ডেঙ্গি নিয়ে শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্তকে ব্যঙ্গ করে আঁকা কার্টুন সম্বলিত ফ্লেক্স খুলে দিল শিলিগুড়ি পুরসভা। শুক্রবার ডেপুটি মেয়র সবিতা অগ্রবালের উদ্যোগে ওই ফ্লেক্স খোলা হয়। এর পরে ডেপুটি মেয়রের নামে এফআইআর করার হুমকি দিয়েছেন তৃণমূল কাউন্সিলররা। তবে রাত পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। পরে ডেপুটি মেয়র বলেন, “কোনও মহিলাকে এভাবে হেনস্থা করা হলে এমন কাজ আমি বারবার করব। সভা সমাজে এটা চলতে পারে না।”
এদিন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এয়ারভিউ থেকে মিছিল করে পুরসভায় যান। পুরসভায় কাজ হচ্ছে না এই অভিযোগে গোটা পুরসভায় ফ্লেক্স টাঙান। সেখানেই প্রথম তলা থেকে বাইরে দিকে টাঙানো হয় মেয়রের ব্যঙ্গ চিত্র। তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল বলেন, “কী করে একটি রাজনৈতিক দলের ফ্লেক্স খুলে দেওয়া হল? এটা ঠিক হয় নি, আমরা এর বিরুদ্ধে এফআইআর করব।”
কোন কাজ হচ্ছে না পুরসভায় এই অভিযোগে এ দিন পুরভবনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি দেন তাঁরা। তবে আগে থেকে জানান হলেও কেন এ দিন মেয়র পুরসভায় ছিলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। মেয়র বলেন, “আদালতের কাজের জন্য কলকাতায় রয়েছি।” মোট ১০ টি বিষয় নিয়ে এ দিন পুরসভার কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধানকে স্মারকলিপি দেন তাঁরা। শহরের সমস্ত রাস্তাঘাট ভেঙে পড়ে রয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত মানুষ, কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা, একের পর এক বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে, মাতৃসদনের বেহাল অবস্থা নিয়ে সরব হন তাঁরা। প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা বলেন, “সারা শহর যখন ডেঙ্গিতে আক্রান্ত, তখন মেয়র কলকাতায় গিয়ে বসে রয়েছেন।” |