|
|
|
|
নিম্নমানের কাজের অভিযোগ তুলল তৃণমূল |
রাস্তা সারানোর কাজ বন্ধ বক্সায়
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নিম্ন মানের কাজের অভিযোগ তুলে পূর্ত দফতরের রাস্তা সংস্কারের কাজ বন্ধ করল তৃণমূল। সোমবার সকালে আলিপুরদুয়ারের মহাকালধামে বক্সা ফিডার রোড সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়। দড় মাস আগে শহরের অসম গেট থেকে চৌপথি পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ শুরু হয়। পুরো রাস্তার কাজ শেষ হওয়ার আগেই রাস্তার একাংশে পিচের প্রলেপ, পাথর উঠে যাচ্ছে বলে তৃণমূলের অভিযোগ।
এদিন সকালে এলাকায় ঠিকাদারি সংস্থার কর্মীরা কাজ শুরু করতেই, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জহর মজুমদার সহ দলের অন্য নেতা-কর্মীরা ওই এলাকায় যান। তৃণমূলের তরফে ওই কর্মীদের কাজ করতে নিষেধ করা হয়। বাধা পেয়ে কাজ বন্ধ করেই ফিরে যান কর্মীরা। জহরবাবু বলেন, “রাজ্য সরকার মানুষের সুবিধের জন্য রাস্তা তৈরি করাচ্ছেন। মাত্র মাস দেড়েকে আগে তৈরি করা নতুন রাস্তার বেহাল দশা কেন হবে। আমরা এটা মেনে নেব না। যে ভাবে রাস্তা তৈরি করতে বলা হয়েছিল, সর্বত্র তা মানা হয়নি বলে অভিযোগ অসেছে। সে জন্যই এ দিন কাজ বন্ধ করা হয়েছে।” তৃণমূলের তরফে জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাস্তার নমুনা পাঠানোর জন্য পূর্ত দফতরকে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে নমুনা পরীক্ষা করে রিপোর্ট পাঠানোর পরে, সেই রিপোর্ট সন্তোষজনক হলে তবেই রাস্তার কাজ ফের শুরু করতে দেওয়া হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়। তৃণমূল ভারপ্রাপ্ত শহর সভাপতি মিহির দত্ত বলেন, “যত দিন না নমুনা পরীক্ষার রিপোর্ট আসবে, ততদিন কাজ করতে দেব না।” রাস্তার কাজে অভিযোগের কথা স্বীকার করে নিয়ে পূর্ত দফতরের আলিপুরদুয়ারের নির্বাহী বাস্তুকার তাপস সাহা বলেন, “বর্ষাকালে রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই সময় জল পড়ে কিছু জায়গায় পিচ আলগা হয়ে সরে গিয়েছে। কাজের মান পরীক্ষার জন্য নমুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।” দফতর সূত্রে জানা যায়, জয়ন্তী মোড় থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত সাড়ে ২৩ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ গত বছরের ডিসেম্বর মাসে শুরু হয়। সেই কাজের অর্ন্তগত প্রায় ৩ কিমি রাস্তা সংস্কারের কাজ সম্প্রতি শুরু হয়। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “ঘটনা সত্যি হলে তৃণমূল ঠিক কাজ করেছে। নমুনা পরীক্ষার পরে যদি দেখা যায় কাজের মান ঠিক ছিল, পুজোর মুখে কাজ বন্ধ করে রাজনীতি করার দায় তৃণমূলকেই নিতে হবে।”
|
|
|
|
|
|