গ্যারেথ বেল-বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রোনাল্ডোর। একে বেল আসায় রিয়ালে যে বিদ্রোহের আঁচ টের পাওয়া যাচ্ছে, তার পিছনে রোনাল্ডোই রয়েছেন বলে প্রচারমাধ্যমের দাবি। তার উপর পর্তুগালের হয়ে ম্যাচে নেমে বিদ্রুপের মুখে পড়তে হল সিআর সেভেনকে। শুক্রবার রাতে প্রাক বিশ্বকাপের ম্যাচে নর্দার্ন আয়্যারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ‘সস্তার বেল’ তকমা পেলেন রোনাল্ডো। যার জবাব অবশ্য নিজের স্টাইলে দিয়েছেন তিনি— হ্যাটট্রিক করে।
দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দেশকে গুরুত্বপূর্ণ জয় এনে দেওয়া। ইউসেবিওকে টপকে যাওয়া। দর্শকদের বিদ্রুপের জবাব দেওয়া। সবই পাওয়া গেল সিআর সেভেনের ‘ম্যাজিক পা’ থেকে। আর ম্যাচ শেষে প্রয়াত বাবা-কে জয় উৎসর্গ করে রোনাল্ডো বললেন, “এই জয় উৎসর্গ করতে চাই আমার বাবাকে। যিনি আট বছর আগে এই দিনেই আমাকে ছেড়ে চলে যান।”
নর্দার্ন আয়্যারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত সিআর সেভেনকে শুনতে হয় আইরিশ সমর্থকদের আওয়াজ— “রোনাল্ডো তুমি হলে সস্তার বেল।” আর আইরিশ প্লেয়ারদের সামলাতে হল রোনাল্ডোর ‘রাগ’। রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যেই নর্দার্ন আয়ারল্যান্ডকে ৪-২ হারাল পর্তুগাল। যার সুবাদে গ্রুপ এফ-এর শীর্ষস্থানেই থেকে গেল পাওলো বেন্তোর দল। |
বেলকে নিয়ে টিটকিরির জবাব গোলের হুঙ্কার। |
রোনাল্ডো এ দিন ভেঙে দিলেন পর্তুগাল কিংবদন্তি ইউসেবিওর দেশের হয়ে ৪১ গোলের রেকর্ড। যার পরে রোনাল্ডো বলেছেন, “আমি খুব গর্বিত ইউসেবিওর মতো কিংবদন্তির রেকর্ড ভাঙতে পেরে। আমার মতে পর্তুগাল জার্সিতে ইউসেবিওই সর্বশ্রেষ্ঠ ফুটবলার।”
এক দিকে রোনাল্ডোর দাপটে যখন প্রায় ব্রাজিল বিশ্বকাপ পৌঁছানো নিশ্চিত হয়ে গেল পর্তুগালের, তখন সিআর সেভেনের নতুন সতীর্থ বেলের ভাগ্যে জুটল ব্যর্থতা। গ্রুপ এ-র লড়াইয়ে ম্যাসেডোনিয়ার কাছে ১-২ হেরে ব্রাজিল বিশ্বকাপ যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল ওয়েলসের। কিন্তু ম্যাচ ফিট না হওয়ায়, রিজার্ভ বেঞ্চে বসেই পুরো ম্যাচ কাটাতে হয় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।
|