টুকরো খবর
দেগঙ্গায় বমাল পাকড়াও চোর
চোরকে ঘরের মধ্যে দেখে স্তম্ভিত গৃহকর্তা। জাপটে ধরেছিলেন তাকে। কিন্তু ষাটোর্ধ্ব ব্যক্তিটির পক্ষে ছোকরা চোরকে বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। হাত ছাড়িয়ে পিঠটান দেয় সে। পিছনে তাড়া করেন গৃহকর্তাও। শেষমেশ জনতার হাতে ধরা পড়ে চোর। গণপিটুনির পরে পুলিশ গিয়ে গ্রেফতার করে বছর পঁচিশের রাজেন্দ্র সাউ নামে ওই যুবককে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দেগঙ্গা বাজারে। গত কয়েক দিন ধরেই এলাকায় চুরি বেড়েছে। বাজার-লাগোয়া এলাকায় বাড়ি সুনীল দাসের। বাড়িতে তালা দিয়ে সকালে গিয়েছিলেন বাজারে। সাড়ে ১০টা নাগাদ ফিরে দেখেন, গেটের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, আলমারি ভাঙার চেষ্টা করছে চোর। তাকে পিছন থেকে জাপটে ধরেন বৃদ্ধ। তাঁরই বাড়ি থেকে হাতিয়ে নেওয়া বেশ কিছু টাকা পকেট থেকে বের করে ফেরত দিতে চেয়ে চোর বলে, অন্যায় হয়েছে। ছেড়ে দিন। কিন্তু ছেড়ে দিন বললেই কি ছেড়ে দেওয়া যায়! বেশ কিছুক্ষণ টানাহেঁচড়ার পরে সুনীলবাবুর হাত ছাড়িয়ে পালায় চোর। ধাওয়া করেন সুনীলবাবু। টাকা রাস্তা ধরে ছুটতে থাকেন দু’জনে। প্রায় এক কিলোমিটার দৌড়ে নাগের ঝিল এলাকায় জনতা ধরে ফেলে চোরকে। সুনীলবাবুর একটাই আফসোস, খোওয়া যাওয়া কয়েক হাজার টাকা আর উদ্ধার হল না।

যুবকের দেহ গাছের ডালে
গাছের ডালে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল এক যুবকের। শুক্রবার সকালে দেগঙ্গার কালিয়ানি বিল-সংলগ্ন এলাকার ঘটনা। সুকুমার নায়েক (৩৫) নামে ওই ব্যক্তির বাড়ি সন্দেশখালি কোড়াকাটি গ্রামে। দেগঙ্গায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। পুলিশের অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সুকুমারের পেশা ছিল, এলাকার লোকজনকে ভিন রাজ্যে নানা কাজে পাঠানো। তার বিনিময়ে টাকা নিতেন। কিন্তু বাইরে গিয়ে কাজে সন্তুষ্ট না হয়ে অনেকে ফিরে এসে তাঁর কাছে টাকা ফেরত চাইত। গত কয়েক মাস এই নিয়ে অশান্তিতে ভুগছিলেন সুকুমার। তিনি গলায় দড়ি দিয়েছেন, নাকি পাওনাদারেরা তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে।

অস্বাভাবিক মৃত্যু স্কুলছাত্রীর
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। পুলিশ জানিয়েছে, কাঁচরাপাড়ার বাসিন্দা মৌসুমী ভদ্র (১৬) নামে ওই কিশোরীকে শুক্রবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতার ঘর থেকে একটি ডায়েরিও উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান মানসিক অবসাদে আত্মহত্যা করেছে ওই ছাত্রী।

বাঁচাল কড়িকাঠ
জীবন শেষ করে দিতে চেয়ে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিলেন এক যুবক। তাঁর দেহের ভার সামলাতে না-পেরে ভেঙে পড়ল কড়িকাঠ। আহত হলেও বেঁচে যান তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ওই যুবকের নাম আব্দুল মোক্তার। বাড়ি বারাসতের কাজীপাড়ায়। শুক্রবার সকালে তিনি মহাত্মা গাঁধী রোডের ধারের একটি দোকানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন।

জমি মামলায় সুদীপ্ত হাজতেই
দক্ষিণ ২৪ পরগনায় জমি কেলেঙ্কারির ৩২টি মামলায় অভিযুক্ত সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে শুক্রবার ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। অভিযুক্তের আইনজীবী সমীর দাস বলেন, তাঁর মক্কেলকে দিনের পর দিন হাজতে আটকে রাখা হয়েছে। কী ভাবে প্রাপকদের টাকা ফেরত দেওয়া হবে, তার দিশা নেই। তাঁর মক্কেল হাজতে থাকলে টাকা ফেরত দেবেন কী ভাবে? তাঁর জামিনের আর্জি জানান সমীরবাবু। বিচারক অমিতাভ মুখোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করে দিয়ে সুদীপ্তকে হাজতে রাখারই নির্দেশ দেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.