টুকরো খবর
বজ্রপাতে মৃত তিন
ধান জমিতে কাজ সেরে একটি তেঁতুল গাছের তলায় দুপুরের খাবার খাচ্ছিলেন চার খেতমজুর। হঠাত্‌ বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের। জখম হলেন দু’জন। সোমবার দুপুরে বিষ্ণুপুর থানার রাধানগর অঞ্চলের বেনাবাঁধি গ্রামের ঘটনা। মৃতেরা হলেন, মশা মুর্মু (৭০) ও বুধনি হেমব্রম (২১)। বিষ্ণুপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্‌সাধীন প্রভাতী হেমব্রম ও মুনি মুর্মু। তাঁরা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন বিষ্ণুপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক কুমারেশ ঘোষ। হতাহতেরা বেনাবাঁধি লাগোয়া বাঁশকোপা গ্রামের আদিবাসীপাড়ার বাসিন্দা। এলাকায় শোকের ছায়া নেমেছে। ওই গ্রামে মৃত বুধনী হেমব্রমের কাকা বাদল হেমব্রম বলেন, “ভাইজির এখনও বিয়ে হয়নি কাজে গিয়ে অকালেই চলে যেতে হল দাদাকে সামলানো যাচ্ছে না” বৃদ্ধ মশা মুর্মু পাড়া সম্পর্কে তাঁর দাদা জানিয়ে তিনি বলেন, “দুই ছেলে ও চার মেয়ে রয়েছে তাঁর আকস্মিক ঘটনায় ভেঙ্গে পড়েছে পুরো পরিবারটি”। অন্য দিকে, পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার দুগদা গ্রামে এ দিন বিকেলে বাজ পড়ে মারা যায় শুকুরমণি সিংহবাবু (১৬) নামে এক কিশোরী। বাড়ি ওই গ্রামেই। পেশায় দিনমজুর এই কিশোরী এ দিন গ্রামে ট্রাক্টর থেকে ইট নামানোর কাজ করছিল। বাজ পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিবাদে খুন, অভিযোগ
ব্যবসায়িক রেষারেষির জেরে এক ব্যক্তির মাথায় লাঠির বাড়ি মেরে খুনের অভিযোগ উঠল তাঁরই পড়শি দুই ভাইয়ের বিরুদ্ধে। বাঁকুড়ার পাত্রসায়র থানার ভৈরবপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মধু রায় (৪০)। তাঁকে খুনের অভিযোগে ভৈরবপুর গ্রামেরই দুই ভাই গুণধর লোহার ও পল্টু লোহারকে খুঁজছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মধুবাবুর সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয় গুণধরের। এর কিছু ক্ষণ পরেই গুণধর ও তাঁর দাদা পল্টু মধুবাবুর মাথায় লাঠির বাড়ি মারেন বলে অভিযোগ। রবিবার ভোরে বাঁকুড়া মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। রাতে নিহতের স্ত্রী ছবি রায় গুণধর ও পল্টুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। নিহতের এক ছেলে ও মেয়ে রয়েছে। ছবিদেবীর অভিযোগ, “আমার স্বামী সাবমার্সিবল পাম্পের মিস্ত্রি ছিলেন। পল্টু লোহার একই পেশায় যুক্ত। সেই কারণে আমার স্বামীর উপরে দীর্ঘদিন ধরে আক্রোশ ছিল পল্টুর। তাই সামান্য কথা কাটাকাটির পরে খুনের উদ্দেশ্যেই স্বামীর মাথায় লাঠির বাড়ি মারে পল্টু আর গুণধর।” জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।”

দুর্ঘটনায় জখম ১২
ট্যাঙ্কারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন বাসের ১২ জন যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কাশীবেদ্যা এলাকায়, বাঁকুড়া-পুরুলিয়া ৬০-এ জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার পরে।—নিজস্ব চিত্র।
পুলিশ সূত্রের খবর, মিনিবাসটি বাঁকুড়া থেকে পুরুলিয়া যাচ্ছিল। উল্টো দিক আসা ট্যাঙ্কারটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দারাই অ্যাম্বুল্যান্স ডেকে জখম যাত্রীদের বাঁকুড়া মেডিক্যালে পাঠান। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আহতদের মধ্যে চার জন মহিলা-সহ আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়।

খাবার নিয়ে ক্ষোভ
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার সুরক্ষিত ভাবে রাখার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-২ ব্লকের কোষ্ঠিয়া প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিক্ষোভকারী কোষ্ঠিয়ার বাসিন্দা মোহন ঢক, স্বদেশ শূর বলেন, “অঙ্গনওয়াড়ির চাল, ডাল ও রান্নার উপকরণগুলি খোলা অবস্থায় স্কুলের মেঝেয় রাখা হয়। সেগুলিতে টিকটিকি, পোকা চরে বেড়ায়। যে কোনও সময় খাদ্যে বিষক্রিয়ার মতো ঘটনা ঘটতে পারে।” খাবার জিনিসগুলিকে ঢাকা দিয়ে রাখার দাবি তুলছেন গ্রামবাসীরা। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৫৮ জন শিশু ছাড়াও ১৪ জন গর্ভবতী এবং সদ্য মা হওয়া মহিলা খাবার পেয়ে থাকেন। এই কেন্দ্রের সুপারভাইজার মঞ্জু হাজরা বলেন, “অঙ্গনওয়াড়ির নিজস্ব ঘর নেই। খাদ্যদ্রব্য ভালভাবে রাখার জায়গাও তাই নেই। পরিকাঠামোগত এই সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি।”

বিক্ষোভ গ্রাহকদের
আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত না দিয়ে অফিস বন্ধ করে পাততাড়ি গোটানোর অভিযোগ উঠেছে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নিচ্ছে নাএই অভিযোগ তুলে পুরুলিয়া শহরের জেলাস্কুল মোড়ে সোমবার ‘বর্ধমান সানমার্গ’ নামে ওই সংস্থার বন্ধ কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান আমানতকারীরা। পরে তাঁরা অভিযোগ করেন জেলা প্রশাসনের কাছেও। আমানতকারীদের অভিযোগ, মেয়াদ ফুরোলেও টাকা মেলেনি। অফিস বন্ধ। জুন মাসে অভিযোগ জানানোর পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রবালকান্তি মাইতি বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে, পুলিশে অভিযোগ হলে অবশ্যই ব্যবস্থা নেবে।”

কংগ্রেসের সম্মেলন
প্রধানমন্ত্রী বললেও এ রাজ্যে কংগ্রেস আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট করবে না বলে জানিয়ে দিলেন এআইসিসি-র সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দলীয় পর্যবেক্ষক শাকিল আহমেদ খান। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে জেলার কুড়িটি ব্লকের পঞ্চায়েত ভোটে যোগ দেওয়া প্রার্থীদের ও বুথস্তরের বাছাই করা কর্মীদের নিয়ে রবিবার সভার আয়োজন করেছিল কংগ্রেস। সেখানেই শাকিল ওই কথা বলেন। সভায় নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। পাড়া কেন্দ্রের কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি বলেন, “কর্মীরা রাজ্যস্তরের পাশাপাশি স্থানীয় বিষয়ের উপর আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন।”

স্মারকলিপি
ভর্তি-প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও বিধিবহির্ভূত ভাবে ছাত্র ভর্তি করানোর অভিযোগে পুরুলিয়া শহরের জেকে কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল ওই কলেজের ছাত্র সংসদ। অধ্যক্ষ না থাকায় স্মারকলিপি নেন শিক্ষক রাজেন্দ্রপ্রসাদ দাস। তিনি জানান, অভিযোগ ও দাবি অধ্যক্ষকে জানানো হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.