েছেন, তাঁর ভাই জন এবং বোন মারিয়া অস্ট্রেলিয়ার পার্থ থেকে রওনা হয়ে গিয়েছেন। এ শহরেই তাঁরা ক্যামেরনকে দাহ করতে চান। তাঁর দেহভস্ম নিয়ে যাওয়া হবে পার্থে। ছড়িয়ে দেওয়া হবে পারিবারিক সমাধিক্ষেত্রে।
পুরনো খবর: শহরের বৃদ্ধাবাসে ঠাঁই ডেভিড ক্যামেরনের
|
ফের চুরি শহরে। এ বার মুচিপাড়া থানার অখিল মিস্ত্রি লেনে। পুলিশ জানায়, মিনা রায় নামে এক বৃদ্ধা ওই এলাকায় ভাড়া থাকেন। এক সপ্তাহের জন্য তিনি মধ্যমগ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শনিবার রাতে মিনাদেবী ফিরে দেখেন, তালা ভাঙা, ঘর লণ্ডভণ্ড। পুলিশের কাছে অভিযোগে বৃদ্ধা জানান, কয়েক লক্ষ টাকার সোনার গয়না-সহ টাকা চুরি গিয়েছে। ঘিঞ্জি এলাকায় চুরি কেউ টের পেলেন না কেন, খতিয়ে দেখছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সিঁথির হরেকৃষ্ণ শেঠ লেনে তিনটি বাড়িতে চুরি হয়। তার মধ্যে কলকাতা পুলিশের এক অফিসারের বাড়িও ছিল। অন্য দিকে, শুক্রবার রাতে উল্টোডাঙার গুরুদাস দত্ত লেনে এক বাড়িতে চুরির ঘটনায় শনিবার পোস্তা থেকে দু’জন গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম দীপক সিংহ ও মনোজ রায়। পুলিশ জানিয়েছে, ওই বাড়ির তালা ভেঙে চুরি যায় কয়েক লক্ষ টাকার গয়না, টাকা ও এলসিডি টিভি। ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিলেন না। পরে বাড়ির মালিক ফিরে দেখেন, তালা ভাঙা। ধৃতদের জেরা করে চুরি যাওয়া নগদ টাকা-সহ গয়না ও এলসিডি টিভি উদ্ধার হয়েছে।
|
আলমবাজার ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুলছাত্র। ওই দুই ছাত্রের নাম ইন্দ্রনীল ভট্টাচার্য (১৬) এবং দীপক সাউ (১৭)। দু’জনেরই বাড়ি বনহুগলিতে।
|