ভ্যান বনাম অটোচালক, গোলমাল আরামবাগে |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগ ব্লক অফিস সংলগ্ন একটি স্টপেজ থেকে বৈধ অটো চালকদের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বেআইনি মোটরচালিত ভ্যান চালকদের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এক অটোচালক জখম হয়ে আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন।
আরামবাগ স্টেশনে যাতায়াতের যাত্রিবহন নিয়ে ওই দুই ধরনের যানচালকদের মধ্যে গত দু’মাসের মধ্যে এই নিয়ে পাঁচ দফা মারপিট হল। অটো চালকদের তরফে পুলিশ-প্রশাসন ও পরিবহণ দফতরে অভিযোগ জানানো হয়েছিল আগেই। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। উল্টে তাঁদের বক্তব্য, তৃণমূল নেতৃত্ব অটোগুলিকে নেতাজি স্কোয়ার-সংলগ্ন শহরের ব্যস্ততম রাস্তা লিঙ্ক রোডের গায়ে দাঁড়ানোর জায়গা করে দিয়েছিলেন। কিন্তু যানজটের যুক্তি দেখিয়ে পুলিশ সেখান থেকে অটো সরানোর কথা বলেছে।
মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “অটো চালকদের অভিযোগ পেয়েছি। পুলিশকে ব্যবস্থাও নিতে বলা হয়েছে।” পুলিশ জানায়, অটোচালকদের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। অবৈধ মোটরচালিত ভ্যান নিয়ে পরিবহণ দফতর সিদ্ধান্ত নেবে। হুগলি মোটরযান দফতরের আরটিও সৈকত দাস বলেন, “সম্প্রতি হাইকোর্টের নির্দেশ মোতাবেক জেলার পুলিশ-প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, অবৈধ ওই যানগুলির বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আদালতের নির্দেশের প্রতিলিপিও পাঠিয়ে দেওয়া হয়েছে।”
আরামবাগে বৈধ অটো চালকদের সঙ্গে অবৈধ ভ্যান চালকদের গোলমালে আইনের সাহায্য অটো চালকদেরই পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
রেলযাত্রীরা স্টেশনে পৌঁছতে দু’ধরনের যানই ব্যবহার করেন। স্টেশন পর্যন্ত বাসে যোগাযোগের উপায় নেই। শহরের বিভিন্ন প্রান্তে বাড়ছে অবৈধ মোটরচালিত ভ্যান। ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি এ ধরনের ভ্যান শহরে দাপিয়ে বেড়াচ্ছে। বৈধ অটো আছে মাত্র ২১টি। রেললাইনের উদ্বোধনের থেকেই ভ্যানগুলি চালু হয়েছে। অন্য দিকে, অটোগুলির বয়স সবে আড়াই মাস।
এ দিকে, অবৈধ ভ্যানচালকদের পিছনে তৃণমূল নেতৃত্বের ইন্ধনের অভিযোগ তুলেছেন অটোচালক সংগঠনের এক কর্তা। তাঁর বক্তব্য, ভ্যানচালকেরা বার বার আমাদের পেটাচ্ছে। কিন্তু তৃণমূল নেতারা আমাদেরই দোষারোপ করছেন।
শহর তৃণমূলের যুব সভাপতি রাজেশ চৌধুরী বলেন, “বেআইনি ভ্যানগুলিকে দু’টি কারণে বাতিল করে দিতে পারছি না। এতে অনেকের রুটি-রুজি বন্ধ হবে। তা ছাড়া, ট্রেনে যত যাত্রী যাতায়াত করেন, মাত্র ২১টি অটো তাঁদের জন্য যথেষ্ট নয়।” ওই তৃণমূল নেতা জানান, চেষ্টা করা হচ্ছে, ভ্যানচালকেরা যাতে ভবিষ্যতে অটো কিনে পারমিট পেতে পারেন। ভ্যানচালকদের পক্ষে মহসিন খান বলেন, “আমরাই গত বছর থেকে রেল যাত্রীদের পরিষেবা দিতে শুরু করি। অটো মাত্র আড়াই মাস এসে আমাদের উচ্ছেদের চক্রান্ত করছে।” |