টুকরো খবর |
গণছুটি চান বামপন্থী শিক্ষকেরা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
জেলার নানা স্কুলে পরিচালন সমিতি ভোটকে প্রভাবিত করতে শিক্ষকদের শাসক দলের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করে, ২৫শে সেপ্টেম্বর গণছুটি নেওয়ার কর্মসূচি ঘোষণা করে কোচবিহারের বামপন্থী সংগঠনগুলি। এবিটিএ, এবিপিটিএ, বঙ্গীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বাম প্রভাবিত ৮টি বাম শিক্ষক সংগঠনের নেতৃত্ব সোমবার বৈঠক করে ওই সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠন সূত্রে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর গণছুটি নিয়ে জেলাশাসকের দফতরের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ করা হবে। এবিটিএর জেলা সম্পাদক সুজিত দাস বলেন, “শাসক দলের লোকেরা স্কুলে ঢুকে গোলমাল করছেন। তাদের পছন্দ নয় এমন প্রার্থীদের পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি ভোটে প্রার্থী হতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদে গণছুটি নিয়ে আন্দোলনে নামতে হচ্ছে।” সম্প্রতি রাজারহাট মণীন্দ্রনাথ হাইস্কুল, গোপালপুর ঢাংঢিংগুড়ি, খাগরাবাড়ি হরেন্দ্রনাথ হাইস্কুল সহ কিছু স্কুলে শাসক দলের লোকেরা গোলমাল করছে বলে তাদের অভিযোগ। যদিও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা আহ্বায়ক পার্থপ্রতিম রায় বলেন, “সব ভিত্তিহীন অভিযোগ। আসলে বামপন্থী সংগঠনগুলির সদস্য সংখ্যা ক্রমাগত কমতে থাকাতেই মুখরক্ষার জন্য এই সব অভিযোগ করা হচ্ছে।”
|
আবাসন উদ্বোধন, হবে পুলিশ স্কুলও
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নাকা পুলিশ ফাঁড়িতে জেলার পুলিশ অফিসারদের জন্য সোমবার ২৪টি আবাসনের উদ্ধোধন করলেন রাজ্য পুলিশ ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পুলিশের জন্য পৃথক ভাবে হাউজিং, পুলিশ কর্মীদের ছেলেমেয়েদের জন্য স্কুল ও পুলিশ হাসপাতাল গড়ার দিকে জোর দিয়েছেন। পুলিশ কর্মীদের বিভিন্ন জয়গায় বদলি হতে হয়। সেই কারণে উত্তরবঙ্গে একটি ও দক্ষিণবঙ্গে একটি পুলিশ স্কুল তৈরি হচ্ছে। খুব স্কুলের কাজ শুরু হবে।” ডিজি জানান, এর আগে পুলিশ আবাসনগুলি রাজ্যের পূর্ত দফতর তৈরি করত। এতে অনেক দেরি হত। এখন থেকে ওয়েস্টবেঙ্গল স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশন প্রতিটি জেলায় আবাসন তৈরি করছে। পাশাপাশি, জঙ্গলমহলে ১৮ টি থানা তৈরি করা হচ্ছে। প্রতিটি থানা তৈরি করতে খরচ হচ্ছে ২ কোটি টাকা। ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সিপি মুরলীধর জানিয়েছেন, রাজ্যে কেন্দ্রীয় সরকারের সহায়তায় ১০০ কোটি টাকার ৬০টি প্রকল্পের কাজ চলছে। দ্রুত আবাসন তৈরির উপর জোর দেওয়া হয়েছে। এ দিন পুলিশ আবাসনের উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি শশীকান্ত পুজারি, ডিআইজি (মালদহ) সিএস লেপচা-সহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা।
|
পুর-ভোটের আগে বিবাদ
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
পুরভোটের আগে কংগ্রেস-তৃণমূলের গোলমালে উত্তেজনা ছড়াচ্ছে হলদিবাড়িতে। শহরে ১০ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগানো ছবি নষ্ট করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে তৃণমূলের তরফে তিন জন কংগ্রেসির বিরুদ্ধে হলদিবাড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে। কংগ্রেসের তরফে পাল্টা দলের তিন কর্মীকে মারধর করার জন্য তৃণমূলের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে তৃণমূলেরও। রবিবার ঘটনাটি ঘটেছে। তৃণমূল হলদিবাড়ি ব্লক সভাপতি গোপাল রায় বলেন, “কংগ্রেস কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে ১০ নম্বর ওয়ার্ড থেকে তাড়িয়ে দেয়। রাতে দলের নেত্রীর ছবি নষ্ট করা হয়।” হলদিবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি তরুণ দত্ত বলেন, “তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। আমাদের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নষ্ট করেনি। আমাদের কর্মীদের মারধরও করা হয়েছে।”
|
বিপাকে প্রচুর পেনশনভোগী
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মাসের প্রথম সপ্তাহের পরেও পেনশন পাননি মালদহের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীরা। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে যে অবসরপ্রাপ্তরা পেনশন পান তাঁদের ক্ষেত্রেই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিপাকে আড়াই হাজার পেনশনভোগী। সোমবার চাঁচল মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেন শতাধিক পেনশনভোগী শিক্ষক। সম্প্রতি অডিটর জেনারেলের দফতর থেকে একটি চিঠি পাঠানো হয়। কোন কোন ব্যাঙ্কে পেনশন অ্যাকাউন্ট খোলা যাবে তার তালিকা দেওয়া হয়। তালিকায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের নাম নেই। তাতেই আটকেছে পেনশন। ব্যাঙ্কের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের মালদহের রিজিওনাল ম্যানেজার অশোক চক্রবর্তী বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
রাজ্যকে দুষলেন দীপা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক মেরামতি কাজ শুরু না হওয়ায় রাজ্য সরকারকে দুষলেন রায়গঞ্জের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে দীপাদেবী বলেন, “জেলায় চার লেন রাস্তা তৈরির জন্য রাজ্য সরকার সরকারি নিয়ম মেনে জমি অধিগ্রহণ করছে না। এতে কাজ দেড় বছর পিছিয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ একই সঙ্গে ৪ লেন রাস্তা তৈরি ও মেরামতির কাজ শুরু করে টাকা অপচয় করতে চাইছেন না।”এই দিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ বিভাগের প্রকল্প অধিকর্তা মহম্মদ সইফুল্লা বলেছেন, “খুব শীঘ্রই জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করে দেওয়া হবে।”
|
পুরসভার সামনে দিনভর অবস্থান
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
বকেয়া বেতন মেটানোর দাবিতে সোমবার দিনহাটা পুরসভার সামনে দিনভর অবস্থান করেছেন মনোজিৎ সাহাচৌধুরী। তাঁর অভিযোগ নিয়ম মেনে ছুটি নিলেও, পুর চেয়ারম্যান ২১ মাস বেতন আটকে রেখেছেন। মনোজিৎ বলেছেন, “চিকিৎসাজনিত কারণে পাওনা ছুটি নিয়েছি। তাও ২১ মাস আমার বেতন বন্ধ রাখা নিতান্তই অমানবিক। অথচ পুরসভায় অনিয়ম চলছে।” পুর চেয়ারম্যান চন্দন ঘোষ বলেন, “২১ মাসের বেতন বকেয়া নেই। প্রাপ্য বেতন মেটানো হয়েছে। পদ্ধতি মেনে আবেদন করলে বাকি কয়েকমাসের টাকাও দেওয়া হবে।”
|
জল কমেছে
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
সামান্য হলেও জল কমল ফুলহার নদীতে। সোমবার অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সীমার উপর দিয়েই বয়েছে ফুলহার। গঙ্গার জল কমতে শুরু করায় এ বার ফুলহারের জলও কমবে বলে সেচ দফতর সূত্রে জানানো হয়েছে। এ দিন ফুলহার ২৮ সেন্টিমিটার উচ্চতায় বইছে। রবিবারের তুলনায় জল কমেছে দুই সেন্টিমিটার। কিন্তু এ দিনও ফুলহার অসংরক্ষিত এলাকায় বিপদসীমার ও সংরক্ষিত এলাকায় হলুদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে। প্লাবিত এলাকার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে সেচ দফতর জানিয়েছে।
|
স্কুলে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
সিপিএম, তৃণমূল ও বিজেপিকে হারিয়ে স্কুলের পরিচালন সমিতি দখলে রাখল কংগ্রেস। মালদহের চাঁচলের কলিগ্রাম গার্লস হাইস্কুলে রবিবার ছিল পরিচালন সমিতির নির্বাচন। ভোটে কংগ্রেস বিরোধী একটি জোট গড়া হয় বলে কংগ্রেসের বক্তব্য। কিন্তু দুটি আসনে তাঁরা প্রার্থী দিতে না পারায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতেছিল কংগ্রেস। রবিবার ৪টি আসনে ভোট হয়। সব ক’টি আসনেই জয়ী হন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক যুবতীর দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত ওই যুবতীর নাম মামণি বিশ্বাস (২০)। তিনি দাসপাড়ার মুলুকডাঙ্গি এলাকার বাসিন্দা। ওই যুবতীকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়। যুবতীর বাপের বাড়ির লোকের অভিযোগ, আরও পণের দাবিতে মামণির উপর অত্যাচার করা হত।
|
নতুন কলেজের পঠনপাঠন শুরু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পুজোর আগেই পঠনপাঠন শুরু হতে চলেছে চোপড়া কমলা পাল স্মৃতি মহাবিদ্যালয়ে। সোমবার কলেজের ভর্তি সংক্রান্ত বৈঠক হল ইসলামপুরে। মহকুমা শাসক দফতরের বিবেকানন্দ সভাগৃহে বৈঠক হয়। আজ, মঙ্গলবার চোপড়া কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ হবে। প্রথম বছর কলা বিভাগে পাসকোর্স পড়ানো হবে। চোপড়া ব্লকের ৩০০ ছাত্রছাত্রী প্রথম বছরে ভর্তির সুযোগ পাবেন। কলেজের ভবন নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত চোপড়া স্কুলে ভোর ৬ টা থেকে ক্লাস হবে। মহকুমা শাসক নারায়ণ বিশ্বাস বলেছেন, “মঙ্গলবারই মেধা তালিকা প্রকাশ। তার পরে ভর্তি পক্রিয়া শেষ হয়ে গেলে পুজোর আগে থেকে ক্লাস শুরু করা সম্ভব হবে।”
|
ডুবে মৃত শিশু |
জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। সোমবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর এলাকার ঘটনা। মৃত ওই শিশুর নাম সামিনা খাতুন (৫)। এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায় বলে জানা গিয়েছে। ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। |
|