টুকরো খবর |
চাষে ক্ষতি নিয়ে বৈঠকে কৃষি সচিব |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাম্প্রতিক অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। ক্ষতি হয় চাষের। এখনও চাষিরা সেই ক্ষতিপূরণ পাননি। ঠিক কতটা পরিমাণ এলাকা প্লাবিত হয়েছিল, কী কী ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ কত, সে সব পর্যালোচনা করতে রবিবার মেদিনীপুরে এসেছিলেন রাজ্যের কৃষি সচিব সুব্রত বিশ্বাস। এ দিন মেদিনীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলাশাসক গুলাম আলি আনসারি বলেন, “জেলার ৬৮৪টি মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে রিপোর্ট তৈরি হচ্ছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্তাদেরও সেখানে হাজির থাকার কথা। ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করতে পারেন। তার আগে কোন এলাকায় চাষের কত ক্ষতি হয়েছে, কত বাড়ি ভেঙেছে, টাকার অঙ্কে ক্ষতি কত, সে সবের চুলচেরা বিশ্লেষণে নেমেছে প্রশাসন। কারণ, শুধু ক্ষতিগ্রস্তদের টাকার অঙ্কে ক্ষতিপূরণ দিলেই হবে না, পরবর্তী চাষের জন্য মিনিকিট বা অন্য কিছু দেওয়া যেতে পারে কিনা সে বিষয়েও আলোচনা হবে। সব কিছ চূড়ান্ত হলে তবেই মুখ্যমন্ত্রী তা ঘোষণা করবেন।
|
সবংয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কংগ্রস ছেড়ে মানস ভুঁইয়ার খাসতালুকে ২২৫ জন নেতা-কর্মী তৃণমূলে যোগ দিল। রবিবার সবংয়ের বলপাই হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তাঁরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক কমিটির সহ-সভাপতি জগদীশ মাইতি ও জেলা সাধারণ সম্পাদক অমূল্য মাইতি। কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক অরবিন্দ মহাপাত্র-সহ ২০০ জন নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। সিপিএমের শাখা সম্পাদক-সহ ২৫জনও তৃণমূলে যোগ দেন। বলপাই পঞ্চায়েতের নির্দল প্রধান সন্দীপ ধলও তৃণমূলে এলেন। এ দিন দলবদল প্রসঙ্গে অমূল্যবাবু বলেন, “মানসবাবু এই নেতা কর্মীদের দীর্ঘদিন কর্ম সংস্থানের আশ্বাস দিলেও কিছুই করেননি। তাই তাঁর প্রতি আস্থা হারিয়ে ও সিপিএমের অস্বচ্ছ মনোভাব দেখেই ওরা আমাদের দলে এসেছেন।” যদিও কংগ্রেসের ব্লক সভাপতি অমল পণ্ডা বলেন, “অরবিন্দ মহাপাত্র আগেই দল থেকে বহিস্কৃত হয়েছিল। তবে কংগ্রেস সদস্যরা তৃণমূলে যাওয়ায় যদি সরকার তাঁদের কর্মসংস্থান করতে পারে আমরা খুশি হব।”
|
সিপিএম নেতার জেলহাজত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গত ১৭ জুন তৃণমূলের মিছিলে হামলায় যুক্ত থাকার অভিযোগে আনন্দমোহন সিংহকে গ্রেফতার করল পুলিশ। তিনি সিপিএমের কুলটিকরি লোকাল কমিটির সদস্য। আনন্দমোহনবাবু তেঁতুলিয়া প্রাথমিক স্কুলের শিক্ষক। শুক্রবার দুপুরে সাঁকরাইল থানার পুলিশ তাঁকে ধরে। শনিবার তাঁকে ঝাড়গ্রাম মহকুমা আদালতে হাজির করানো হলে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। প্রসঙ্গত, বৌদিকে ধর্ষণ এবং তৃণমূলের লোকজনের উপর সশস্ত্র হামলার অভিযোগ গ্রেফতার হওয়া বাদল রানাকে জিজ্ঞাসাবাদ করে আনন্দমোহনবাবুর নাম পায় পুলিশ।
|
পুরনো খবর: বাদল রানা পুলিশ হাজতে
|
দুর্ঘটনায় মৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেলারের ধক্কায় মৃত্যু হল তিন মোটর সাইকেল আরোহীর। শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেচেদার কাছে দুপজোড়া গ্রামে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম জগদীশ মাজী (৩০), শেখ মহিম (৩৩) ও অমিতাভ দাস (২৭)। তিন জনেরই বাড়ি মেচেদা এলাকায়। এ দিন বিকালে এক মোটর সাইকেলে চেপে ওই তিন জন হলদিয়া থেকে জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে আসছিলেন। পুলিশ ট্রেলার ও চালকের খোঁজ শুরু করেছে।
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মশালার আয়োজন |
‘কলেজ শিক্ষকদের অধিকার ও কতর্ব্য’ বিষয়ক এক কর্মশালা হয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণণ হলে এই কর্মশালায়ন বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক সংগঠনগুলির নেতৃত্বকে আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক বিনয় চন্দ বলেন, “এগজিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত মতো এই কর্মশালার আয়োজন করেছিলাম। আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে, তার বিস্তারিত রিপোর্ট কাউন্সিলকে জানাব।” শিক্ষকদের হাজিরা, খাতা দেখা, পাঠক্রমে বিভিন্ন সংযোজন-সহ নানা বিষয়ে কর্মশালায় আলোচনা হয়েছে। কর্মশালায় অধ্যক্ষ, শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রণজিৎ ধর, উপাচার্য রঞ্জন চক্রবর্তীও উপস্থিত ছিলেন। উপাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শিক্ষকদের আরও বেশি করে গবেষণায় মন দিতে হবে। কলেজের পরিকাঠামো উন্নয়নেও অগ্রণী ভূমিকা নিতে হবে।”
|
ঘাটালে শুরু ত্রাণ বিলি |
জল কমতেই ঘাটাল ব্লকের জলমগ্ন এলাকায় সরকারি ভাবে ত্রাণ বিলি শুরু করল মহকুমা প্রশাসন। শনিবার ঘাটালের রথিপুরে শতাধিক বাসিন্দাকে ত্রিপল, শাড়ি, বাচ্ছাদের জামা, প্যান্ট, লুঙ্গি-সহ শুকনো খাবার বিলি করা হয়। রবিবার কাজিরহাট এলাকার প্রায় আটশো বাসিন্দাকে একই ভাবে ত্রাণ দেওয়া হয়। ঘাটালের মহকুমাশাসক অদীপ রায় বলেন, “এক সপ্তাহ ধরে মহকুমার জলমগ্ন এলাকায় ক্যাম্প করে ওই ত্রাণ দেওয়া হবে।”
|
নতুন কংক্রিট পিচ |
কাঁথিতে সিএবির ক্রিকেট কোচিং ক্যাম্পে নতুন কংক্রিট পিচের উদ্বোধন হল। এসেছিলেন ক্রিকেটার দেবাং গাঁধী। তিনি ক্যাম্পে এসে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান। অনুষ্ঠানে বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় সৌগতা জানাকে সংবর্ধনা দেওয়া হয়।
|
বন্দুক চুরি, জেল |
দেভোগ এলাকার একটি কারখানার নিরাপত্তারক্ষীর বন্দুক চুরির অভিযোগে এক শ্রমিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ ওয়াইদুলকে শনিবার হলদিয়া এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।
|
উপপ্রধানের নালিশ |
পঞ্চায়েতের বামপন্থী সদস্যরা অভব্য আচরণ করছেন বলে থানায় অভিযোগ জানালেন এগরা ২ ব্লকের দুবদা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। এর প্রতিবাদে দুবদায় তৃণমূল সভাও করে রবিবার। |
|