টুকরো খবর |
স্কুলে মারামারিতে আহত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
নিজেদের মধ্যে মারামারিতে গুরুতর আহত হল এক ছাত্র। অশোকনগর বয়েজ সেকেণ্ডারি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। সোমবার দেবজ্যোতি মণ্ডল নামে পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, টিফিনের সময়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দেওয়া নিয়ে অষ্টম শ্রেণির দুই ছাত্রের সঙ্গে পঞ্চম শ্রেণির দেবজ্যোতি মণ্ডলের ঝগড়া হয়। অভিযোগ, দেবজ্যোতিকে চ্যাংদোলা করে স্কুলের পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তুলে মারধর করে স্কুলের একটি ফাঁকা ঘরে ফেলে রাখা হয়। ওর সহপাঠীরা সেটি দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। শিক্ষকরা দেবজ্যোতির শুশ্রুষা করে বাড়িতে পাঠিয়ে দেন। রবিবার বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত ঘোষ বলেন, “পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে অষ্টম শ্রেণির ছাত্ররা চ্যাংদোলা করে পুকুরের পাড়ে নিয়ে গিয়েছিল। পা পিছলে ওরা পুকুরে পড়ে গেলেও ওই ছাত্রকে জলে ফেলে দেয়নি। ছাত্রের পরিবারের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। ওই ছাত্রের চিকিৎসার খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবে।” পুলিশ ঘটনার তদন্ত করছে।
|
বিদ্যুৎ দফতরের কর্মীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বিদ্যুৎ বণ্টন কোম্পানির এক নিরাপত্তা কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বসিরহাটে। অসিত দাস (৩০) নামে ওই যুবকের বাড়ি ধান্যকুড়িয়ায়। সোমবার সকালে বসিরহাটের মৈত্রবাগান এলাকায় অফিসের একটি ঘরে তাঁকে ঝুলন্ত দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৈত্রবাগানের এই অফিসে নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন অসিতবাবু। রবিবার রাতে তিনি পাহারার দায়িত্বে ছিলেন। সোমবার সকালে অফিসের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় কর্মীদের। দরজা খুলে দেখা যায়, ঘরে ফ্যানের সঙ্গে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অসিতের দেহ। তাঁর মৃত্যু নিয়ে অন্য কর্মীরা সন্দেহ প্রকাশ করলেও পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্টভাবে বলা সম্ভব নয়।
|
পুকুরে মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ক্যানিং ২ নম্বর দিঘিরপাড় এলাকার বাসিন্দা স্বপন নস্কর (২৭) নামে ওই যুবকের দেহ তাঁর বাড়ির কাছেই একটি পুকুরে ভাসতে দেখেন বাসিন্দারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলকাতায় রিক্সা চালাতেন স্বপন। প্রতি রাতেই বাড়ি ফিরে আসতেন। রবিবার রাতে তিনি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। সোমবার সকালে ওই পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ভাবে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
নিখোঁজ কিশোরের দেহ মিলল নদীতে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নিখোঁজ কিশোরের দেহ পাওয়া গেল যমুনা নদীতে মাছ ধরার জালে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত সালাম মণ্ডলের (১৭) বাড়ি স্বরূপনগরের গোপালপুরে। রবিবার সকালে আরও কয়েকজনের সঙ্গে গরু নিয়ে সাঁতরে যমুনা নদী পার হচ্ছিল সালাম। সেই সময়েই সে তলিয়ে যায়। অনেক খুঁজেও তার দেহ পাওয়া যায়নি। সোমবার সকালে মৎস্যজীবীরা নদীতে পাতা জাল তুলতে গিয়ে দেখেন তাতে একটি মৃতদেহ আটকে রয়েছে। পরে দেহটি সালামের বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন।
|
বিডিওকে স্মারকলিপি সংখ্যালঘুদের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সংখ্যালঘু উন্নয়নে কেন্দ্র ও রাজ্য নানা প্রকল্প হাতে নিলেও সংখ্যালঘুরা তার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে প্রতিবাদ জানিয়ে সোমবার বসিরহাট-১ এর বিডিওকে স্মারকলিপি দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। তাঁদের দাবি, মাল্টি সেকটারাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ১০০ শতাংশ বরাদ্দ সংখ্যালঘুদের উন্নয়নের কাজে খরচ, ব্লক ভিত্তিক তদারকি কমিটিতে সংখ্যালঘু সংগঠনগুলির প্রতিনিধিদের রাখা, কবরস্থানে পাঁচিল এবং ওবিসি শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক হেনস্থা বন্ধ করতে হবে। বিডিও বিপ্লবকুমার মণ্ডল দাবিগুলি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
|
স্বনির্ভর গোষ্ঠীর প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বুটিকের শাড়ি, সালোয়ার, কুর্তি, পাঞ্জাবি, ব্যাগ এবং কাঠের কারুকাজের এক প্রদর্শনী হয়ে গেল টাউনহলে। প্রদর্শনীতে ছিল বিক্রির ব্যবস্থাও। একটি স্বনির্ভর গোষ্ঠী ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করেন বসিরহাটের পুরপ্রধান কৃষ্ণা মজুমদার। ৭৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তৈরি জিনিসপত্রের প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা করা হয়।
|
জয়নগরের খুনে ধৃত মূল অভিযুক্ত |
জয়নগরের শ্রীকৃষ্ণনগর গ্রামের দিনমজুর নারায়ণ প্রামাণিককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাসুদেব অধিকারীকে কুলতলিতে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃত অপরাধের কথা কবুল করে জানিয়েছে, গত শুক্রবার গোলমালের সময়ে ঘটনাস্থলে সে একাই ছিল। তার মা বাসন্তীদেবী বা কোনও বন্ধু ছিল না। মেয়ের প্রতি কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে নারায়ণবাবু খুন হন।
|
স্কুলভোটে জয়ী বামেরা |
স্কুলের অভিভাবক পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল তৃণমূল-কংগ্রেস জোট। রবিবার বসিরহাটের ঝুরুলি আদর্শ বিদ্যাপীঠে ওই নির্বাচন হয়। অন্যদিকে হাড়োয়ার জামালপুর জুনিয়র হাইস্কুলে ও দেগঙ্গায় সেকেন্দারনগর মাধ্যমিক বিদ্যালয়ে বাম প্রার্থীরা জয়ী হয়েছে। দু’টি ক্ষেত্রেই বামপ্রার্থীরা ৬-০ ব্যবধানে জয়ী হয়েছেন।
|
পঞ্চায়েত সমিতির সভাপতি খুন |
দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি। পুলিশ জানায়, নিহতের নাম জাহাঙ্গির আলম। সোমবার রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে গুলি চালায়। সিপিএমের জেলা কমিটির সদস্য শক্তি মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জাহাঙ্গিরকে মেরেছে।” তৃণমূলের বক্তব্য, ওই ঘটনায় তাদের কোনও কর্মী-সমর্থক জড়িত নন।
|
|