টুকরো খবর
স্কুলে স্বাস্থ্য শিবির
ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা।
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক) ‘প্রাক্তনী’র উদ্যোগে সোমবার থেকে শুরু হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে স্কুলের ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এ দিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস-সহ অনান্যরা।

কংগ্রেসের দাবি
সিটি স্ক্যান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা চব্বিশ ঘন্টা চালু রাখা, হাসপাতাল থেকে প্রাপ্য ওষুধ রোগীদের দেওয়া-সহ বেশ কিছু দাবি নিয়ে সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তমালকান্তি ঘোষের সঙ্গে দেখা করে জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। অধ্যক্ষকে দাবিপত্র দেওয়া হয়। কংগ্রেসের প্রতিনিধিরা তাঁদের দাবিদাওয়া জানান। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তমালকান্তিবাবু।

আদালতে আত্মসমর্পণ প্রধান শিক্ষিকার স্বামীর
আদালতে আত্মসমর্পণ করলেন ছপরায় বিষাক্ত মিড-ডে মিল কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্জুন রাই। তিনি ধর্মসতীর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা মীনাদেবীর স্বামী। ঘটনার প্রায় দু’মাস পর আজ আদালতে হাজির হন অর্জুন। বিচারক তাঁকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেলার এসপি বরুণ কুমার সিংহ বলেন, “তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পলিগ্রাফ পরীক্ষা করানো হবে।” কয়েকদিন আগে মীনাদেবীরও পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল। ১৬ জুলাই ছপরার প্রাথমিক স্কুলে মিড-ডে মিল খেয়ে ২৩ জন পড়ুয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মীনাদেবীরা। কয়েকদিন পর আদালতে আত্মসমপর্ণ করেন মীনাদেবী। কিন্তু এত দিন অর্জুনের খোঁজ পায়নি পুলিশ। ছপরার ঘটনার জেরে মিড-ডে মিলের পরিকাঠামো নিয়ে নতুন পরিকল্পনা তৈরির কাজ শুরু করে রাজ্য সরকার। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই প্রকল্পে খাবার তৈরির জন্য ৭০ হাজার লোক নিয়োগ করা হবে। প্রাথমিক স্কুলগুলির জন্য ৬,৭০৩টি রান্নাঘর তৈরি করবে সরকার। কেনা হবে ৩৩ হাজার পাত্র। তার জন্য স্কুলগুলিকে অনুদানও দেওয়া হয়েছে। মাধ্যমিক স্কুলগুলির জন্য ২১ লক্ষ থালা কিনতে টেন্ডারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্কুলগুলির প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান এবং সম্পাদক, রান্নার লোকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে প্রশাসন। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পুরনো খবর:

জোর করে বন্ধ্যাকরণ নিয়ে জনস্বার্থ মামলা
নিয়মবিধি না-মেনে, জোর করে বন্ধ্যাকরণ চলছে বলে অভিযোগ এনে জনস্বার্থের মামলা হল কলকাতা হাইকোর্টে। বন্ধ্যাকরণের বিষয়টি জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অন্তর্গত। এই কাজে গুরুতর অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের করেছে মানবাধিকার সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন। সোমবার শুনানিতে তারা জানায়, মালদহের মানিকচকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনও নিয়ম না-মেনে ১৬৩ জনকে বন্ধ্যা করে দেওয়া হয়েছে। প্রথম সন্তান হওয়ার পরেই বন্ধ্যাকরণ অস্ত্রোপচার হয়েছে ২২ বছরের এক তরুণীর। সুরক্ষা মঞ্চের অভিযোগ, শুধু ওই স্বাস্থ্যকেন্দ্রে নয়, অনেক জায়গাতেই ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা না-করে অনিয়ন্ত্রিত ভাবে এই কাজ করা হচ্ছে। পরিকাঠামো না-থাকা সত্ত্বেও বহু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ্যাকরণ চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, মামলার ফের শুনানি আগামী সপ্তাহে।

বিমানে অস্ত্রোপচার
আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিমানের ভিতরে চোখের অস্ত্রোপচার। সোমবার এর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার বিমানটি তাইপে থেকে কলকাতায় নেমেছে। বিমানবন্দরের ৬ নম্বর গেটের ৪১ নম্বর বে (বিমান দাঁড়ানোর জায়গা)-তে রাখা আছে। দু’দিন ধরে বিমানের ভিতরে চলেছে যন্ত্রপাতি সাজানোর কাজ। ২১ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত ৩৫টি অপারেশন হওয়ার কথা। অস্ত্রোপচারগুলি করতে ইতিমধ্যেই এসে গিয়েছেন ২২ জন চিকিৎসক। কলকাতায় কাজ সেরে বিমান উড়ে যাবে ক্যামেরুন-এ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.