বারাবনির প্রাক্তন সিপিএম বিধায়ক তথা বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ সরকার খুনের পরে তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে সোমবার আসানসোল আদালতে মানহানির মামলা রুজু করলেন প্রয়াত বিধায়কের স্ত্রী শেফালি সরকার। রাতে মুকুলবাবু বলেন, “আইনের পথেই এই মামলার মোকাবিলা করা হবে।”
গত ৯ জুন সকাল সাড়ে ৭টা নাগাদ হিরাপুর থানার আপকার রোড এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন দিলীপবাবু। তৃণমূলের আমলে, পুলিশি নিষ্ক্রিয়তায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তোলে সিপিএম। রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন সিপিএমের রাজ্য নেতৃত্ব তথা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এর পরেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় দাবি করেন, দিলীপবাবু এলাকায় নারী পাচারের সঙ্গে জড়িত বলে বছর চারেক আগে অভিযোগ দায়ের হয়েছিল।
শাসকদলের নেতার এই মন্তব্যে ক্ষোভ ছড়ায় সিপিএম সদস্য-কর্মীদের মধ্যে। মুকুলবাবুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবিও ওঠে।
এ দিন দুপুরে আসানসোল আদালতে দাঁড়িয়ে শেফালিদেবী বলেন, “মুকুলবাবু আমার স্বামী সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে আমার ও আমার পরিবারের সকলের সম্মানহানি হয়েছে। সেই জন্যই তাঁর বিরুদ্ধে এই মামলা করছি।” তাঁর আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায়ের দাবি, “গত ১০ জুলাই মুকুলবাবুকে আইনি নোটিস নিঃশর্তে ক্ষমা চাইতে বলেছিলাম। তিনি কোনও উত্তর দেননি। তাই আজ এই মামলা দায়ের করা হয়েছে।”
মুকুলবাবু অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি। জেলা সিপিএম সূত্রে জানানো হয়েছে, মামলা চালানোর পাশাপাশি তারা শিল্পাঞ্চল জুড়ে আন্দোলনেও নামবে। |