তৃণমূলের সভা ঘিরে আজ শহর অচল হওয়ায় আশঙ্কা
যেন উত্‌সব। আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ গঠন ঘিরে তৃণমূলের প্রস্তুতি সে কথাই বলছে। সভা থেকে পদযাত্রা সবেতেই বিপুল আয়োজন। জেলা পরিষদ ভবনেও সাজ সাজ রব। সভাধিপতির ঘরে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঘরে দু’টি নতুন এসি লাগানো হয়েছে। সভার জন্য মেদিনীপুর কলেজ মাঠে মঞ্চ বাঁধা হয়েছে। একটি নয়, তিন-তিনটি। একটি মঞ্চে মুকুল রায়েরা থাকবেন। সঙ্গে জেলা নেতৃত্ব। একটি মঞ্চে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দলের ব্লক সভাপতিরা থাকবেন। অন্য মঞ্চে দলের জেলা পরিষদ সদস্যরা।
কলেজ-কলেজিয়েট মাঠে সোমবার রাতে সভার শেষ মুহূর্তের প্রস্তুতি।—নিজস্ব চিত্র।
সোমবার দুপুরে সভাস্থল পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়। মাঠের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কিছু নির্দেশ দেন। জানান, কী কী করতে হবে। নির্দেশ মতোই চলছে মাঠ সাজানোর কাজ। তবে তৃণমূলের সভা ঘিরে শহর অচল হওয়ার আশঙ্কা রয়েছে। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে। কেশপুর-গড়বেতা থেকে শুরু করে বেলপাহাড়ি-লালগড়, সব এলাকা থেকে কর্মী- সমর্থকেরা আসবেন। সভা ঘিরে শহরে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশের একাংশও। তাদের বক্তব্য, কিছু সমস্যা হবেই।
এত বাস-লরি কোথায় থাকবে? এত মানুষ সভাস্থলে পৌঁছবেই বা কী করে? পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দুপুরে তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী। জেলা সভাপতি দীনেনবাবু, দুই কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ, নির্মল ঘোষে সঙ্গে কথার পরে ঠিক হয়, সভাস্থলের কাছে বাস- লরি পৌঁছবে না। আগেই আটকে দেওয়া হবে। শহরের কিছু মাঠে বাস-লরি রাখা হবে। সেই মতো ব্যবস্থা হচ্ছে। দীনেনবাবু বলেন, “দলের প্রচুর স্বেচ্ছাসেবক শহরের বিভিন্ন এলাকায় থাকবেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করবেন।” তৃণমূল কর্মী-সমর্থকদের যাতায়াতের জন্য বাস তুলে নেওয়ায় মঙ্গলবার গোটা জেলায় অন্তত ১৫০টি বাস পথে নামবে না। স্বভাবতই বিভিন্ন রুটে বাস কম থাকবে। নিত্যযাত্রীদের দুর্ভোগে পড়তে হবে। তৃণমূল জেলা সভাপতির অবশ্য দাবি, “বেশি সংখ্যক কর্মী-সমর্থক ছোট গাড়িতে আসবেন। ফলে, তেমন সমস্যা হওয়ার কথা নয়।”
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। কর্মী-সমর্থকদের উন্মাদনা তাই তুঙ্গে। মঙ্গলবার সকালে পদযাত্রা হবে। পদযাত্রাকে বর্ণময় করতে সব রকম চেষ্টা চলছে। পদযাত্রার সামনে থাকবে প্রচার- গাড়ি। সভাতেও চমক রাখার চেষ্টা করছেন জেলা নেতৃত্ব। ঠিক হয়, মেদিনীপুরের এক প্রতিভাবান শিল্পী সভামঞ্চে গান গাইবে। ওই খুদে শিল্পী এক রিয়্যালিটি শোয়ে জেলা তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে। তবে দলেরই এক সূত্রে খবর, ওই শিল্পীর সভামঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা কম। তার শরীর পুরো সুস্থ নেই। জেলা তৃণমূলের এক নেতা বলেন, “ওই শিল্পীর শরীর অসুস্থ। দেখা যাক কী হয়। তবে, কর্মসূচিগুলো বর্ণময় করার চেষ্টা চলছে। পদযাত্রায় ব্যান্ড, রণপা, ধামসা মাদল সবই থাকবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.