ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিবিদিষানন্দের জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ২ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে।
স্বামী বিবিদিষানন্দ |
সঙ্ঘের যুগ্ম সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানান, ১৯৬১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার মাঝপথেই স্বামী বিবিদিষানন্দ ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল
আশ্রমে যোগ দেন। তার পরে চলে যান বারাণসীতে। কাশী আশ্রমে দীর্ঘদিন সঙ্ঘের যুগ্ম সম্পাদক স্বামী মুক্তানন্দের সংস্পর্শে ছিলেন
তিনি। সেখান থেকেই বিভিন্ন সেবাকাজ এবং ইলাহাবাদ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীর কুম্ভমেলা পরিচালনার দায়িত্ব সামলেছেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের বিভিন্ন জেলায় সেবাকাজ পরিচালনা করেন। সকলের কাছে তিনি রাধেশ্যাম মহারাজ নামে পরিচিত ছিলেন।
এ দিন সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে স্বামী বিবিদিষানন্দের মরদেহ শায়িত রাখা হয়। সেখানে গীতা ও শাস্ত্রীয় মন্ত্র পাঠ করেন সন্ন্যাসী-ব্রহ্মচারীরা। স্বামী বিশ্বাত্মানন্দ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। দমকলমন্ত্রী জাভেদ খান ও বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত কার্যালয়ে এসে শ্রদ্ধা জানান।” আসেন অগণিত ভক্ত, স্কুলের পড়ুয়া ও শিক্ষকেরা। |