যাত্রীকে ব্লেড দিয়ে আঘাতের ঘটনায় মূল অভিযুক্ত অটোচালক অবশেষে গ্রেফতার হল। সোমবার রাতে তিলজলা রোডের বাড়ি থেকে তাকে ধরে কড়েয়া থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ শাকিল। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত শেখ ইমরান আগেই গ্রেফতার হয়েছিল। পুলিশ জানায়, সোমবার দুপুরে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে স্লিপ রোডে খুচরো নিয়ে বচসার জেরে ব্লেড চালিয়ে ছোটু খান নামে এক যাত্রীকে জখম করে কয়েক জন অটোচালক। বেধড়ক মারধরের পাশাপাশি ছোটুর গলায় ও ঠোঁটে ব্লেড দিয়ে আঘাত করে তারা।
তদন্তকারীরা জানিয়েছেন, মহম্মদ শাকিল ঘটনার কথা স্বীকার করেছে। তার অবশ্য দাবি, ওই যাত্রী তাকে আগে মারধর করেন। পুলিশকে শাকিল জানিয়েছে, তার অটোর সামনে একটি ব্লেড রাখা ছিল। সেটি দিয়ে সে ছোটুকে আঘাত করে। ঘটনার সময়ে তার সঙ্গে ইমরান ছাড়া আর কেউ ছিল না বলেও দাবি করেছে শাকিল। ছোটু পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, খুচরো না পেয়ে চার জন অটোচালক তাঁকে প্রথমে গালিগালাজ এবং পরে ব্লেড দিয়ে আঘাত করে।
সোমবারের ঘটনার তদন্তে নেমে পুলিশ জেনেছে, অভিযুক্ত অটোচালক বেআইনি ভাবে চার জনের বেশি যাত্রী তুলেছিল। চালকের আসনের পাশে ছোটু ছাড়াও ছিলেন তাঁর সঙ্গী শঙ্কর হালদার। যাত্রীদের অভিযোগ, পার্ক সার্কাস ও তপসিয়া-তিলজলার মধ্যে চলাচলকারী কোনও অটোচালক নিয়ম মানেন না। বেশি যাত্রী তোলার পাশাপশি বিপজ্জনক ভাবে চালকের বাঁ দিকে যাত্রী নিয়ে পুলিশের সামনে দিয়েই তাঁরা যাতায়াত করেন। পুলিশ অবশ্য জানিয়েছে, আইনভঙ্গকারী অটোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়।
|