টুকরো খবর |
হলদিয়ায় ফের অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া পুরসভার পুরবোর্ডের বিরুদ্ধে ফের অনাস্থা প্রস্তাবের চিঠি দিল তৃণমূল। সোমবার হলদিয়া পুরসভার উপ-পুরপ্রধান সিপিআইয়ের নারায়ণচন্দ্র প্রামাণিকের কাছে অনাস্থা প্রস্তাবের চিঠি দিলেন তৃণমূলের এগারো জন কাউন্সিলর। এর আগে ২ মে ও ২৩ অগস্ট তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবকে আইন ও বিধিসম্মত নয় বলে খারিজ করে দিয়েছিলেন সিপিএম পরিচালিত হলদিয়ার পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। এবারেও পুরপ্রধানের কাজে আর্থিক কারচুপি ও গত দশ মাসে উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগে অনাস্থা আনল তৃণমূল। পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল বলেন, “ আগামী সাত দিনের মধ্যে উপপুরপ্রধান যদি তলবি সভা না ডাকেন, তাহলে আমরা সভা ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে পুরবোর্ড গঠন করব।” তাঁর বক্তব্য, আইন অনুযায়ী অনাস্থার চিঠি পাওয়ার পনেরো দিনের মধ্যে পুরপ্রধান তলবি সভা না ডাকলে উপ-পুরপ্রধানকে অনাস্থার চিঠি দেওয়া যায়। তৃণমূলের দাবি, অনাস্থা ভোটে হেরে যাওয়ার ভয়েই বামেরা তলবি সভা ডাকছেন না। সিপিএমের পাল্টা অভিযোগ, আইন ও বিধিসম্মত নোটিস ছাড়াই তৃণমূল বারবার অনাস্থা প্রস্তাব আনছে। বোর্ড মিটিং বানচাল করা পাশাপাশি বাম কাউন্সিলরদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। উপ-পুরপ্রধান বলেন, “অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে পুরপ্রধান যা জবাব দেওয়ার দিয়েছেন। তৃণমূল আইনের তোয়াক্কা না করেই এসব করছে। আইনের সব দিক পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।”
পুরনো খবর: হলদিয়া পুরবোর্ডে ফের অনাস্থা তৃণমূলের |
ফাঁদে অপহরণকারী, উদ্ধার অপহৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
চেনা ছকে খেজুরির এক যুবককে গত বুধবার অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের পাতা ফাঁদে বর্ধমানের পূর্বস্থলী থানার লক্ষ্মীপুর স্টেশন থেকে রবিবার দুপুরে দুই অপহরণকারীকেই ধরে ফেলল পুলিশ। উদ্ধার হয়েছেন বছর চব্বিশের অপহৃত যুবক শান্ত মাইতিও। তাঁর বাড়ি অজয়া গ্রামে। সোমবার ধৃত দুই অপহরণকারী স্বপন মণ্ডল ও ধনঞ্জয় বিশ্বাসকে কাঁথি আদালতে তোলে পুলিশ। ১০ দিনের পুলিশ হেফাজত হয়। দক্ষিণ ভারতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন শান্ত। কয়েকদিন আগে তিনি কমর্স্থল থেকে বাড়ি আসেন। গত বুধবার সকালে তিনি কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য খেজুরি থেকে হাওড়াগামী বাসে ওঠেন। ওই দিন সন্ধ্যাতেই তাঁর মা সুমিতাদেবীর কাছে তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে বলে একটি ফোন আসে। ফোনেতাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে অপহরণকারীরা তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বৃহস্পতিবার খেজুরি থানায় সুমিতাদেবী ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেন। তখন খেজুরি থানার পুলিশ পূর্বস্থলী থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করে। এ দিকে, ফোনে অপহরণকারীদের জানানো হয়, শান্তর মেসোমশাই পণের টাকা নিয়ে রবিবার দুপুরে লক্ষ্মীপুর স্টেশনে যাচ্ছেন। সেই মতো এ দিন পুলিশই মেসোমশাই সেজে অপহরণকারীদের টাকা দিতে যায়। ওই দুই অপহরণকারী টাকা নিতে এলে ধরা পড়ে।
|
ট্রান্সফর্মার বদলের দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিকল ট্রান্সফর্মার দ্রুত বদলের দাবি জানিয়ে বিদ্যুত্ দফতরের অফিসে তালা মেরে বিক্ষোভ দেখাল একদল গ্রামবাসী। সোমবার দুপুরে পাঁশকুড়া বিদ্যুত্ দফতরের অফিসে ঘটনাটি ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে ও ট্রান্সফরমার বদলের আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠে যায়। বিদ্যুত্ দফতর সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার গোঁসাইবেড় গ্রামে একটি ট্রান্সর্ফমার কয়েকদিন আগে বিকল হয়ে যায়। স্থানীয় গ্রাহকরা ওই ট্রান্সফর্মার বদলের জন্য বিদ্যুত্ দফতরের কাছে জানায়। কিন্তু ট্রান্সফর্মার বদলে দফতরের গড়িমসির অভিযোগ তুলে এ দিন দুপুরে ওই গ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা পাঁশকুড়া বাজারে বিদ্যুত্ দফতরের অফিসে এসে তালা মেরে দিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে বিদ্যুত্ দফতরের আধিকারিক-সহ অফিসের ভিতরে থাকা কর্মীরা দুপুর ২টো থেকে অফিসে আটকে পড়ে। বিকেল ৫টা নাগাদ পুলিশ এসে বিক্ষোভকারী গ্রামবাসী ও বিদ্যুত্ দফতরের আধিকারিকের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়। পাঁশকুড়ার বিদ্যুত্ দফতরের আধিকারিক মিনাজ সর্দার বলেন, “গোঁসাইবেড় গ্রামের কিছু বাসিন্দা এ দিন অফিসে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখায়। এর ফলে অফিসের কাজ ব্যহত হয়। পরে আলোচনার মাধ্যমে বিক্ষোভ উঠে যায়।”
|
খুনিদের ধরতে মরিয়া পুলিশ, সওয়াল এজির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত ভোটে এক নির্দল প্রার্থীর ভাইকে খুনের ঘটনায় কেন সিবিআই-কে তদন্তভার দেওয়া হবে না, প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের ক্ষোভের মুখে পড়ে রাজ্য প্রশাসন যে কিছুটা তৎপর হয়ে উঠেছে, সোমবার তার প্রমাণ মিলল অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের বক্তব্যে। তিনি হাইকোর্টে জানান, গণেশ দুলে নামে ওই ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। নিম্ন আদালত ধৃতদের পুলিশি হাজতে রাখার নির্দেশও দিয়েছে। প্রথম দফায় ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন না-জানানোয় ক্ষোভ প্রকাশ করেছিল হাইকোর্ট। এ দিন অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শুনে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, তদন্তে কতটা অগ্রগতি হল, ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তা জানাতে হবে সরকারকে। সেই রিপোর্ট দেখেই উচ্চ আদালত ঠিক করবে, তদন্তের দায়িত্বে সিবিআই-কে দেওয়া হবে কি না। পঞ্চায়েত নির্বাচনের দু’দিন পরে গড়বেতার আমলাগোড়া গ্রামের গণেশ দুলে নিখোঁজ হয়ে যান। কয়েক দিন পরে তাঁর মৃতদেহ মেলে।
|
ভ্যান চালকদের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিশ্বকর্মা পুজোর সময় ১৬-১৯ সেপ্টেম্বর হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় মোটরভ্যান চালানো বন্ধ রাখায় নির্দেশিকায় আপত্তি জানাল ভ্যানচালকেরা। এই মর্মে সোমবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের হলদিয়া মহকুমা শাখার ভ্যান চালকেরা। সংগঠনের জেলা সভাপতি অমিত মান্না ও হলদিয়া মহকুমা সম্পাদক নারায়ণ প্রামাণিকের দাবি, হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রায় পাঁচশো মোটরভ্যান চলে। পুজোর সময় চার দিন ভ্যান চলাচল বন্ধ থাকলে তাঁদের রোজগার কমবে। তাই তাঁদের আবেদন, পুজোর ক’দিন বিকেল থেকে রাত পর্যন্ত সময় ছাড়া তাঁদের ভ্যান চালানোর অনুমতি দেওয়া হোক। মহকুমাশাসক শঙ্কর নস্কর বলেন, “যানজট ও দুর্ঘটনা কমাতেই ওই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবুও দাবিগুলি খতিয়ে দেখা হবে।”
|
অবৈধ নিয়োগ, শিক্ষিকা সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জাল নিয়োগপত্র জমা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার অভিযোগে এক শিক্ষিকাকে সাসপেন্ড করল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। গীতা বেরা (সামন্ত) নামে ওই শিক্ষিকা পাঁশকুড়ার হাউর প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। তিনি সম্পর্কে সিপিএমের পাঁশকুড়া জোনাল কমিটির সম্পাদক তরুণ সামন্তের স্ত্রী। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি গোপাল সাহু বলেন, “ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই শিক্ষিকাকে শুনানির জন্য দু’বার সংসদ অফিসে ডাকা হয়েছিল। না আসায় শো-কজ করা হয়েছিল। যে জবাব মিলেছে, তাতে সংসদ সন্তুষ্ট নয়। তাই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তরুণবাবুর পাল্টা অভিযোগ, “আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হচ্ছে।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ির ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম নারায়ণ মাইতি (৪৩)। সোমবার সকালে ময়নার গোকুলনগরের হাজারিচক গ্রামে ঘটনাটি ঘটে। পেশায় শ্রমিক ওই ব্যক্তি রবিবার রাতে বাড়ির একটি ঘরে ঘুমাতে যান। তাঁর স্ত্রী অন্য ঘরে ছিলেন। সোমবার সকালে বাড়ির মধ্যে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় নারায়ণবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর স্ত্রী। খবর পেয়ে ময়না থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।
|
পুজোয় ভ্যানোয় না
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্বকর্মা পুজোর সময় ১৬-১৯ সেপ্টেম্বর হলদিয়া শিল্পাঞ্চলে মোটরভ্যান বন্ধ রাখায় নির্দেশিকায় আপত্তি জানাল ভ্যানচালকেরা। সোমবার মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেয় সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের হলদিয়া মহকুমা শাখা। সংগঠনের জেলা সভাপতি অমিত মান্না ও হলদিয়া মহকুমা সম্পাদক নারায়ণ প্রামাণিকের দাবি, শিল্পাঞ্চলে প্রায় পাঁচশো ভ্যানো চলে। ফলে, গাড়ি না চললে রুটিরুজিতে টান পড়বে। মহকুমাশাসক শঙ্কর নস্কর বলেন, “যানজট ও দুর্ঘটনা কমাতেই ওই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবুও দাবিগুলি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”
|
ট্রেনে কাটা, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রেললাইন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিকাশ হাজরা (৪৮)। বাড়ি মেচেদা স্টেশনের কাছে গুড়ুলিয়া গ্রামে। সোমবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় মেচেদা স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। স্টেশনের কাছে গোপালগঞ্জ হাইস্কুলের সামনে ওই ব্যক্তির একটি তেলেভাজার দোকান রয়েছে। সোমবার ভোর রাতে ওই ব্যক্তি দোকানের কাছেই রেললাইনে একটি মালগাড়ির সামনে ঝাঁপ দেন।
|
ধর্ষণের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। পটাশপুর বাজার সংলগ্ন ইতাচুনা গ্রাম থেকে শ্যামসুন্দর দাস নামে এই ব্যক্তিকে সোমবার সকালে গ্রেফতার করে কাঁথি আদালতে তোলে পুলিশ। শ্যামসুন্দর গত কয়েকদিন ধরেই গ্রামের এক বধূকে কুপ্রস্তাব দিচ্ছিলেন বলে অভিযোগ। রবিবার রাতে ঘরে ঢুকে ওই বধূকে ধর্ষণের চেষ্টা করলে তিনি থানায় অভিযোগ জানান। সকালেই শ্যামসুন্দরকে ধরে পুলিশ।
|
বধূ নির্যাতন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ সরিফ সবংয়ের মোহাড়ের বাসিন্দা। তাঁর স্ত্রী করেশা বিবির বাপের বাড়ি পটাশপুরের কামালপুর গ্রামে। করেশা বিবি স্বামী-সহ শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ অবশ্য শুধু তাঁর স্বামী শেখ সরিফকেই গ্রেফতার করেছে।
|
বিশ্ব স্বাক্ষরতা দিবস
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে রবিবার কাঁথি-৩ ব্লক অফিসে অনুষ্ঠান হল। সেখানে দিনটির গুরুত্ব বুঝিয়ে বলেন ব্লক উন্নয়ন আধিকারিক প্রদীপ্ত বিশ্বাস, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতি এলাকা থেকে নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচি নেওয়া হয়।
|
মডেল সেরা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দেশের অন্যতম সেরা হিসেবে পুরস্কৃত রামনগর-১ পঞ্চায়েত সমিতিকে মডেল ধরে রবিবার তার কাজের ধারা বুঝলেন পূর্ব মেদিনীপুর জেলার নব নির্বাচিত ২৫টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিরা। পরে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি আলোচনাসভাও হয়।
|
নতুন পাঠক্রম
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বাংলায় স্নাতকোত্তর পাঠক্রম শুরু হল এগরা সারদা শশীভূষণ কলেজে। সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক বাণীরঞ্জন দে। পাঠক্রমের কো-অর্ডিনেটর শ্রাবস্তী রায় জানান, ৪০টি আসনে ভর্তি নেওয়া হয়েছে।
|
ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় জিতল মহিষাদল ময়দান ক্লাব। রবিবার বিকেলে নন্দকুমার ফুটবল ময়দানে প্রতিযোগিতার ৪-২ গোলে নন্দকুমারের ব্যবত্তারহাট ব্লু-স্টার ক্লাবকে হারায় তারা।
|
আবৃত্তি কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আবৃত্তি নিয়ে কর্মশালা হল নন্দীগ্রামে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘বিহান’-এর আয়োজনে নন্দীগ্রামের আশদতলা বিনোদ বিদ্যাপীঠে রবিবারের ওই কর্মশালায় আলোচনা করেন বাচিক শিল্পী কাজল শূর ও অন্তরা দাস। |
|