|
|
|
|
নজর আদিবাসী উন্নয়নে |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন ললিতা টিগ্গা। সোমবার শপথ গ্রহণ করে গঙ্গারামপুর থেকে নির্বাচিত তৃণমূল সদস্য ললিতা জানিয়েছেন, জেলার আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জীবনযাপনের মান উন্নয়ন অগ্রাধিকার পাবে। ৩৬ বছর পর জেলা পরিষদ তৃণমূলের দখলে যাওয়ায় কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দলীয় নেতৃত্বের বৈঠকে ললিতাদেবীকে সভাধিপতির পদের জন্য বেছে নেওয়া হয়। এদিন নতুন সভাধিপতি বলেন,, “মুখ্যমন্ত্রী বড় দায়িত্ব দিয়েছেন। দলের সকলের পরামর্শও মাথায় রাখব। মানুষের জন্য কাজ করব ভেবে ভালই লাগছে।” |
|
শপথ অনুষ্ঠান। ছবি: অমিত মোহান্ত। |
সোমবার জেলাপরিষদের বোর্ড গঠনের সময় তৃণমূল সমর্থকদের ভিড় উপচে পড়ে। জেলা পরিষদের ১৭ আসনে তৃণমূল ১৩টি আসনে জেতে। জেলা পরিষদ সহ সভাধিপতি নির্বাচিত হয়েছেন কল্যাণ কুণ্ডু। জেলা পরিষদের তৃণমূল সদস্যদের দলনেতা মনোনীত হয়েছেন হরিরামপুর থেকে নির্বাচিত শুভাশিস পাল। শপথ গ্রহণের পরে এ দিন জেলা পরিষদ চত্বরে আয়োজিত তৃণমূলের সভায় আইন পরিষদীয় সচিব তথা বিধায়ক বিপ্লব মিত্র বলেন, “রাজ্যের পিছিয়ে পড়া, অনুন্নত দক্ষিণ দিনাজপুরকে সার্বিক উন্নয়নে রাজ্যের জেলাগুলির প্রথম সারিতে দেখতে চেয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৬৫টি পঞ্চায়েতর মধ্যে ৪৭টি, ৮টি পঞ্চায়েত সমিতির সবগুলি এবং জেলা পরিষদ চালানোর দায়িত্ব জেলাবাসী আমাদের দিয়েছেন। তিন বছরের মধ্যে জেলায় একটাও রাস্তা কাঁচা থাকবে না।” |
|
|
|
|
|