টাকা জমা না পড়ায় জমিদার অনুগত কর্মচারী রামলোচন এই সুযোগে লেঠেলদের দিয়ে জবরদস্তি করে, দুই ভাইয়ের প্রবল আপত্তি সত্ত্বেও। সারা দিন না খেয়ে থাকা রাধার কাছে দুঃখীরাম ভাত চাইল। স্বামীকে ভাত দিতে না পেরে অতি দুঃখে বলল, ‘আমারে বসিয়ে দিয়ে এসো বাজারের লাইনে’। দুঃখীরাম নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দা দিয়ে খুন করল স্ত্রীকে। নাটকের প্রতিটি মুহূর্তেই চূড়ান্ত নাটকীয়তা, কৌতূহল ও উত্তেজক মুহূর্তগুলির জন্য সবটাই কৃতিত্ব দাবি করতে পারেন পরিচালক নিলীমা চক্রবর্তী। অভিনয়ের জন্য প্রশংসা পাবেন অমর সরকার, সুবীর গোস্বামী, তরুণ বন্দ্যোপাধ্যায়, চৈতালি রায়, সোমা দত্ত, জয়দীপ ঠাকুর। আবহ তপনকুমার বন্দ্যোপাধ্যায়, আলোয় শঙ্কর মাঝি। |