|
|
|
|
ইস্তফার জেরে মুলতুবি বোর্ড মিটিং বাতিল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নান্টু পাল ইস্তফা দেওয়ার পর এ বার তাঁর ডাকা মুলতুবি বোর্ড মিটিং বাতিল করলেন পুর কর্তৃপক্ষ। সম্প্রতি নান্টুবাবু চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার আগে ৩১ অগস্ট বোর্ড মিটিং ডেকেছিলেন। সেই সভায় বাম বা কংগ্রেস কাউন্সিলররা না যাওয়ায় কোরামের অভাবে সবা হয়নি। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার তিনি মুলতুবি বোর্ড মিটিং ডেকেছিলেন। চেয়ারম্যান পদে কেউ না থাকায় নিয়ম মেনে সেই দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি মেয়র সবিতা দেবী অগ্রবাল। তিনি এ দিন মঙ্গলবারের মুলতুবি সভা বাতিল করে আগামী ১৬ সেপ্টেম্বর বোর্ড মিটিং ডেকেছেন। পাশাপাশি ১৪ সেপ্টেম্বর পুরসভার কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বাজেট পাস নিয়ে বিতর্কের জেরে পুরসভায় আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তাই নতুন করে বাজেট বৈঠক করার সিদ্ধান্ত নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে সবিতাদেবী জানিয়েছেন। সবিতা দেবী বলেন, “মুলতুবি বোর্ড মিটিং বাতিল করা হয়েছে। নতুন ভাবে ১৬ সেপ্টেম্বর বোর্ড মিটিং ডাকা হয়েছে।”
অন্য দিকে পাট্টা দেওয়া, বকেয়া বিধাবা ভাতা, বার্ধক্যভাতা দেওয়া, শহরের উন্নয়ন কাজের দাবিতে পুর কর্তৃপক্ষকে এ দিন স্মারকলিপি দেয় বামেরা। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর নান্টুবাবু চেয়ারম্যান পদে থাকায় বোর্ড মিটিংয়ে যাচ্ছিলেন না বামেরা। কংগ্রেসের কাউন্সিলররাও বোর্ড মিটিংয়ে অংশ নেওয়া বন্ধ রাখেন। নান্টুবাবু পদত্যাগ করায় ১৬ সেপ্টেম্বরের বোর্ড মিটিংয়ে বামেরা যাবেন বলেই জানিয়েছেন। পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “শহরের উন্নয়ন কাজ থমকে পড়েছে। পুজোর আগে রাস্তাঘাট মেরামতি থেকে বিভিন্ন কাজ দ্রুত করা প্রয়োজন। অথচ বর্তমান পুর কর্তৃপক্ষ তা দেখছেন না।” পাশাপাশি শহরের ডেঙ্গি পরিস্থিতিতে পুরসভার ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। |
|
|
|
|
|