শিশু-অপহরণের ছক, পুলিশের জালে ২ কিশোর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পড়াশোনা করতে ভাল লাগে না। তাই পাট চুকিয়ে ব্যবসা করে বড়লোক হওয়ার সাধ জেগেছিল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার মনে। তার জন্য অনেক টাকা চাই। তাই পাড়ারই এক শিশুকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে অপহরণের ছক কষেছিল তারা। শিশুটির বাবাকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে। কিন্তু পুলিশি তৎপরতায় বানচাল হয়ে গেল ছক। উদ্ধার করা হল প্রথম শ্রেণির ছাত্র ওই শিশুটিকে। ধরা পড়ে গেল অপহরণকারী দুই কিশোরও।
সোমবার ঘটনাটি ঘটেছে লিলুয়ার আনন্দনগরে। ধৃত দুই কিশোর দু’টি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, কিছু দিন ধরেই স্থানীয় বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি সুরজ মণ্ডলের সাত বছরের ছেলে সৌদীপকে স্কুলে পৌঁছনোর কাজ নেয় তাদের এক জন।
সুরজ জানান, সোমবার বেলা ১১টা নাগাদ সৌদীপকে স্কুলে দিতে যায় সেই কিশোর। দুপুর দেড়টা নাগাদ সুরজের মোবাইলে ফোন আসে। তাতে বলা হয়, “ছেলেকে আমরা অপহরণ করেছি। এক লক্ষ টাকা দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে।” সুরজ পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন।
এর মধ্যে যে কিশোর সৌদীপকে স্কুলে নিয়ে যায় তাকে পাড়ায় ইতস্তত ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সে জানায়, সৌদীপ কোথায় গিয়েছে, তা সে জানে না। সন্ধ্যায় পুলিশ জানতে পারে, স্কুলের পোশাক পরা এক শিশুকে দেখা গিয়েছে। লিলুয়া স্টেশনে ঢোকার মুখে অপহৃত শিশুটি-সহ প্রথমে ধরা পড়ে দ্বিতীয় কিশোর। হাওড়ার এসিপি জয়িতা বসু বলেন, “মনে হচ্ছে, টাকার লোভেই এই কাজ করেছে ওই দুই কিশোর।” পুলিশ জানায়, ধৃতদের আজ, মঙ্গলবার জুভেনাইল আদালতে তোলা হবে। |