ডুয়ার্সের জঙ্গলে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘ শাবকের। সোমবার সকালে গরুমারা এবং চাপরামারি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ বনকর্মীরা টহলদারির সময় বনকর্মীরা চিতাবাঘ শাবকের দেহ দেখতে পান বলে জানা গিয়েছে। মৃত শাবকটির বয়স আনুমানিক সাড়ে তিনমাস বলে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।
|
হাতির হানায় মৃতু হল এক যুবকের। রবিবার রাতে ঘটনাটি ঘটে দলসিং পাড়া এলাকার নিউ লাইনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিনোদ সুরি (২২)। রবিবার রাতে সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে বিনোদ একটি বুনো হাতির সামনে পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।
|
ফের কাজিরাঙায় মিলল খড়্গহীন গন্ডারের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আগরাতলি রেঞ্জে। বন দফতর সূত্রে খবর, কাপুরখোসা বিলের কাছে গন্ডারটির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। বন বিভাগ জানায়, সম্ভবত স্বাভাবিক ভাবেই মারা গিয়েছে গন্ডারটি।
|
‘জয়জয়ন্তী’-র সেই বাড়িতে হামলা চালাল হাতির দল। হাজারিবাগ শহরের ক্যানারি হিলের ‘জিব্রাল্টার হাউস’-এর বয়স প্রায় দেড়শো বছর। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এসসি মল্লিক বাড়িটি তৈরি করান। এই বাড়িতে বহু বাংলা সিনেমার শু্যটিং হয়েছে। ‘সাউন্ড অফ মিউজিক’-এর ছায়া অবলম্বনে তৈরি, উত্তম-অপর্ণা জুটির ছবি ‘জয়জয়ন্তী’-র স্মৃতি আজও হাজারিবাগবাসীর মনে উজ্বল। সেই খালি বাড়িতে হাতির হানা কেন? স্থানীয় ডিএফও-র বক্তব্য, খাবার আছে ভেবেই ১৫টি হাতির দল জঙ্গল ছেড়ে আজ ভোরে হামলা চালায়। বাড়িটির একটি ব্যালকনি তারা ভেঙে দিয়েছে। ক্যানারি হিলেরই একটি স্কুলের রান্নাঘরেও তারা খাবারের খোঁজে যায়। হাজারিবাগ শহরে হাতির দলের ঢুকে আসা এই প্রথম বলেই বাসিন্দাদের দাবি।
|
কাজিরাঙা ও পবিতরায় চোরাশিকারের অভিযোগে ১১ জন ধৃত। রবিবার কাজিরাঙার আমটেঙায় হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে দু’টি স্বয়ংক্রিয় রাইফেল, কার্তুজ মিলেছে। কাজিরাঙায় চারটি গন্ডারের চোরাশিকারের ঘটনায় ওই দু’জন জড়িত ছিল বলে অনুমান। নুমালিগড়ের খটিয়াখুলি এলাকা থেকেও ৭ জন হরিণ শিকারি গ্রেফতার হয়। সোমবার পবিতরা উদ্যানের কাছে মায়ং এলাকা থেকে জামশের আলি ও আবদুল হান্নান আলি নামে দুই শিকারিকে ধরা হয়েছে।
|