টুকরো খবর |
ভবন নিয়ে জটিলতা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শামুকতলা সিধু কানহ কলেজের নিজস্ব ভবন নির্মাণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পুখুরিয়া থেকে সরিয়ে শামুকতলা বস্তিতে কলেজ তৈরির দাবিতে আন্দোলনে নামলেন বাসিন্দারা। প্রশাসনিক সূত্রে খবর, শামুকতলায় কলেজ হলেও জমি নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ভবন নির্মাণের কাজ থমকে। তিন বছর ধরে শামুকতলার সাঁওতালপুর মিশন হাইস্কুলের কয়েকটি ঘরে অস্থায়ী ভাবে কলেজের পঠনপাঠন চলছে। কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা ৫৫০। প্রশাসন সূত্রের খবর, কলেজের স্থায়ী ভবন নির্মাণের জন্য শিক্ষা দফতর ৪৮ লক্ষ টাকা, বিধায়ক তহবিল থেকে ১৫ লক্ষ টাকা ও সাংসদ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা মোট ৭৮ লক্ষ টাকা বরাদ্দ হয়। দায়িত্ব দেওয়া হয় পূর্ত বিভাগকে। ভবনের জন্য শামুকতলা বস্তি এলাকায় পাঁচ একর জমিও মেলে। কিন্তু ওই জমির মধ্যে একটি মাঠ পড়ে যাওয়ায় ভবন নির্মাণে জটিলতা দেখা দেয়। জমির সমস্যা মেটাতে দফায় দফায় বৈঠকে হয়। পুখুরিয়া গ্রামে কলেজের জন্য ১৫ বিঘা জমি নির্দিষ্ট হয়। কিন্তু কাজ শুরু হতেই পুখুরিয়া থেকে সরিয়ে ফের শামুকতলা বস্তি এলাকায় কলেজ তৈরির দাবি ওঠে। কলেজের পরিচালন কমিটির সদস্য তথা তৃণমূলের শামুকতলা অঞ্চল সভাপতি রাহাবিয়াম কিস্কু জানান, গত একবছর ধরে কলেজের জমির সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং বাসিন্দাদের একাংশের বাধায় কাজ করা যাচ্ছে না। এই অবস্থায় কলেজের কাজ কবে শুরু হবে সেই দিকেই তাকিয়ে আছেন ছাত্রছাত্রী এবং বাসিন্দারা।
|
কিলকট চা বাগান খুলল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গত ১০ দিন ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলল ডুয়ার্সের কিলকট চা বাগান। সোমবার থেকেই বাগান খুলে দেওয়া হয়েছে বলে জানিয়ে এ দিন সন্ধ্যায় মালবাজারের মহকুমাশাসককে লিখিতভাবে জানিয়েছেন কিলকট চা বাগানের ম্যানেজার অভিজিৎ রাহা। গত রবিবার রাতে বাগানের মালিকপক্ষ দলগাঁও-এর দফতরে প্রোগ্রেসিভ টি ওয়ার্কাস ইউনিয়নের সঙ্গে বাগান কর্তৃপক্ষ বৈঠক করে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, কিলকট বাগানের ১১০০ স্থায়ী শ্রমিকরা প্রোগ্রেসিভ টি ওয়াকার্স ইউনিয়নের নেতৃত্বে গত ২৬ অগষ্ট থেকে ১৪ দফা দাবি নিয়ে গেটমিটিং শুরু করে। এর মধ্যে ৩৩ মাসের বকেয়া পিএফ, শ্রমিক আবাস রেশনের মত বিষয়গুলি ছিল। ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এর পরে ৩০ অগষ্ট মালবাজারে সহকারি শ্রম আধিকারিক ত্রিপাক্ষিক বৈঠক ডাকেন। কিন্তু বৈঠকে যোগ না দিয়ে সেদিনই বাগান কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়েন।
|
শাস্তির দাবি ধর্ষণ-কাণ্ডে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বানারহাটের মরাঘাট চা বাগানে এক তরুণীকে ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার ও দ্রুত শাস্তি চেয়ে জলপাইগুড়ি জেলাশাসককে স্মারকলিপি দিল চা বাগানের শ্রমিকরা। এদিন দুপুরে মোরাঘাট চা বাগানের শ্রমিকদের একটি প্রতিনিধি দল জলপাইগুড়িতে এসে স্মারকলিপি জমা গিয়েছেন। গত ২৭ অগস্ট রাতে মরাঘাট চা বাগান লাগোয়া এলাকায় ওই তরুণীকে ধর্ষন করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর চিকিৎসা চলছে। এদিন জেলাশাসকের দফতরে জমা দেওয়া স্মারকলিপিতে বাগানের মহিলারা দাবি করেছেন, জেলা প্রশাসনের তরফে তরুণীর চিকিৎসায় নজরদারি চালাতে হবে। পাশাপাশি তরুণীর শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার দাবিও জানানো হয়েছে। জেলাশাসক পৃথা সরকার বলেন, “আমি কলকাতায় থাকলেও, স্মারকলিপির বিষয়বস্তু দফতর থেকে জেনে নিয়েছি। সকালেই তরুণীর চিকিৎসার বিষয়ে কথা বলেছি। প্রশাসনের থেকে পুরো বিষয়টিই নজরদারি করা হচ্ছে।” জেলা পুলিশ সুপার অমিত জাভালগিও বলেন, “ওই তরুণীর সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সকলের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছে।”
|
কেপমার গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ছেলের শরীরে পাউডার ছিটিয়ে রিকশা ভ্যান চালক বাবার থেকে ৫ হাজার টাকা লুঠ করে পালাতে গিয়ে বাসিন্দাদের হাতে ধরা পড়েছে এক যুবক। সোমবার দুপুরে ময়নাগুড়িতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে লুঠ হওয়া টাকা উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেব কুমার। ময়নাগুড়ির আইসি অভিজিৎ সরকার বলেন, “ধৃত যুবক ফাটাপুকুর এলাকার বাসিন্দা। ওর সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে। এখনও টাকা উদ্ধার করা যায়নি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কয়েকজন যুবক ময়নাগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশে জড়ো হয়েছিল। ওই সময় গোলমালু রায় নামে চারের বাড়ি এলাকার এক বাসিন্দা ছেলে বিশ্বজিৎকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কে ঢোকেন। পরে ব্যাগে করে টাকা নিয়ে বের হওয়ার সময়ে দুষ্কৃতীরা বিশ্বজিতের কাঁধে বিষাক্ত পাউডার ছিটিয়ে দেয় বলে অভিযোগ। পাউডার গায়ে পড়তেই জ্বলুনি শুরু হয় বলে, বিশ্বজিৎ জানিয়েছে। সে সময়ে তার বাবা টাকার ব্যাগ রেখে জল আনতে গেলে দুষ্কৃতীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
|
খুনের চেষ্টায় গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
ডাইনি অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে খুন করার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ডুয়ার্সের মাদারিহাট এলাকার দক্ষিণ শিশুবাড়ি গ্রামে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রে গ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী বৃদ্ধা বিরসো ওঁরাও জখম হন। বিরসো দেবী বাড়িতে একা থাকেন। কিছুদিন ধরে প্রতিবেশী মজুর ঢেকলু ওরাওঁয়ের মেয়ে অসুস্থ। বিরসোদেবীর কারণেই মেয়ে অসুস্থ হয়েছে বলে জানিয়ে রবিবার গভীর রাতে কিষাণ ওঁরাওকে নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হন ঢেকলু।
|
দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দু’টি পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মারা গেলেন দু’জন। সোমবার সকালে যথাক্রমে নিউ জলপাইগুড়িতে ও সেবকে। দু’টি ক্ষেত্রেই পরিচয় জানা যায়নি। এ দিন সকালে ডুয়ার্সগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মারা যান এক ৬০ বছরের বৃদ্ধ। তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। অন্যদিকে ডাউন ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসের নিচে পড়ে মারা যান এক যুবক। তাঁর বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। পুলিশ তাঁরও পরিচয় জানতে পারেনি।
|
দুর্ঘটনায় আহত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের ধাক্কায় পা খোয়ালেন এক ব্যক্তি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে শালুগাড়ায়। তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ পান্না নামে ওই ব্যক্তি এ দিন সকালে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা মারলে তিনি পড়ে যান। ট্রাকটি তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়। ওই ব্যক্তির বাড়ি ডুয়ার্সের বীরপাড়ায়।
|
লাটাগুড়িতে ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ডিওয়াইএফআই এবং এসএফআই পরিচালিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হল লাটাগুড়ি জাতীয় সঙ্ঘ। সোমবার ফাইনাল খেলা হয় ডুয়ার্সের লাটাগুড়িতে। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এদিন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। জাতীয় সঙ্ঘ মেটেলি ব্লকের ধূপঝোরা পিপলস ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে।
|
ট্রেনে শ্লীলতাহানি |
কলকাতাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ জানায়, ধৃতের নাম মিঠুন বিশ্বাস। স্বামীর সঙ্গে আলিপুরদুয়ারে ট্রেনে ওঠেন এক মহিলা। মালবাজারে ঢোকার আগে মহিলার সঙ্গে অশালীন আচরণ করা হয়। মহিলার স্বামী বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
|
ক্ষমা চাইলেন নেতা |
দলকে পাশে না পেয়ে প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চাইলেন শিলিগুড়ির একটি স্কুলে হামলা চালানোয় অভিযুক্ত যুব তৃণমূল নেতা দেবাশিস দাস। তিনি বলেন, “আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা করেছি, তা উচিত হয়নি। আমি ক্ষমা চেয়ে নিয়েছি। বিষয়টি মিটে গিয়েছে।” প্রধান শিক্ষকও থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নেন। |
|