টুকরো খবর |
মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিজ্ঞানসম্মত ভাবে মাছ চাষ করতে পারলে আগামী দিনে বিদেশে মাছ রফতানির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার বিকেলে জুনপুটে মৎস্য দফতরের মৎস্যচাষ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে এই মন্তব্য করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি আরও বলেন, “প্রতি বছর এ রাজ্য থেকে ১৭০০ কোটি টাকার মাছ বিদেশে রফতানি হয়ে থাকে। রাজ্যে মাছ চাষের মাধ্যমে কয়েক লক্ষ মানুষের রুজি রোজগার হয়। বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করলে মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনই মৎসাজীবীদের লাভের পরিমাণও বাড়বে।” উপ মৎস্য অধিকর্তা উৎপল সর বলেন, “রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হল। এতে ৪০ জন করে মৎস্যজীবী আধুনিক ও বিজ্ঞানসম্মত মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।”
|
প্রকল্পের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কংক্রিটের রাস্তা তৈরির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান তথা তমলুকের সাসংদ শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়া শহরে অনুষ্ঠান হয়। জানা গিয়েছে, দুর্গাচক রেল ক্রসিং থেকে এক্সাইড মোড় ও রুচি সোয়া ফ্যাক্টরি হয়ে চিরঞ্জীবপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার কংক্রিটের ব্লকের ওই রাস্তায় কাজের জন্য পর্যদ বরাদ্দ করেছে ৮ কোটি ২০ লক্ষ টাকা।
|
কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে বার্ষিক নবীনবরন অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে তৃতীয়-চতুর্থ বর্ষের ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পরে কলেজ কতৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ জানা অবশ্য বলেন, “ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটে গিয়েছে।”
|
চাল খারাপ, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মিড-ডে মিলে পোকাধরা চাল খাওয়ানো হচ্ছে, এই অভিযোগে কাঁথি ৩ ব্লকের মুড়িসাই বিদ্যাসাগর হাইস্কুলে বৃহস্পতিবার মিলের চাল নিয়ে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। বিডিও এসে খারাপ চাল পাল্টে দেওয়া এবং তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে তমলুক থানার পুতপুতিয়া গ্রামে। মৃতের নাম শ্যামসুন্দর দিণ্ডা (৩৬)। এলাকাটি জলমগ্ন ছিল। বাড়ির জিনিসপত্র সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল রবীন্দ্রনাথ চন্দর (৪৭)। বাড়ি দিঘার অলঙ্কয়ারপুর গ্রামে।
|
মানসের চিঠি |
সমাজবিরোধীদের হামলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঠিকাদাররা কাজ করতে চাইছেন না বলে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে শুক্রবার অভিযোগ জানালেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। তাঁর কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক ঠিকাদার সংস্থার কর্মীরা দুর্বত্তদের হাতে প্রহৃত হওয়ায় রাস্তা তৈরির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এসপি, জেলাশাসককে জানিয়েও সুরাহা হচ্ছে না বলে ঠিকাদারের অভিযোগ। ফলে সবংয়ের রাস্তা তৈরির কাজ ব্যাহত হচ্ছে বলে সুব্রতবাবুকে জানিয়েছেন মানসবাবু। |
|