ফের পিছিয়ে গেল ছোট আঙারিয়া মামলার শুনানি। শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ২৪ সেপ্টেম্বর।
দ্বিতীয় দফায় ছোট আঙারিয়া মামলার শুনানি শুরু হয়েছিল ৮ এপ্রিল। ৮ ও ৯ এপ্রিল-পরপর দু’দিন শুনানি হয়। ৯ এপ্রিল শুনানি শেষে অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ মণ্ডল আবেদন জানান, বক্তার মণ্ডলের সঙ্গেই আসিয়া বিবি, রফিক মণ্ডল ও সিদ্দিক মণ্ডল এই চারজনের সাক্ষ্য নিতে হবে। প্রথম দফায় বিচার চলাকালীন ওই চার জন সাক্ষ্যও দেন। এই মর্মে তাঁরা মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দারয়া বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্যের আদালতে আবেদনও জানান। কিন্তু সিবিআইয়ের আইনজীবী তাপস বসু জানান যে, তিনি কার সাক্ষ্য নেবেন সেটা তিনিই ঠিক করবেন। বিচারক অভিযুক্তপক্ষের আবেদন খারিজ করে দেন।
তারই বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান তাঁরা। হাইকোর্টে শুনানি না হওয়ায় এতদিন বারবার এই মামলার দিন পড়লেও শুনানি এগোয়নি। তবে গত শুক্রবার মামলাটি হাইকোর্টে শুনানির জন্য ওঠে। একেবারে শেষ সময়ে মামলাটি ওঠায় বিচারক কোনও নির্দেশ দিতে পারেননি। ফের মঙ্গলবার অর্থাত্ আজ মামলাটির শুনানি হওয়ার কথা। তার ঠিক আগের দিনেই শুনানি ছিল মেদিনীপুর আদালতে। স্বাভাবিক কারণেই আইনজীবীরা আদালতের কাছে ফের সময় চান। তাঁদের যুক্তি, এতদিন যেহেতু আদালত সময় দিয়েছেন, আর একদিন সময় দেওয়া হোক। যদিও বিচারক আগেই একাধিকবার ঘোষণা করেছেন, আর কোনও ভাবেই সময় দেবেন না। তবু ঘটনার প্রেক্ষিতে তিনিও সময় দিতে রাজি হন। ফলে ফের মামলাটি শুনানির দিন ধার্য হয়েছে ২৪ সেপ্টেম্বর। ততদিনে হাইকোর্টের নির্দেশও এসে যাবে। হাইকোর্টের নির্দেশ দেখার পরেই আদালত সিদ্ধান্ত নেবে একই সঙ্গে চারজনের সাক্ষ্য গ্রহণ হবে নাকি সিবিআইয়ের আইনজীবীর চিন্তাভাবনা মতোই সাক্ষ্যগ্রহণ চলবে। |