পাঁচামি, শালবাদরা, বড়পাহাড়ি, বারমেসিয়া, দিঘলপাহাড়ি পাথর শিল্পাঞ্চল এলাকার ধুলো দূষণ নিয়ে আদিবাসীদের আন্দোলন দীর্ঘদিনের। একই দাবিতে এ বার নলহাটিতে আন্দোলনে নামল আদিবাসীদের দু’টি সংগঠন। দুই সংগঠনের তরফে সোমবার নলহাটি ১ বিডিও-র কাছে দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। তার আগে শতাধিক আদিবাসী পুরুষ ও মহিলা শহরে মিছিল করেন। |
আদিবাসীদের বিক্ষোভ।—নিজস্ব চিত্র। |
আদিবাসী সংগ্রাম কমিটির সম্পাদক মোহন মাড্ডির দাবি, নলহাটি পাথর শিল্পাঞ্চলে ধুলো দূষণ প্রতিরোধে মালিকেরা অবিলম্বে ব্যবস্থা নিক। দূষণের জন্য জন্য আদিবাসীরা নানা রোগে ভুগছেন। ক্রাশারের ধুলোর জন্য ধান-সহ অন্যান্য চাষ কিছুই হচ্ছে না। আবার পাথর শিল্পাঞ্চল বন্ধ থাকলে এলাকায় কাজ না পেয়ে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়তে হয় আদিবাসীদের। পাথর শিল্পাঞ্চল এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার দাবিও জানানো হয়েছে। মালিক পক্ষ অবশ্য দূষণের কথা অস্বীকার করেছে। তাদের আশ্বাস, কোথাও সমস্যা থাকলে মিটিয়ে দেওয়া হবে। তবে ক্রাশার চালু থাকলে ভাল হয়। বিডিও তাপস বিশ্বাস বলেন, “দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তবে আমাদের মূল লক্ষ্য পাথর শিল্পাঞ্চলকে স্বাভাবিক করা।” |