|
|
|
|
টাস্ক ফোর্স চালু নিয়ে অনিশ্চয়তা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ডুয়ার্স টাস্ক ফোর্স গঠনের ঘোষণার পরে প্রায় ৮ মাস কেটে গিয়েছে। গত এপ্রিল মাসে টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তিও জারি হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তার পরেও প্রায় চার মাসের বেশি সময় কেটে গেলেও টাস্ক ফোর্সের কাজ শুরু না হওয়ায়, ওই ঘোষণা ঘিরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারিকে টাস্ক ফোর্সের চেয়ারম্যান পদে বসানোরও ঘোষণা করা হয়েছিল। রাজ্য সরকারের সূত্রে জানানো হয়, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অধীনে রেখে ওই টাস্ক ফোর্সের মাধ্যমে ডুয়ার্সের কৃষি থেকে পর্যটনের উন্নতি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সামাজিক উন্নয়নের কাজ করা হবে। ডুয়ার্সের যাবতীয় উন্নয়নের পরিকল্পনাও ওই টাস্কফোর্স করবে বলে জানানো হয়।
ঘোষণার পরে, বছর শেষ হতে চললেও টাস্ক ফোর্স গঠন না হওয়ায় প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। টাস্কফোর্সের প্রস্তাবিত চেয়ারম্যান উইলসন চম্প্রামারি বলেন, “গত গত ১৮এপ্রিল বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডুয়ার্সের কোথায় কী ভাবে দফতরের কাজ শুরু হবে তা প্রশাসনিক কর্তারাই চূড়ান্ত করে দেবে।” জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালবাজার এবং আলিপুরদুয়ার মহকুমায় টাস্ক ফোর্সের দফতর থাকবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “দ্রুত টাস্ক ফোর্সের কাজ শুরু করতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।”
যদিও মালবাজারের সিপিএম বিধায়ক বুলুচিক বরাইক বলেন, “এই সরকার শুধুই প্রতিশ্রুতি দেন। মুখে যা বলেন তা কাজে করেন না। টাস্ক ফোর্স গঠনের ঘোষণাই তার প্রমাণ।”
|
|
|
|
|
|