|
|
|
|
কে ছিল ভটকলের সঙ্গে, দ্বিমত তদন্তকারী সংস্থারা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
পুণের জার্মান বেকারি বিস্ফোরণের দিন ইয়াসিন ভটকলের সঙ্গে কে ছিল তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে।
২০১০ সালে পুণের জার্মান বেকারিতে বিস্ফোরণে নিহত হন ১৭ জন। ওই ঘটনায় হিমায়েত বেগ নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এটিএসের দাবি, বিস্ফোরণের সময়ে ভটকলের সঙ্গে ছিল বেগ। প্রথম থেকেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সে। মহারাষ্ট্রের উদগিরে তার ইন্টারনেট কাফেতে বসে বিস্ফোরণের ষড়যন্ত্রও করেছিল ভটকল-সহ কয়েক জন চক্রী। ওই মামলায় সাক্ষী হিসেবে পুণের এক অটোচালককে হাজির করে এটিএস। তাদের দাবি, ওই অটোচালকই বিস্ফোরণের দিন পুণে স্টেশন থেকে ভটকল ও হিমায়েতকে নিয়ে এসেছিল। দায়রা আদালতে সেই অটোচালক হিমায়েতকে শনাক্তও করে। দায়রা আদালতের বিচারে হিমায়েতের মৃত্যুদণ্ড হয়। সেই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আর্জি জানানোর কথা ভাবছেন তার আইনজীবী।
কিন্তু দিল্লি ও বেঙ্গালুরু পুলিশ দাবি করে, ইয়াসিনের সঙ্গে সে দিন হিমায়েত নয়, ছিল কাতিল সিদ্দিকি নামে আর এক ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি। দিল্লি পুলিশের কাছে এই মর্মে দেওয়া সিদ্দিকির জবানবন্দিও রয়েছে। সিদ্দিকিকে পরে ইয়েরওয়াড়া জেলে মাফিয়া ডন শরদ মহোল ও তার এক সঙ্গী খুন করে বলে অভিযোগ।
ইয়াসিন ভটকল গ্রেফতার হলে এই বিবাদ মেটার রাস্তা পাওয়া যেতে পারে বলে মনে করেছিলেন অনেকেই। সম্প্রতি ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হয় ভটকল। এনআইএ সূত্রে খবর, হিমায়েত আদৌ ওই ষড়যন্ত্রে জড়িত নয় বলে জানিয়েছে ভটকল। এনআইএ-র দাবি, ওই বিস্ফোরণের দিন ভটকলের সঙ্গে ছিল কাতিল সিদ্দিকি। জেরায় ভটকল জানিয়েছে, জার্মান বেকারিতে সে নিজেই বিস্ফোরক রেখেছিল। পরে একটি মন্দিরে বিস্ফোরণ ঘটানোর দায়িত্বে ছিল সিদ্দিকি। কিন্তু, ব্যর্থ হয় সে।
ভটকলের এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে দাবি এটিএসের। এক এটিএস অফিসারের বক্তব্য, “আমাদের বক্তব্য কোর্ট মেনে নিয়েছে। ভটকল হয়তো হিমায়েতের বিরুদ্ধে মামলা দুর্বল করার চেষ্টা করছে। সিদ্দিকিকে দোষ দিলে এখন আর ক্ষতি নেই। সে মারা গিয়েছে।”
বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের বক্তব্য,“কোনও নিরপরাধ ব্যক্তির শাস্তি হবে না। তবে হিমায়েতের ঘটনা নিয়ে তদন্তের জন্য কোনও বিশেষ দল গঠন করা হয়নি।” |
পুরনো খবর: সংগঠন দু’ভাগ, জেরার মুখে জানালেন ভটকল |
|
|
|
|
|