ছবি তুলে ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
বিনা অনুমতিতে এক স্কুলছাত্রীর ছবি মোবাইলে তুলে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুলছাত্র-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পরে তারা জামিনে ছাড়া পান। রাইপুর থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, দশম শ্রেণির এক ছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে অভিযোগ করেন যে ২৩ অগস্ট তাঁর মেয়েকে এক ছাত্র স্কুলের পাশে এক জায়গায় নিয়ে যায়। সেখানে মোবাইল দোকানের মালিক বিশ্বজিৎ দে ও বিক্রমাদিত্য মাহাতো নামে দুই যুবক ওই ছাত্রীর ছবি তোলে। পরে ইন্টারনেটে সেই ছবি তারা ছড়িয়ে দেয়। শুক্রবার ধৃত ওই স্কুলছাত্রকে বাঁকুড়া জুভেনাইল কোর্টে হাজির করানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন। বিশ্বজিৎ ও বিক্রমাদিত্যকে খাতড়া আদালতে তোলা হলে বিচারক ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “বিনা অনুমতিতে এক স্কুলছাত্রীর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন জনকে ধরা হয়। একটি মোবাইল ফোন-সহ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যদিও বিক্রমাদিত্যের বাবার দাবি, “মেয়েটির কোনও অশ্লীল ছবি মোবাইলে তোলেনি আমার ছেলে। ছাত্রীটির বাবা আমার ছেলের নামে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেছেন।” বাকিদের বাড়ির লোকেরাও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
|
পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর ও আড়শা |
দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। জখম হলেন একজন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর-সোনামুখী রাস্তায়, রাধানগর গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি দেবাশিস চট্টোপাধ্যায় (৩৭) সোনামুখীর বাসিন্দা। মোটরবাইক চালিয়ে তিনি বিষ্ণুপুর থেকে সোনামুখী ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা হয়। জখম ব্যক্তিকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। জখম হয় তার এক সহপাঠী। আড়শা থানার কুদাগাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সম্রাট কুমার (১৪)। বাড়ি কুদাগাড়া গ্রামে। স্থানীয় রাঙামাটি স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠে সে নবম শ্রেণিতে পড়ত। দুই সহপাঠীর সঙ্গে শিক্ষক দিবসের অনুষ্ঠান সেরে স্কুল থেকে বাড়ি ফিরছিল সে। গ্রামের কাছে রাস্তায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে।
|
নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সংখ্যালঘু ভবনের উদ্বোধন হল পুরুলিয়ায়। শুক্রবার দুপুরে কলকাতা থেকে রিমোটের মাধ্যমে এই নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভবনের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছিলেন পুরুলিয়ার বিধায়ক কে পি সিংহ দেও ও পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী-সহ প্রশাসনের আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে পুরুলিয়া সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা উন্নয়ন দফতরের বরাদ্দ ৭২ লক্ষ ২৫ হাজার টাকায় জেলাশাসকের কার্যালয়ের চত্বরেই এই ভবন তৈরি হয়েছে।
|
প্রশ্নপত্র ফাঁস
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পেয়ে পরীক্ষা বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। শনিবার বাঁকুড়ার সারদামণি গালর্স কলেজে গ্রুপ সি করণিক পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রায় ২৫০ জন পরীক্ষা দেন। পরীক্ষা শেষে কলেজের সদর দরজার কাছে কিছু পরীক্ষার্থী ছেঁড়া প্রশ্নপত্র পড়ে থাকতে দেখেন। এর পরেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ তুলে কলেজ অধ্যক্ষকে বিক্ষোভ দেখান তাঁরা। কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত বলেন, “প্রশ্নপত্র বাইরে কী ভাবে গেল খতিয়ে দেখব। এ দিনের পরীক্ষা বাতিল করে আগামী ২৯ সেপ্টেম্বর ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
বড়জোড়ায় ধৃত ১৩
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পুলিশের উপর হামলার অভিযোগে বড়জোড়ার ফুলবেড়িয়া হাইস্কুলের পড়ুয়াদের অভিভাবক-সহ ১৩ জন গ্রেফতার হলেন। স্কুলে গণ্ডগোলের প্রতিবাদ জানাতে ছাত্রছাত্রীরা শুক্রবার রাস্তা অবরোধ করেছিল। পুলিশ তাদের উপর লাঠি চালায়। পুলিশের পাল্টা দাবি, অভিভাবকদের ছোড়া ইটে কয়েক জন পুলিশকর্মী জখম হন। শনিবার ধৃতদের ১৪ দিন জেল হাজতে পাঠিয়েছে বাঁকুড়া আদালত। |