মরসুম শুরুর আগেই ওডাফার চোটে কিছুটা হলেও বিধ্বস্ত মোহনবাগান। এর প্রভাব এতটাই যে গত মরসুমে আই লিগে অবনমন বাঁচানো বাগান কোচ করিম বেঞ্চারিফাও বলছেন, “ওডাফার চোট দুর্ভাগ্যজনক। তবে এটা খেলার অঙ্গ। ওর চোট নিয়ে আর কোনও মন্তব্য নয়।”
এ দিকে, শুক্রবারই নার্সারি লিগে চ্যাম্পিয়ন হল মোহনবাগানের ছোটরা। টানা তিন মরসুম ট্রফি না পাওয়া গঙ্গাপারের ক্লাব এ বার বড়দের ঘরোয়া লিগে ট্রফি শিকারের অভিযান শুরু করছে মঙ্গলবার। সে দিনই কলকাতা লিগে বাগানের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ কারা তা শুক্রবার রাত পর্যন্ত জানা নেই ফুটবলারদের। আইএফএ সূত্রে খবর, শনিবার বিপক্ষ দলের নাম জানিয়ে দেওয়া হবে।
আইএফএ-র কাছে ২৩ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় বাগানের প্রথম ম্যাচে নেই ইচে। নবাগত বিদেশি এরিক শহরে আসবেন আগামী বৃহস্পতিবার। সেক্ষেত্রে করিমের হাতে একমাত্র বিদেশি কাতসুমি। তবে তিনি শুরু থেকেই খেলবেন, জোর দিয়ে বলা যাচ্ছে না। এ দিন অনুশীলনের পরে করিম বলেন, “প্রয়োজনে প্রথম ম্যাচ বিদেশিদের বাইরে রেখেও নামতে পারি।”
ইচে না থাকায় দেশীয় রক্ষণই প্রথম ম্যাচে ভরসা বাগানে। এ দিন করিম যে ইঙ্গিত দিয়েছেন তাতে মরসুমের প্রথম ম্যাচে স্টপারে রোইলসন, আইবর। লেফট ব্যাকে রবিন্দর এবং রাইট ব্যাকে ওয়াহিদ সালিকে রেখেই দল সাজাচ্ছেন বাগানের মরক্কান কোচ। বিকল্প হাতে রাখতে এ দিন বিকেলেই আইএফএ অফিসে সই করিয়ে নেওয়া হল গোলকিপার মনোতোষ ঘোষ এবং লেফট ব্যাক নিকোলাও বর্জেসকে।
যদিও বাগান কোচ এখনও ফর্মেশনের ব্যাপারে কোনও মন্তব্য করেননি। এ বার ৪-৩-৩ ছকেই বেশির ভাগ প্রস্তুতি ম্যাচ খেলেছে মোহনবাগান। কিন্তু ওডাফাহীন সবুজ-মেরুন শিবির সেই রণকৌশল প্রয়োজনে বদলাতে পারে বলে খবর। যদিও কোচ বলছেন, “মঙ্গলবার সকালের আগে এ ব্যাপারে কিছুই ভাবছি না।” |