|
|
|
|
ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট তলব |
কোলাঘাট-মেচেদা নিয়ে নতুন পুরসভার পরিকল্পনা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোলাঘাট বাজার ও মেচেদা বাজার সংলগ্ন বেশ কিছু এলাকা নিয়ে পুরসভা গঠনের জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্রকে ঘিরে কোলাঘাট বাজার ও শহিদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা বাজার সংলগ্ন বেশ কিছু এলাকা ঢুকবে প্রস্তাবিত পুরসভা এলাকার মধ্যে। ওই এলাকাগুলি নিয়ে বিশদে জানতে চেয়ে কোলাঘাট ব্লক ও শহিদ মাতঙ্গিনী ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) সুমন হাওলাদার বলেন, “কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লকের কিছু এলাকা নিয়ে পুরসভা গঠনের জন্য রাজ্য সরকার কতগুলি বিষয়ে বিস্তারিত ভাবে জানতে চেয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।” প্রস্তাবিত পুরসভা এলাকার মধ্যে কোলাঘাট ব্লকের কোলা-১, ২ , আমলহাণ্ডা ও শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার অধিকাংশ মৌজা রয়েছে। কোলাঘাট তাপবিদ্যুত্ কেন্দ্র সংলগ্ন এই ৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে কোলাঘাট বাজার ও মেচেদা বাজারের মতো ঘনবসতি এলাকা। এ ছাড়াও ওই এলাকার মধ্যে দিয়ে গিয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক ও হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক, হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক। রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কোলাঘাট বাজার শুধু বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নয়, অন্যতম পুরনো জনবসতি হিসেবে পরিচিত। আর কোলাঘাট বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে শহিদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা বাজার এখন জেলার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা। গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে থাকলেও যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে ও বাণিজ্যিক কারণে দুই এলাকাতেই দ্রুতহারে জনবসতি বাড়ছে। কিন্তু পুরসভার মতো নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত এই সব এলাকার বাসিন্দারা। ফলে এই দুই এলাকাকে নিয়ে পুরসভা গঠনের দাবি উঠেছিল বেশ কয়েক বছর ধরেই। কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী কোলাঘাট ও মেচেদা এলাকাকে নিয়ে পুরসভা গঠনের জন্য প্রস্তাব দিয়েছিলেন। উদ্যোগী হন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “এক বছর আগে আমি এই প্রস্তাব দিয়েছিলাম। মহিষাদলকেও পুরসভা করতে বলেছিলাম। আপাতত নতুন পঞ্চায়েত প্রতিনিধিরা ভাল করে কাজ করুক এটাই চাই।” |
|
|
|
|
|